নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

তোমায় মনে পড়ে

১৮ ই মে, ২০১৮ রাত ১১:০০


পাখি একলা বসে থাকে
সবুজ পাতার দেশে।
স্মৃতির বাগান ঝলসে গেছে
মিথ্যা অভিশাপে।
আকাশ কাঁপে;রক্ত নাচে
বর্ষার বিষণ্ণ কদম হাতে,
তোমায় পড়ে মনে!

চোখ হারায় নৈশ কুসুমে
হারায় সে গোপন ব্যথায়ে।
সমুদ্র ডাকে গভীর প্রণয়ে।
দু:খের ঢেউ জাগে হৃদয়ে।
তোমায় যে পড়ে মনে!
ফুলে কিংবা দুরন্ত কোন সংলাপে।


©রুবাইদা গুলশান

মোবাইল ফটোগ্রাফি

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: মনে মনে কথা হয় এ কেমন করে সংলাপ হয়?

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৪৬

নীল মনি বলেছেন: হয় তো মনে মনে কারো সাথে কাল্পনিক বাক্যলাপ। শুকরিয়া

২| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:০৭

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কবিতাটি ভালো হয়েছে। তবে "আকাশ কাঁপে; রক্ত নাচে" এখানে রক্ত বলতে কি বুঝানো হয়েছে??
আর নাম করণের সার্থকতাও বুঝি নি।

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৫৩

নীল মনি বলেছেন: শুকরিয়া সুন্দর মন্তব্যের জন্য।রক্ত নাচে বলতে এখানে কুঁকড়ে যাও ব্যথা বুঝিয়েছি।কিছু মনে আসছিল না তাই এই নাম দিয়েছি।বিজ্ঞ জন রা যে এলোমেলো করলেই ধরে ফেলে :)

৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:০৭

সনেট কবি বলেছেন: সুন্দর ছন্দ

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৫৪

নীল মনি বলেছেন: শুকরিয়া :)

৪| ১৮ ই মে, ২০১৮ রাত ১১:২৬

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: লেখক বড় ফাঁকিবাজ
নিয়মিত হয় না,
আমি যখন ব্লগে থাকি
কেন সে রয় না:P



টুকটাক ছড়া লিখে
আমি করি বড়াই:(
কবিদের সাথে আমি
করবই লড়াই....;)

১৮ ই মে, ২০১৮ রাত ১১:৫৫

নীল মনি বলেছেন: ওমা! কী চমৎকার ছড়া!আমি হেরে রইলাম :)

৫| ১৯ শে মে, ২০১৮ রাত ৩:৪১

হবা পাগলা বলেছেন: ইহা কি বৃক্ষ, ইহার ডগায় মরিচ বাতি লাগান আছে, বরই সৌন্দর্য

১৯ শে মে, ২০১৮ ভোর ৪:১৮

নীল মনি বলেছেন: হাহাহা। এটি পলাশ ফুলের গাছ :)

৬| ১৯ শে মে, ২০১৮ সকাল ৮:২৩

আকিব হাসান জাভেদ বলেছেন: সবুজ পাতার দেশে পাখিরা একলা থাকলে ও ভালো থাকে । সুন্দর ছন্দ্য কাব্য ।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

নীল মনি বলেছেন: মন্তব্যে ভালো লাগা।সুস্থ থাকুন :)

৭| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

নীল মনি বলেছেন: প্রীত হলাম :)

৮| ২০ শে মে, ২০১৮ বিকাল ৫:৫৬

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো পড়ে। শব্দচয়ন বেশ ভাল আপনার। অনুসরণ করলাম। আমি ব্লগে নতুন। আমার ব্লগে ঘুরে আসবেন সময় পেকে। দাওয়াত রইলো।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৫

নীল মনি বলেছেন: স্বাগতম :)। আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।অনুসরণ করার জন্য কৃতজ্ঞতা। ইন শা আল্লাহ আপনার ব্লগ বাড়ি ঘুরে আসব।চা খাওয়াতে ভুলবেন না যেন।

৯| ২১ শে মে, ২০১৮ ভোর ৫:৩০

কাওসার চৌধুরী বলেছেন: বাহ! চমৎকার কবিতা।

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৬

নীল মনি বলেছেন: কাওসার ভাইয়া দেখছি! কেমন আছেন? কবিতা চমৎকার শুনে তো আমি খুশি হয়ে গেলাম :)

১০| ২১ শে মে, ২০১৮ সকাল ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


মনে পড়ার মত কিছু একটা বাঁধন আছে, মনে হচ্ছে; অল্প কয়েকটি লাইনে মনের প্রতিবিম্ব পড়েছে!

২১ শে মে, ২০১৮ দুপুর ১২:০৮

নীল মনি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে তো খুশি লাগছে। শুকরিয়া আমার ব্লগ বাড়িতে আসার জন্য।
মন্তব্যে এ ভালো লাগা রইল :)

১১| ২১ শে মে, ২০১৮ দুপুর ১:২৮

কাওসার চৌধুরী বলেছেন: আপনি তো আমাকে ভুলেই গেলেন!! আমি ভাল আছি। আপনার জন্য অনেক শুভ কামনা।

২১ শে মে, ২০১৮ দুপুর ১:৪০

নীল মনি বলেছেন: না না ভুলে যাই নি।সময় করে পোস্ট পড়ে মন্তব্য করে আসব ইন শা আল্লাহ।একটু অনিয়মিত হয়ে গেছি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.