নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

শেকড়

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:১৩

শুনেছি দূরে চলে যাবে
দেখবে জীবন নতুন চোখে?
সন্ধ্যা ভিড়বে ঘরে, নিবিড় স্নিগ্ধতায়!
দূরে যাবে অভিযানে
সবুজ সূর্য ওঠবে চোখে।
শুনছ তুমি?
বিদ্রোহী পথ দেখ করবে অনুতাপ।
কল্পনা করবে শুধুই বেঁচে থাকার !
জেনে রেখ তুমি মানুষের আইন ঝড়ের মত
আসতে দেবে না কাছে, কেঁড়ে নেবে মুহূর্তে সব।
তারি মাঝে হঠাৎ বিদ্যুতের ঝলকানি।
এ যেন আশা তুমি ফিরবে ঘরে
অথচ ফিরবে না তুমি!
ক্লান্ত চোখ
তবুও চেয়ে থাকবে এ পৃথিবীর খাঁজে খাঁজে
শুধু খুঁজবে তোমায় অন্ধ শিশুর মত করে।
তারপর ঠিক একদিন ফিরে আসবে পথ ভুলে
তোমাকে যে ফিরে আসতেই হবে স্মৃতির সেই পানশালাতে।
যেখানে পুষতাম ভালোবাসার হলুদ পাখি।
জানো তুমি
সেই পাখি পালিয়েছে কবে!
অত্যাচারের নিপীড়নে নহে
একদিন জানালা খুলে রেখেছি ভুলে
ঝড় এসে এক নিমিষে উড়িয়ে নিল সবই।
দেখাল ভয় তুমি দূরে যাবে।
অত:পর
আত্মার আয়নায় উঠল ফুটে তোমার মুখচ্ছবি।
প্রশ্ন করেছিলাম তখন আমি
যাবার আগে বলে যাও তবে
আমায় কি ভালোবেসেছ কভু?
উত্তর পাইনি, শুধু তুমি চলে গেলে।
যত দূরে যাও তবুও মনে রেখ
গাঁথা রবে একটাই তুমি
ভালোবাসার শেকড়ে শেকড়ে।

©রুবাইদা গুলশান

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালোবাসার শেকড় প্রোথিত থাকে হৃদয়ের গভীরতম স্থানে। সত্যিকার ভালবাসা কখনও শেষ হয়ে যায় না, এর ধ্বংস নেই। একদিন না একদিন তা প্রকাশিত হবেই। সকল ভালোবাসা ফিরে পাক আপন আপন ঠিকানা।
কবিতা খুব সুন্দর হয়েছে।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

২| ১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৩৬

সঞ্জীব ব্যানার্জী বলেছেন: শেকড় ছিঁড়ে যায়না কখনোও। কোনো না কোনোও রুপে বিদ্যমান থাকে। সুন্দর লেখনি। 8-|

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০০

নীল মনি বলেছেন: অসংখ্য শুকরিয়া :)

৩| ১৯ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: মন ছুঁয়ে গেল।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০০

নীল মনি বলেছেন: হিহিহি আমারও ভালো লাগল।

৪| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনাকে সারাদিন দেখলাম না? খুব বিজি ছিলেন নাকি?

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১

নীল মনি বলেছেন: :( ব্যস্ততা তো থাকেই।আমাকে কেউ খোঁজে তা তো বুঝিনি আগে

৫| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কোথায় হারিয়ে গেলেন? আপনাকে খুঁজে পাওয়া যাচেছ না।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০১

নীল মনি বলেছেন: আছি তো :)

৬| ২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কেউ খোঁজে কিনা জানি না তবে নতুন বন্ধুত্বের খোঁজখবর না রাখলে কখন আবার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তার কি কোন ঠিক আছে? তাই আমি অন্তত রাখি।

২১ শে মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

নীল মনি বলেছেন: হিহিহি নষ্ট হবে না ইন শা আল্লাহ।আমি ভুলিনি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.