নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
অভিমান
তুমি যে ফিরবে না বলে দাও না কেন?
রোজ তাকিয়ে থাকি এই তুমি আসছ বলে
রাত্রি কেটে ভোর, ভোর কাটিয়ে সকাল,
সকাল গড়িয়ে বিকেল, বিকেলের রোদ ফুরিয়ে যখন সন্ধ্যা নামে
ঠিক তখনো তাকিয়ে থাকি ফিরবে তুমি শান্ত পায়ে
এসে বলবে খুব বেশি কী দেরি করে ফেলেছি আমি!
অথচ সন্ধ্যা নামে আধার গড়ায় তুমি আর আসো না।
আমি চেয়ে থাকি পথ, যেন অপেক্ষার শেষে শ্রান্তি
ক্ষণিক পরে বুঝি এ আমার ভ্রান্তি
একটা একটা দিন কাটে দিন
তুমি আর ফিরো না।
ফিরবে না আর বলে দাও তুমি
অপেক্ষায় আর থাকব না।
আকাশটা দেখে নিব,
ফুলের সাথে গল্প করব,
স্বপ্ন দেখব
অথচ ভাববো না তুমি ফিরবে কোনদিন।
এভাবেই মানুষ দূরে চলে যাই
সময়ের অজুহাতে কিংবা আত্মগোপনে।
ভালোবাসা হারায় না ;ভালোবাসা তার রঙ বদলে
খুঁজে নেয় নতুন ঠিকানা।
অথচ আমি পথ চেয়ে রই
তুমি আসবেই এই পথে
যদি না আসো তবে বলে দাও ফিরবে না।
ফিরবে না এই নগরীতে মানুষের বেশে
অথচ আমি
স্বপ্ন বুনি তোমার ফেরার।
তুমি আসবেই একদিন
সব ভুলে অথচ সেদিন
কেউ আর পথ চেয়ে রইবে না।
অভিমানের পালা শেষ।
@রুবাইদা গুলশান
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
নীল মনি বলেছেন: শুকরিয়া
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৫
নীল মনি বলেছেন: কেমন আছেন আপনি?
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১০
সামছুল আলম কচি বলেছেন: most excellent !!!