নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

মেঘে মেঘে

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০২


অপরাজিতার সবটুকু নীল
ঝরে পড়েছে এই পৃথিবীর বুকে।
বিমর্ষ আকাশে জেগেছে উৎসব
প্রাণের গল্পগুলো মুছে মুছে।
শরতের সবটুকু মেঘ
ঝরে পড়েছে বাতাসে।
পৃথিবী রয়েছে ভীষণ ব্যস্ত
অন্য পৃথিবী সাজাতে।

( গত বছরের শরৎকালে, আমাদের বাড়ির রান্নাঘরের পেছনের খোলা আকাশ,বর্ডার লাইন, আর নামটা লেখা ছাড়া আর কোন ইফেক্ট ব্যবহার হয়নি,ছবিটি মোবাইলে ওঠানো)

©রুবাইদা গুলশান

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১১

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শেষ লাইনে ‘অন্য পৃথিবী’ বলতে ঠিক কি বুঝিয়েছেন?

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

নীল মনি বলেছেন: ভালো লাগার জন্য শুকরিয়া।লেখাটিতে একই সাথে পৃথিবীর রূপ ও মনের রূপের একটা তুলনা করেছি। প্রথম দুই লাইন পৃথিবীকে নিয়ে, পরের দুই লাইন হৃদয়ের আকাশের বিমর্ষ আকাশ এই রূপ দেখে প্রাণের গল্পগুলো মুছে দিচ্ছে।তারপর আবার প্রকৃতি কিন্তু পৃথিবী রয়েছে ব্যস্ত-এখানে পৃথিবী বলতে একজন মানুষকে বোঝানো হয়েছে যে ভীষণ ব্যস্ত তার মত থাকতে।

ভালো থাকবেন।

২| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩

রোকনুজ্জামান খান বলেছেন: আমার বি লি ভ হয় না
এটা আপনার হাতে তোলা ছবি।

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৬

নীল মনি বলেছেন: আমার হাতেই তোলা ছবি :) শুকরিয়া। এখানে বছরের কোন একটা সময় জলে ভরপুর থাকে, আর এখন ধান ক্ষেত :)

৩| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার তোলা ছবিটা খুবই সুন্দর! ছোট্ট কবিতাটাও সুন্দর লিখেছেন। “বিমর্ষ আকাশে জেগেছে উৎসব প্রাণের গল্পগুলো মুছে মুছে” এই লাইনদুটোর ভাবার্থ মেলাতে পারলাম না।

সুন্দর অনুকাব্য আর এক্সেলেন্ট ছবির জন্য অভিনন্দন!

২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮

নীল মনি বলেছেন: শুকরিয়া সুন্দর মন্তব্যের জন্য। অনেক প্রশংসা পেলাম।আলহামদুলিল্লাহ্‌ ।

এখানে বির্মষ আকাশ বলতে হৃদয়কে বোঝানো হয়েছে।
আর প্রাণের গল্পগুলো মুছে মুছে -ব্যথা ভুলে আর কি :)

৪| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৪

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এভাবে সবাই লেখককে পাম দিলে, সে কিছু শিখবে??X(

এ আর এমন কি ছবি? গাছপালা সব অন্ধকার?:(
দিনে ছবি তোলার সময়, ★ডেলাইট মোড ব্যবহার করবেন।।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

নীল মনি বলেছেন: হিহিহি এতক্ষণ বুঝি সবাই পাম দিচ্ছিল! আমি তো বুঝতেই পারি নি।আপনার তো ভীষণ বুদ্ধি, সব বুঝে ফেলেন।ছবিটা আমার ভীষণ পছন্দের :)

তবে শেখানোর জন্য সত্য কথায় বলা উচিত।

আপনাকেও ধন্যবাদ।

মোবাইলে কি ডে লাইট মোড আছে! জানি না তো।

৫| ২০ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা।
সুন্দর অভিব্যক্তি।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০২

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, শুকরিয়া :) :)। ভালো লাগল

৬| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৪

তারেক_মাহমুদ বলেছেন: অল্প কথায় সুন্দর।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৮

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

৭| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৭

সৈয়দ তাজুল বলেছেন: কবিতা ভাল হয়েছে!

বুঝা গেল আপনি একজন সিনিয়র কবি...

একরাশ প্লাস+++++....

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩২

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ এত প্রশংসা রাখার জন্য আমার দেখি একটা আকাশ ভাড়া করতে হবে।
একরাশ প্লাসে আমি তো আজ হারিয়ে যাব :)

দোয়া করবেন।

৮| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার ছবি ভাল হয়নি বলে যারা তাচ্ছিল্য করবে তাদের কথায় কান না দেয়াই ভালো। এর চেয়ে ভালোভাবে ছবি তোলার সিস্টেম আপনার জানা আছে কিনা সেটাও বিবেচনায় রাখতে হবে। সবাই মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো ছবি কিভাবে তুলতে হয় সেটা জানে না। আপনার তোলা এ ছবিটা অনেক অ্যামেচারের চেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, প্রফেশনাল ফটোগ্রাফারদের কথা আলাদা। ক্যামেরার ফিচারগুলো দৈনন্দিন এত আপডেট হচ্ছে যে ক্যামেরার সব ফিচারের ব্যবহার এমনকি অনেক প্রফেশনালেরও জানা থাকে না। আপনাকে শিখিয়ে দেয়ার ঢংয়ে কথাটা বলা যেত।
যাকগে, মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সামান্য টিউটোরিয়াল এখানে পাবেন। সার্চ দিলে এমন হাজার হাজার টিউটোরিয়াল পাবেন, সেখান থেকে আপনার প্রয়োজনমত শিখে নিতে পারেন। দ্বিতীয় লিংকটা দিলাম, প্রথম লিংক ওখানেই পাবেন।
https://www.techtunes.com.bd/photography/tune-id/349609


