নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

মানুষ

০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৮

হতে চেয়েছিলুম নদীর মতন
জল গড়িয়ে গড়িয়ে যাবে বহুদূর
চিকচিকে জলে ভেসে যাবে তরী
কিন্তু হয়ে গেলাম মানুষ।
হতে চেয়েছিলাম পাহাড়ের মতন
শত ব্যথায় যে দাঁড়িয়ে থাকবে নিশ্চুপ
বুক চিরে ঝরবে কান্না, ঝর্ণার গান হয়ে
সেই গান শুনে শুনে জাগবে
মাটির বুক থেকে নতুন প্রাণ
জয় হবে জীবনের জয়গান।
ফুল ফুটবে দলে দলে
উড়বে পাখি পাহাড়ের গায়ে
বাঁধবে বাসা আকাশ সম স্বপ্ন নিয়ে
কিন্তু একি!হয়ে গেলাম মানুষ!
হতে চেয়েছিলাম আকাশের মতন
যার বুকে মেঘেরা লুটোপুটি খেলে
প্রশান্ত নির্ভরতায় ডানা মেলা পাখি
কিন্তু আমি যে মানুষ হলাম
আকাশ দেখি,পাহাড় দেখি,দেখি নদী
দেখতে যে পাই না কেমন মানুষ আমি!
মানুষ হতে চাইলে সত্যি কি মানুষ হতে পারি?
মানুষ হওয়া সহজ কি খুব বেশি?


রুবাইদা গুলশান

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: দারুণ.......................।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:২০

নীল মনি বলেছেন: শুকরিয়া ও কৃতজ্ঞতা

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৩৪

সজিব। বলেছেন: বেশ লিখেছেন। অনেক ভালোলাগা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৫

নীল মনি বলেছেন: আমারও ভালো লাগল।ভালো থাকুন :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯

নীল মনি বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.