নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
একটা রাত্রি নেমেছে পাহাড়ের বুকচিরে
রহস্যময় নীরবতা
অবাস্তব নীল আলো
এবং জলের উপর সামান্য সাদা কুয়াশা
যেন এখান থেকেই স্বপ্নের শুরু।
একটা রাত্রি নেমেছে এই পৃথিবীতে
ডাকছে ঝোপের ঝিঁ ঝিঁ,ডাকছে পেঁচা
বলছে কথা, অনেক ব্যথা
যেন প্রাণ বায়ু উড়ে গেল এখুনি।
জানতে পারেনি কেউ।
রহস্যময় শব্দজালে এক্ষুনি ইতি হল স্বপ্নের।
রাত্রি নেমেছে রাত্রি আধারের বুক চিরে
বলছে কথা স্বপ্ন দেখো নব জীবনের।
মাথার উপর ওই আকাশে
একলা দাঁড়িয়ে সুন্দরী চাঁদ।
অচিরেই সে আকাশের মধ্যিখানে,
তারারা সব ঘিরে ফেলে।
খুব বেশি আলো নেই যে যার
সূর্যালোক থেকে আলো করে ধার,
সেইটুকুই আলো যথেষ্ট আমার।
নীল রুবাইদা গুলশান মনি
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১১
নীল মনি বলেছেন: শুকরিয়া ☺☺☺☺☺☺☺☺
২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১১ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১২
নীল মনি বলেছেন: কেমনে কৃতজ্ঞতা জানাই বলেন তো? দোয়া রইল সেই সাথে মুগ্ধতা
©somewhere in net ltd.
১| ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
একটু স্নিগ্ধতা, একটু রজনী রজনী পরিবেশ সৃষ্টি করতে সমর্থ হয়েছে কবিতাটি