নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

ফুলের নাম জানা নেই -৩

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৩

আমি তো চাইনি তোমার দয়া,তবুও বেশ আছি
ভালো আর মন্দ।পুরাতন পৃথিবীতে আজও ফুল হয়ে ফুটে রই;তোমার দেখার নেই যে সময়!

নির্ভর প্রত্যয়ে তোমাকে হঠাৎ দেখা
বিস্ময়ে চোখাচোখি ; মনে তখন প্রশ্নের ঝড়।
জানতে চাইব তার জন্য চাই দুর্বার সাহস।
দেখো সেই সাহসটুকু থাকলে বুঝি তুমি অন্যের হতে!


©রুবাইদা গুলশান

#মোবাইল ফটোগ্রাফি

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৯

নীল মনি বলেছেন: জ্বী শুকরিয়া, ভালো থাকবেন

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"সনেট কবিবলেছেন: সুন্দর কবিতা।",

কবি আবার কোথায় কবিতা খুঁজে পেল। পাঠকের চোখে তো কিছু পড়ল না??:(

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৭

নীল মনি বলেছেন: কবিতা না থাকলেও কিছু কথা হয়ত আছে যা তার ভালো লেগেছে। পাঠকের দৃষ্টি প্রসারিত হোক।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫

কাওসার চৌধুরী বলেছেন: হা হা, সনেট কবির খেয়াল হয়নি। হয়তো কবিতার ঘোরে ছিলেন। সুন্দর ছবি বলতে কবিতা বলে ফেলছেন। যাক, কবি মানুষ। একটু ভুল হতেই পারে!!

ছবিগুলো কিন্ত চমৎকার।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৮

নীল মনি বলেছেন: শুকরিয়া ছবিগুলোকে ভালোলাগার জন্য। :)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অনেক ফুল-ই আমাদের চারপাশে আছে যার নাম আমাদের অনেকের-ই অজানা।

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৯

নীল মনি বলেছেন: ঠিক তাই। ওরা এত ছোট হয়ে থাকে যে ঠিকমত খুঁজে পাই না
শুকরিয়া।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: আমি তোমাতেই মশগুল
খালের উপর ঝুকি থাকা
হিজলের ফুল

১০ ই মে, ২০১৮ দুপুর ১২:৫৯

নীল মনি বলেছেন: বেশ লিখেছেন তো। মন্তব্যে +++++

৬| ০১ লা মে, ২০১৮ সকাল ৯:৪৫

সৈয়দ তাজুল বলেছেন: ফুলের নাম আমারও জানা নেই! তবে ভাল লাগলো।

১০ ই মে, ২০১৮ দুপুর ১:০০

নীল মনি বলেছেন: আপনার ভালো লাগার জন্য শোকরানা

৭| ১০ ই মে, ২০১৮ দুপুর ১:০০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ কি ব্যাপার ভাই!!!!!!

এতদিন কোন খবর নাই? সব ঠিক তো??:(

১০ ই মে, ২০১৮ দুপুর ১:০২

নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।

আসলেই খবর নাই।

আপনি খুঁজেছেন. আমার ভালো লাগল।
ইন শা আল্লাহ্‌ কম কম হারাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.