নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
একা লাগে ভীষণ।
মনে হয় আমি অন্ধকার মাটির নিচে।
একটা অঙ্কুরিত বীজ হয়ে আছি।
অপেক্ষায় মাটি ফুড়ে বের হবার।
বের হয়ে দেখব জীবনের প্রথম আলো ।
আলো সে কেমন?
দেখব বিশাল উঁচু আকাশ।
আকাশ সে কেমন?
সেই আকাশে প্রসারিত
ডানা মেলা এক ঝাঁক পাখি!
পাখি সে কেমন?
মাখব বাতাস কিন্তু সে কেমন?
মাটির জল শুষে
উঠব বেড়ে আকাশ সমান।
সেদিনও হব আমি একা।
একা সে কেমন?
অন্ধকার মাটির ঘরে যেমন!
আমার একা লাগে ভীষণ।
@রুবাইদা গুলশান
১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৬
নীল মনি বলেছেন: শুকরিয়া ও কৃতজ্ঞতা রইল।
২| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর কবিতা । ভালো লাগলো ।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৫
নীল মনি বলেছেন: শুকরিয়া জানাই
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: মন বিষন্ন করে দেয়া কবিতা।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:১৪
নীল মনি বলেছেন: জীবনের উপলব্ধি
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অজানা প্রশ্নবাকে কবিতাটি সত্যি সুন্দর ফোটাতে পেরেছেন।