ভালো থাকুন।

২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫১

নীল মনি বলেছেন: আমিও আসলে ছবি তোলার এত নিয়ম কানুন জানি না।শখের বসে ছবি তুলি।এই যা। হুম্মম খুঁজে খুঁজে একদিন ঠিক শিখে যাব।তখন দারুণ সব মেঘের ছবি,ফুলের ছবি, সবুজের ছবি পেয়ে যাবেন।

শুকরিয়া :)

৯| ২০ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা খুব ভালো লিখেছেন আপু।।

২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৬

নীল মনি বলেছেন:
আলহামদুলিল্লাহ্‌ , শুকরিয়া।অনেক ভালো থাকুন :)

১০| ২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০১

সনেট কবি বলেছেন: সুন্দর অভিব্যক্তি

২০ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৭

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

১১| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাওসার চৌধুরী বলেছেন:


আপনি পোস্ট করার সাথে এতো এতো কমেন্ট আসে।
আমার এক সপ্তাহেও দু'টি হয় না। মন্দ কপাল আমার!!
নিশ্চয় ভাল লেখেন, এজন্য আমিও কমেন্ট করি।
...........তাই না? শুভ কামনা রইল।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

নীল মনি বলেছেন: এত মন খারাপ করবেন না প্লিজ।

কমেন্টের জন্য আমরা কি লিখি তবুও কমেন্ট পেলে আমরা পুলকিত বোধ করি।একদিন আমার চেয়েও অনেক অনেক বেশি কমেন্টে ভরে যাবে আপনার ব্লগ বাড়ি।দোয়া রইল।

আর বলছিলেন না ভালো লিখি;আসলে ভালো লেখি না।আর তার জন্য আপনি কমেন্ট করেন না।একটা অলিখিত নিয়মের কারণে কমেন্ট করে ফেলেন।
যেমন আজকের লেখাটা আপনার পছন্দ হয়নি তবুও করেছেন।

আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আপনার লেখা ভালো।সময় দিতে থাকুন :)

১২| ২০ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

বিএম বরকতউল্লাহ বলেছেন: চট করে পড়ে ফেলি কবিতাখানি
তারপর মনে মনে ভাবি কত কথা
কত ভাব মিশে আছে কবিতার বুকে
তারপর চুপচাপ খুব নীরবতা।

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪১

নীল মনি বলেছেন: আপনার কবিতা আমাকে সম্মানিত করেছে।
শুকরিয়া।
আপনি তো একজন বড় মাপের লেখক।
তবুও শুভকামনা রইল।আমার জন্য দোয়া করবেন :)

১৩| ২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:১৫

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ছবিটা খুবই সুন্দর। মন কাড়ছে। আগামী শরতে এমন একটা জায়গায় বেড়াতে যেতে পারলে মন্দ হতো না। :)

২০ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫০

নীল মনি বলেছেন: চমৎকার করে মন্তব্য জানিয়েছেন।আন্তরিক কৃতজ্ঞতা এখানে উঁকি দেওয়ার জন্য।চলে আসুন আমাদের এখানে আগামি শরতে মুগ্ধ নীলাকাশ দেখতে। ভালো থাকবেন।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৪১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ছবি ও লোকেশনের বর্ণনা দিয়ে এখানে একটা পোষ্ট দিয়েন https://www.facebook.com/groups/dbnbd/ ভ্রমণে চলে আসবো, সন্দেহ নেই। :)

২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:১৫

নীল মনি বলেছেন: ফিরে এসে মন্তব্য করার জন্য শুকরিয়া।
শরতে যদি ওমন জল আসে বাড়ির পেছনটায় তাহলে লোকেশন বলে দেব ইন শা আল্লাহ।

১৫| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কাব্য, ছবিটি চমৎকার তোলেছেন।
ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৯

নীল মনি বলেছেন: শুকরিয়া এত প্রশংসার জনু।আলহামদুলিল্লাহ্‌ :)

১৬| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর লিখেছেন।

কবিতার জন্য ছবিটা, নাকি ছবির ক্যাপশন হিসাবে কবিতাটা? :)

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

নীল মনি বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম।
ছবির জন্য ক্যাপশন। শুকরিয়া :)

১৭| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, শুকরিয়া :) :)। ভালো লাগল

সর্বক্ষন ভালো থাকার চেষ্টা করে যাচ্ছি।
কিন্তু পারছি কই?

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫১

নীল মনি বলেছেন: :) পারছি কই না, পারবেন ইন শা আল্লাহ।
আস্থা রাখুন।

১৮| ২১ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

নীল মনি বলেছেন: শুকরিয়া

১৯| ২১ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৮

নতুন নকিব বলেছেন:



দারুন। ছবিটা অসাধারন।

২১ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৮

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, শুকরিয়া।

২০| ২৬ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:১৯

কাওসার চৌধুরী বলেছেন: এবার কবিতাটি ভাল করে পড়েই কমেন্ট করছি। চমৎকার কবিতা। আরেকটি কথা, প্রথম পাতায় চান্স পেয়েছি। সময় সুযোগে একবার ব্লগে আসলে খুশি হবো।

২৭ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫২

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভীষণ ভীষণ ভালো খবর। চকোলেট খাবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.