|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নীল মনি
নীল মনি
	শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
  আশার প্রদীপ জ্বলতে জ্বলতে
 আশার প্রদীপ জ্বলতে জ্বলতে
 দপ করে হয়ত একদিন নিভে যাবে!
 ঠিক সেদিনও  জানবে না তুমি 
 আকাশে ওঠেনি কোন চাঁদ।
নিকষ কালো অন্ধকার ;বাতাসে দেয়   ঘূর্ণিপাক। 
সেই বাতাস হাজার হাজার মাইল পেরিয়ে;
যাক  ছুঁয়ে যাক একটু তোমায়।
শুনছ! তখন তুমি  ব্যস্ত ভীষণ  
গায়ে মাখতে অন্ধকার;
 গায়ে মাখতে  সমীরণ ।
পরের দিনেই চলতি পথে 
যেতে যেতে একটু থেমে;
ঝোপের মাঝে উঁকি দিয়ে
 দ্যাখো চেয়ে অবাক হয়ে
 কলাবতীর  গোছায় গোছায়
 রূপের মেলার আসর।
সেই গোছাতে ভ্রমর বসে
গান যে শুনায় গুনগুনিয়ে।
হাসছ তুমি ফুলের রঙে
মিলিয়ে দিয়ে কল্পনা।
আচ্ছা শোন! দ্যাখো তো তুমি অনেক কিছুই
আমায়  কেন  দেখো না!
 নিত্য নাকি স্বপ্ন দ্যাখ;
ধরবে আকাশ একটু ছুঁয়ে।
আকাশ ছোঁয়ার দিনেই নাকি
 সত্যি সত্যি  ফিরবে ঘরে!
 শুনো তুমি -বলি তোমায়
কার যে চোখ খুঁজে  কাকে
কেউ কী  তা   জানতে পারে? 
তোমায় খুঁজি তোমার মাঝে
 আশার প্রদীপ জ্বালিয়ে রেখে।
 সত্যি  করে বল তবে  
 ফিরবে তুমি কলাবতীর হাতটি ধরে।
 
©রুবাইদা গুলশান
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ১১ ই মে, ২০১৮  রাত ৮:৫৫
১১ ই মে, ২০১৮  রাত ৮:৫৫
নীল মনি বলেছেন: শুকরিয়া প্লাসের জন্য।  
২|  ১১ ই মে, ২০১৮  রাত ৮:১০
১১ ই মে, ২০১৮  রাত ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: অনেক লম্বা কবিতা। ভালো লাগিলো।
  ১১ ই মে, ২০১৮  রাত ৮:৫৬
১১ ই মে, ২০১৮  রাত ৮:৫৬
নীল মনি বলেছেন: হুমম একটু লম্বা হয়ে গেছে। শুকরিয়া  ভালো থাকবেন।
 ভালো থাকবেন।
৩|  ১১ ই মে, ২০১৮  রাত ৮:২৩
১১ ই মে, ২০১৮  রাত ৮:২৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপু কবিতা ভাল হয়েছে। অবশ্য একটু বড় হয়েগেছে। 
শুভেচ্ছা রইল।
  ১১ ই মে, ২০১৮  রাত ৮:৫৭
১১ ই মে, ২০১৮  রাত ৮:৫৭
নীল মনি বলেছেন: শুভেচ্ছা গ্রহণ করা হল আন্তরিকতার সাথে। শুকরিয়া। ভালোলাগার জন্য ভালোলাগা।
৪|  ১১ ই মে, ২০১৮  রাত ৯:০৭
১১ ই মে, ২০১৮  রাত ৯:০৭
কাওসার চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার একটি কবিতা। ছুটির দিনের উপহার। ভাল লাগলো পড়ে।
  ১১ ই মে, ২০১৮  রাত ৯:১১
১১ ই মে, ২০১৮  রাত ৯:১১
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ চমৎকার মন্তব্য। কমেন্ট পড়ে তো আমারো ভালো লাগল।ভালো থাকুন।
 কমেন্ট পড়ে তো আমারো ভালো লাগল।ভালো থাকুন।
৫|  ১১ ই মে, ২০১৮  রাত ৯:২৩
১১ ই মে, ২০১৮  রাত ৯:২৩
নতুন নকিব বলেছেন: 
Nice!
Thanks.
  ১২ ই মে, ২০১৮  সকাল ৮:২৫
১২ ই মে, ২০১৮  সকাল ৮:২৫
নীল মনি বলেছেন: শুকরিয়া। 
৬|  ১২ ই মে, ২০১৮  সকাল ১০:০৮
১২ ই মে, ২০১৮  সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।
  ১২ ই মে, ২০১৮  সকাল ১১:১৭
১২ ই মে, ২০১৮  সকাল ১১:১৭
নীল মনি বলেছেন: শুকরিয়া 
৭|  ১৩ ই মে, ২০১৮  রাত ১১:৫৮
১৩ ই মে, ২০১৮  রাত ১১:৫৮
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সুন্দর, ভালো, চমৎকার, nice, মনোরম.....
কবিতার মধ্যে কোন প্যারা নাই কেন???
  ১৮ ই মে, ২০১৮  সকাল ৯:৫৯
১৮ ই মে, ২০১৮  সকাল ৯:৫৯
নীল মনি বলেছেন: কেন যে নেই তা তো জানি না  শুকরিয়া
 শুকরিয়া
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০১৮  রাত ৮:০৫
১১ ই মে, ২০১৮  রাত ৮:০৫
কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে+