নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
বাটনে একটা চাপ দিলেই যে কোন কিছুই শেয়ার দেয়া যায়। শেয়ার দেয়া অতি সহজ কাজ। কিন্তু শেয়ার দেয়ার আগে ভাবা উচিত- এই শেয়ারটা কেন দিচ্ছি?
নিজের ভালোলাগার জন্য বা অন্যের উপকারের জন্য?
যদি দুটোর উত্তরই ‘না’ হয় তাহলে শেয়ার দেয়া উচিত নয়। আপনার একটা ভুল শেয়ারে কেউ কারো কাছে অপদস্থ হতে পারে।
কয়েকদিন ধরে দেখছি টাইমলাইনে হুজুররা কিভাব দ্রুত তারাবীহ পড়াচ্ছেন তার শেয়ার চলছে। হ্যালো! আপনাকেই বলছি। হুজুগে মাতাল হবার আগে ভাবুন প্রযুক্তি অনেক এগিয়েছে। কাউকে হেনস্থা করা এ যুগে খুব সহজ প্রক্রিয়া।
যা শুনলাম, যা দেখলাম সব প্রচার করলাম। ব্যাপারটি এমন নয়। এমন করলে অনেক কিছুই ভুল হয়ে যায়।
আপনি নিজের চোখে দেখার পরও বিষয়টি ভুল হতে পারে। চোখ সব সময় সঠিকটা নাও দেখতে পারে। মনে রাখা উচিত, ঘটনার পেছনেও ঘটনা থাকে।
নিজের বিবেকের সাথে সাথে মাথার বুদ্ধির সংযোগ ঘটান। যেটি উপকারী পোস্ট সেটি বেশি শেয়ার করুন, যেন মানুষ কিছু শিখতে পারে। আমরা এখন মন্দতে উৎসাহ পাই আর ভালোতে নিরানন্দ।
মনে রাখুন আপনার একটা সঠিক শেয়ার সৎকর্মের অন্তর্ভুক্ত। অণু পরিমাণ ভালো কাজের জন্য হয়ত পুরস্কার আপনিও পেতে পারেন।
সিদ্ধান্ত আপনার।
সবাই এই পবিত্র মাসে একে অন্যের জন্য দোয়া করুন।
সবাই সুস্থ থাকুন।
©রুবাইদা গুলশান
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০২
নীল মনি বলেছেন: খুব সুন্দর করে অনুপ্রেরণা যুগিয়েছেন।মন্তব্যে কৃতজ্ঞতা।আসলে অনেক ব্যথা নিয়ে লেখাটা লেখা।কেন সবাই এমন করছে সেটাই বুঝি না। একটু তো হিসাব করা উচিত। আপনি নিশ্চয় জানেন যা দেখলাম আর বলে বলে বেড়ালাম-মিথ্যা হবার জন্য সেটাই যথেষ্ট।
আপনার শুভ কামনা আন্তরিকতার সাথে মনের ঝুড়িতে উঠিয়ে রাখা হল।সুস্থ থাকুন।
২| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১
কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার বলেছেন। সোশাল মিডিয়ায় এখন শেয়ার, লাইক আর কমেন্টের হিড়িক পড়ে গেছে। কেউ কেউ না বুঝে এমন কিছু শেয়ার করেন যা দেখে অবাক হই। এই শ্রেণীতে অল্পশিক্ষিত ও ঘোড়া ধার্মিকরা সবচেয়ে এগিয়ে।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০৭
নীল মনি বলেছেন: প্রথমেই কৃতজ্ঞতা জানাই সুন্দর করে আপনার মন্তব্য তুলে ধরার জন্য।আমরা এখন অস্থির সময়ের মধ্যে দিয়ে জীবন যাপন করছি।অল্পশিক্ষিত ও ঘোড়া ধার্মিকরা জানাচ্ছে রমজানের খবর যে আগে জানাতে পারবে সে জান্নাতে যাবে।এ মন কথা কোথায় পড়িনি।আল্লাহ্র নাম অন্যকে পাঠালে সু সংবাদ আসবে।
কী বলব বলেন।এ বিষয়ে লিখলে বলবে তুমি নাস্তিক।
ভালো থাকবেন।বকবক করলাম।
৩| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৫১
কাইকর বলেছেন: ভাল একটা বিষয় তুলে ধরেছেন।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:০৮
নীল মনি বলেছেন: কাইকর@ কেমন আছেন।ব্লগে আপনার উপস্থিতি বেশ বড় সড় ঝড় এনে দিচ্ছে।জানান দিতে না পারলে হল আমি আছি।।
