নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

কই

২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

আছি তবুও যেন নেই।
ফুল ছুঁই না,আকাশ দেখি না
একলা বসে রই।
ট্রেন ছুটেছে তীব্র বেগে
তোমার দেখা নেই।
একলা আমি উদাস হয়ে
চুপটি করে রই।
হারিয়ে গেছি তোমার থেকে;
জলের মত রই।
ব্যথায় ব্যথায় কুঁচকে হৃদয়
শুন্যে ভীষণ হইচই।
হারিয়ে গেছি এই পৃথিবীর
অন্ধকূপে,আমার তুমি কই?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোথাও কেউ নেই।

২| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রিয়জনদের জন্য অপেক্ষার প্রহর দীর্ঘ হয়। অনেক সময় এটা এমনই দীর্ঘ যা টু বি কন্টিনিউ চলতেই থাকে---
সুন্দর কবিতা লিখেছেন।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

রাজীব নুর বলেছেন: বেশ কবিতা।

৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: শেষের দিকে একটু ছন্দপতন হলেও, কবিতায় অভিব্যক্ত আবেগ হৃদয়স্পর্শী হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.