নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
অরণ্য,
উড়ে যাওয়া পাখির ফেলে আসা পথের দিকে আজ আমি চেয়ে দেখি শুধু অসীম শুন্যতা।অনন্ত সময়ের কতো সোনালি রোদ,শেষ বিকেলের আকাশ রাঙিয়ে সূর্য অস্ত যাওয়া, তোমার অপেক্ষায় আমার অপেক্ষা । একে একে সবাই ফিরে এলেও তুমি আর আসলে না। অরণ্য,তুমি দেখেছ খেয়াল করে, জল কেটে কেটে ধীরে ধীরে নৌকা কিভাবে এগিয়ে চলে।আমিও তেমন চলছি যে!একে একে সব ঘাট, পার হয়ে যাচ্ছি কেবল, কিন্তু খেয়াল কর আমার চলার ছন্দে কোন তাড়া নেই।শুধু চলছি তো চলছি।
ভাবছি, আর কিছু জানাবো না তোমায়,কিন্তু তা আর হয় কই,ঠিকই জানায়,আমি যে পারি না, তোমায় না জানিয়ে থাকতে।আসলে কী জানো তোমাকে না জানালে বেঁচে থাকাটা আরো কঠিন কঠিন লাগে ,তুমি, তোমার আশ্রয়ে আমি পরিপূর্ণ।বলোতো, এমন আশ্রয় ক'জনে বা পায়!
সন্ধ্যার ঠিক আগে, নদীর বুকে, শহরের সমস্ত ব্যস্ততাকে একপাশে সরিয়ে রাখলে কেমন অদ্ভুত শান্তি বিরাজ করে, তেমনি স্নিগ্ধ শান্তি তুমি আমার।আচ্ছা,জীবনে কতো সন্ধ্যাই তো এলো আর গেল,আমাকে একটা সন্ধ্যা দেবে তুমি?শুধু একটি সন্ধ্যা,নদীর পাড়, মোমের আলোয় তোমাকে দেখব,বাতাসে আলোর-এই বুঝি নিভে গেল,আলো জ্বালিয়ে রাখতে প্রাণান্তকর প্রচেষ্টা,চোখে চোখ রেখে দু'জনের সলজ্জ হাসি।আর তারি মাঝে দেখে নেব এক মুহূর্তে আমার ভালবাসার পৃথিবী। ভয় নেই খুব বেশি সময় নেব না,মোম ফুরিয়ে এলেই রাত্রি নামবে,তারপর... ।
অসমাপ্ত রেখে দিলাম,অসমাপ্ত জীবনের গল্প যে।
ভালো থেকো,আজকের সকালটা ফুরিয়ে যাওয়া প্রাণের নিভু নিভু আলোয় পথ চলা,আজ হাসি নেই,আজ হাসি অন্য কারো ঠোটেঁ।
তোমারি রাত্রি
@রুবাইদা গুলশান
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩
নীল মনি বলেছেন: শুকরিয়া।চিঠি পৌঁছাবে কি'না তা তো জানি না।অরণ্য আমার প্রিয় নাম
২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩
কাওসার চৌধুরী বলেছেন:
চিটি তো নয়, যেন........!! দারুণ।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫২
নীল মনি বলেছেন: শুকরিয়া পড়ার জন্য,এখানে আসার জন্য ও মন্তব্য করার জন্য।
৩| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৬
রাজীব নুর বলেছেন: আবেগে ভরা চিঠি। সহজ সরল ভাষায় লেখা। প্রানবন্ত।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৩
নীল মনি বলেছেন: হুউম আবেগে ভরপুর। আরো আছে অবশ্য শুকরিয়া। সুন্দর মন্তব্য।
৪| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @রাজীব নুরবলেছেন: আবেগে ভরা চিঠি। সহজ সরল ভাষায় লেখা। "
এমন কঠিন চিঠি পড়ে কোন প্রেমিক????
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৪
নীল মনি বলেছেন: @আপনার বোঝার না কারণ -ভীষণ ব্যস্ত কমেন্ট করাতে।মনোযোগের অভাব।একটু দরদ দিয়ে পড়লেই বোঝা সম্ভব ছিল।ধন্যবাদ ব্লগে আসার জন্য।
৫| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৫
নীল মনি বলেছেন: ব্লগ বাড়িতে
৬| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"লেখকবলেছেন: @আপনার বোঝার না কারণ -ভীষণ ব্যস্ত কমেন্ট করাতে।মনোযোগের অভাব।একটু দরদ দিয়ে পড়লেই বোঝা সম্ভব ছিল।""
প্রেমের চিঠি পড়ার আগ্রহ, ইচ্ছা কোনটাই নাই।।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৪
নীল মনি বলেছেন: ঠিক এইজন্য কবিতা দূর্বোধ্য লাগে।
৭| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২০
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: হবে হয়তো।
এ যুগের কবিরা কাজের কাজ কিছু করতে পারে না। সমাজ দেবদাস, হিমুদের পছন্দ করে না।।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৬
নীল মনি বলেছেন: এ সমাজ কাদেরকে পছন্দ করে বলতে পারেন?
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮
নীল মনি বলেছেন: যে বিষয়টা আপনার আগ্রহ নেই সেই বিষয়ে জ্ঞান অর্জন করা কিন্তু আপনার মানসিক সক্ষমতা বৃদ্ধি করে।
৮| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৪২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ১/ সমাজে সব ধরণের মানুষই দরকার। তবে বাবা-মারা বিয়ে দিতে গেলে কাকে খঁুজবে সেটা তো জানেনই??
২/এ কয় বছরে মাথায় অনেক কিছু স্টোর হয়ে আছে। মাঝেমধ্যে নিজেকে অহংকারী মনে হয়।
তাই--- দু-একটা দুর্বলতা থাকা ভাল।।
২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫১
নীল মনি বলেছেন: পেশাদারিত্ব -সেই বিচারে সমাজের বিবেচনা এক রকম।
আর সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতে সমাজের চাওয়া আরেক রকম হবে বলে মনে করে করি।
একটা মানুষ পেশার দিক থেকে যদি ডাক্তার হতেই পারে মনের দিক থেকে সে তো কেবলই মানুষ।
যাইহোক মানুষ ভেদে পছন্দের ক্ষেত্রটা ভিন্ন। অনেক অনেক ভালো থাকুন।
৯| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চিঠি পৌছে যাউক কাঙ্ক্ষিত ঠিকানায়।
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৪
নীল মনি বলেছেন: যাবে যাবে একদিন নিশ্চয়ই
১০| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: নৈসর্গিক বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করলো!
২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৬
নীল মনি বলেছেন: আমার ব্লগ বাড়িতে স্বাগতম। শুকরিয়া
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিঠি পৌঁছে যাক আপন ঠিকানায়। লেখকের মনের আকুতি পূর্ণতা পাক। এমন আবেগভরা চিঠি প্রাপক কখনই উপেক্ষা করতে পারবে না।
শুভকামনা।