ভালো থাকুন।
৪| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৫২
সুমন আকরাম বলেছেন: ঠিক বলেছেন। তবে একটা বিষয় বাস্তব, কুরআন তিলাওয়াত করতে হয় সুললিত কণ্ঠে, ধীরে ধীরে এবং তারতিল সহকারে। এমন তিলাওয়াত আল্লাহ পছন্দ করেন। আর দ্রুত তিলাওয়াতে অর্থ বিকৃত হবার সমূহ সম্ভাবনা রয়েছে।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১০
নীল মনি বলেছেন: ব্লগ বাড়িতে স্বাগতম আপনাকে।আপনিও চমৎকার বলেছেন। দোয়া করবেন
৫| ২২ শে মে, ২০১৮ দুপুর ২:০২
রাজীব নুর বলেছেন: কিছু নির্বোধ আছে বুঝেসুঝে না শুধু শেয়ার। তাদের ধারনা ফেসবুক মানেই শেয়ার।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১১
নীল মনি বলেছেন: শুধু যে নির্বোধরা এমন করছে তা কিন্তু নয়।আমাদের মত সুবোধ রাও করছে।আশা করি আপনি ভালো আছেন?
মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ২২ শে মে, ২০১৮ বিকাল ৩:০৩
মীর সাজ্জাদ বলেছেন: আমিও আপনার সাথে একমত।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১২
নীল মনি বলেছেন: আমার বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ব্লগ বাড়িতে স্বাগতম।
৭| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:৪৩
সামু পাগলা০০৭ বলেছেন: পোষ্টের বক্তব্যের সাথে সহমত পোষন করছি।
২৩ শে মে, ২০১৮ সকাল ৯:১৩
নীল মনি বলেছেন: শুকরিয়া কেমন আছেন? আপনার নিকটা কিন্তু মজার।সহমত পোষণের জন্য ভালোলাগা রইল।
৮| ২৩ শে মে, ২০১৮ সকাল ৯:৪৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মনি!
গতকাল আমি ইচ্ছে করেই মন্তব্য করি নি!
মন্তব্য করলেই ঝামেলা হচ্ছে! আমি মজাকরে মন্তব্য করছি তারা দুলাইন বেশী বুঝে রাগ করছে!!
কেন?
@" চোখ সব সময় সঠিকটা নাও দেখতে পারে। মনে রাখা উচিত, ঘটনার পেছনেও ঘটনা থাকে।"
--- এই কারনে।
কথাটি খুব দামি। তুমি ভাই দার্শনিক হয়ে গিয়েছ!!
২৩ শে মে, ২০১৮ রাত ৮:৫০
নীল মনি বলেছেন: কে রাগ করল তা তো জানি না।আমি ব্লগের ব্যাপার স্যাপার কম বুঝি। বুঝলাম ঘটনার পেছনে ঘটনা থাকে। বোনের জন্য দোয়া করবেন।
৯| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৫:২৫
সামু পাগলা০০৭ বলেছেন: ভালোই আছি আল্লাহর রহমতে। আপনার দিনকালও ভালো কাটছে আশা করি।
হাহা, ধন্যবাদ।
শুভেচ্ছা।
২৩ শে মে, ২০১৮ রাত ৮:৫১
নীল মনি বলেছেন: শুকরিয়া ফিরে আসার জন্য।হুম দিনকাল আলহামদুলিল্লাহ্ দিনকাল ভালো যাচ্ছে।আশা করি আপনারও যাচ্ছে।শুভেচ্ছা গ্রহণ করা হল
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ দুপুর ১২:৪০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো একটি বিষয় চমৎকারভাবে তুলে ধরেছেন! মানুষের উপকার করার চেয়ে ভালো কাজ আর নেই। আপনার লেখায় মানুষের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার অপূর্ব প্রকাশ লক্ষ্য করলাম! লিখে যান এভাবেই প্রতিনিয়ত। আপনার জন্য অফুরান শুভকামনা!