নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
সমুদ্র আমায় ডাকে।
চুপিচুপি বলে- এখানে এসো।
আমাকে দেখো।
ধারণ কর হৃদয়ে
আস্ত একটা সমুদ্র।
©রুবাইদা গুলশান
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫
নীল মনি বলেছেন: এইবছর ফেব্রুয়ারিতে গিয়েছিলাম।সমুদ্রে সব সময়ই তো বড় বড় ঢেঊ আসে।
শুকরিয়া ব্লগ বাড়িতে আসার জন্য।
২| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৭
সোহাগ তানভীর সাকিব বলেছেন: সমুদ্রের অপরূপ সৌন্দর্যের সুধা পান করেছেন সমুদ্র তাকেই ডাকে। আপনি হয়তো সেই সুধা পান করেছে তাই সমুদ্র আপনাকে ডাকে।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭
নীল মনি বলেছেন: আপনার মন্তব্যটা মনে ধরেছে।সত্যি তাই সেই প্রথমবার যখন দেখেছি সমুদ্রকে সেই থেকে ভালোবেসে ফেলেছি।
শুকরিয়া।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এত সংক্ষিপ্ত! ফেবুর স্ট্যাটাসের মত লাগল। ব্লগে এত সংক্ষিপ্ত লেখা দিলে সমালোচনা শুনতে হতে পারে।
লেখা ভালো লেগেছে।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৮
নীল মনি বলেছেন: আমি জানি এটা খুব ছোট লেখা।কয়েকটি শব্দ মাত্র।কিন্তু কথাগুলো হৃদয়ের।আর আমি মনে করি গভীরতা আছে।
তবে আপনাকে অশেষ কৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য।
শুকরিয়া
৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩০
নীল মনি বলেছেন: শুকরিয়া, ভালোবাসা তো তাই আবেগ বেশি।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫
সৈয়দ তাজুল বলেছেন:
যদি কেহ হৃদয়ে ধারণ করে নিতে পারে
সমুদ্র ক্ষমতা;
নিশ্চিত সে পাবে শান্তির বিশালতা।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩১
নীল মনি বলেছেন: ঠিক তাই। খুব সুন্দর করে অন্তর দিয়ে জানালেন কথাটি ভালো লাগল।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: আবেগ আছে, তবে আর একটু বড় হলে বোধহয় ভাল হত।
শুভ কামনা রইল।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২
নীল মনি বলেছেন: শুকরিয়া আপনার মন্তব্যের জন্য।পরবর্তীতে খেয়াল রাখব ইন শা আল্লাহ
৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সমুদ্রকে যে হৃদয়ে ধারণ করতে পারে
তার হৃদয়ের গভীরতা বিশাল।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ শুকরিয়া। সুন্দর মন্তব্য
৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০০
কামরুননাহার কলি বলেছেন: অল্পকটা লাইনে বিষন সুন্দর হয়েছে কবিতাটি আপি।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩
নীল মনি বলেছেন: ওহ আপু মণি শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া
৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩
মোস্তফা সোহেল বলেছেন: হৃদয়ে সমূদ্রকে ধারন করা হয়তো কঠিন!
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪
নীল মনি বলেছেন: হয়ত না। শুকরিয়া
১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩
শাহরিয়ার কবীর বলেছেন:
আমি ছুটে যাই বারে বারে সুমদ্রে কাছে
কারণ সুমদ্র বিশাল বলে !!
অনুকাব্য ভাল লাগলো।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯
নীল মনি বলেছেন: আমি যেভাবে ভালোবাসি সমুদ্র যদি মানুষ হত আমাকে ছেড়ে থাকতেই পারত না।বছরের যে কটা দিন থাকি মনে হয় স্বপ্নে আছি।
ফিরে আসার পর থেকে মন খারাপ হতে থাকে।মনে হয় আবার কবে যে দেখব
শুকরিয়া
১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৪
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: বেশ তাকে হৃদয়ে ধারন করুন। ক'জন পারে তার ডাক শুনতে।
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০১
নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়া আপুউউ, এমন ভাবে ডাকে আমি সব ভুলে চলে যাই।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
হৃদয় তো সমুদ্রের চেয়েও বিশাল। এই প্রথম দেখলাম
ছোট পাঁচটি লাইনেও একে আটকে রাখা যায়!!............
১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০২
নীল মনি বলেছেন: শুকরিয়া এত চমৎকার মন্তব্য করার জন্য।দোয়া করবেন।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৮
গ্রীনলাভার বলেছেন: দেখি সময় করে যাব আবার সমুদ্র দেখতে। বুকে ভয় ধরানো ঢেউ দেখতে ভাল লাগে।
১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩০
নীল মনি বলেছেন: হুম্মম যান ঘুরে আসুন। ফেরার সময় সাগরের ছবি তুলে আনবেন।শুধু দেখতে না, ওর গর্জনও দারুণ। আমার আবার যেতে ইচ্ছে করছে।
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: একটা সমুদ্র আস্ত গিলে ফেলি আমি
তৃষ্ণা মেটেনা তবু।
হাহ হাহ।
ভাল লেগেছে অণুকবিতাখানি।
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:১৬
নীল মনি বলেছেন: নাহ তৃষ্ণা মিটে না,তারে যত দেখি মন ততই মুগ্ধ হয়ে যায়।শুকরিয়া। ভালো লেগেছে জেনে খুশি হলাম
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০০
গ্রীনলাভার বলেছেন: আপনি কি ইদানিং কক্সবাজার গিয়েছিলেন? সমুদ্রে বড় বড় ঢেউ হচ্ছে?