|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নীল মনি
নীল মনি
	শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

 
বৃষ্টির ঝাপটা এসে ভিজিয়েছে তাকে,
বুকের ভেতর ভাবনার দুস্তর পারাবার;
ফিরে যেতে হবে 
যেখানে যাওয়ার কথা ছিল না!
গুনে গুনে এতোটা বছর পেরিয়ে গেছে
ঘটেছে ঘটনা, বদলেছে জীবনের রঙ...
সে রঙ মিশেছে সকালে,
মিশেছে জীবনের সন্ধ্যায়;
তবুও পথ ফুরোয়নি, গন্তব্য ছিল নিরবধি।
যে প্রেম লুকিয়ে কেঁদেছে বইয়ের ভাঁজে 
আকস্মিক বিভ্রান্তিতে তারি খোঁজে 
মাড়িয়েছি পথ, গন্ধ নিয়েছি মাটির;
সাথে গাছের সবুজ রঙ, সব মিলিয়ে
নতুন এক আমি'র জন্মের আবিষ্কার।
মুখোমুখি দু'জন দুজনার,
থমকে যাওয়া সময়;
যেন এক বিস্ফোরণের অপেক্ষায়...
এখানে কেন এলে তুমি?
উত্তর ছিল- জানি না কেন এসেছিলাম!
এখন যে যেতে হবে অনেক দূর!
আকাশে ডাকছে মেঘ; নেমেছে তুমুল বৃষ্টি
যেন আঁধার করেছে গ্রাস সমস্ত পৃথিবীকে;
মিশে যাচ্ছে অতীত, মিশে যাচ্ছে বর্তমান
বৃষ্টির টুপটাপ শব্দ মিছিলে। 
বৃষ্টি হচ্ছে; একঘেয়ে প্রবল বৃষ্টি।
ফিরে যেতে হবে
যেখানে যাওয়ার কথা ছিল না!
@রুবাইদা গুলশান
 ২৬ টি
    	২৬ টি    	 +২/-০
    	+২/-০  ২৪ শে মে, ২০১৮  রাত ১০:০২
২৪ শে মে, ২০১৮  রাত ১০:০২
নীল মনি বলেছেন: আপু প্রথমেই স্বাগতম আমার ব্লগ বাড়িতে। কারো কবিতা ভালো লেগেছে জেনে প্রীত হলাম।আপনিও লেখা শুরু করুন। আমি যে খুব ভালো পারি তা নয় ;তবে পরামর্শ চেয়েছেন তাই বলব কাউকে নিয়ে ভাবুন দেখবেন লেখা আটোমেটিক আসছে 
ব্লগ বাড়িতে আবার যেন আসা হয় সে কামনা করছি। সুন্দর থাকুন।
২|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪১
২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪১
কাইকর বলেছেন: সুন্দর হয়েছে
  ২৪ শে মে, ২০১৮  রাত ১০:০২
২৪ শে মে, ২০১৮  রাত ১০:০২
নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়ায়ায়ায়ায়া  আলহামদুলিল্লাহ্
 আলহামদুলিল্লাহ্
৩|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪৩
২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪৩
বৃষ্টি বিন্দু বলেছেন: 
অচেনা হৃদি, বেশি বেশি কপ্রে কবিতা পড়েন, আবৃতি শেখেন কবিতা আসবেই।  
নীল মনি আপু, আপনার কবিতা খুব ভাল হয়েছে। একরাশ ভালবাসা রেখে গেলাম।
  ২৪ শে মে, ২০১৮  রাত ১০:০৪
২৪ শে মে, ২০১৮  রাত ১০:০৪
নীল মনি বলেছেন: এইইইইইই বৃষ্টি বিন্দু শুনছেন। আপু না ভাইয়া তাও তো জানি না। চমৎকার মন্তব্য করেছেন। ভালোবাসা আন্তরিকতার সাথে হৃদয় ঝুড়িতে তুলে রাখা হল  । আর শুনুন অনুসরণের জন্য কৃতজ্ঞতা
। আর শুনুন অনুসরণের জন্য কৃতজ্ঞতা  
৪|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪৯
২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪৯
প্রথম বাংলা বলেছেন: ছন্দ লাগালে এটি একটি দারুন কবিতা হবে..।
  ২৪ শে মে, ২০১৮  রাত ১০:১৯
২৪ শে মে, ২০১৮  রাত ১০:১৯
নীল মনি বলেছেন: ব্লগ বাড়িতে স্বাগতম। শুকরিয়া কবিতা ভালো লাগল বলে। তবে কথা সত্য আমি ছন্দ পারি না  ছন্দ মেলাতে গেলে লিখতেও পারি না।
 ছন্দ মেলাতে গেলে লিখতেও পারি না।
ছন্দ ছাড়া লিখি যখন তখন অপরাধী লাগে কিন্তু তবুও লিখি।
৫|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:১৩
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:১৩
অর্ক বলেছেন: বেশ লিখেছেন। শুভেচ্ছা নীলমণি।
  ২৪ শে মে, ২০১৮  রাত ১১:০৮
২৪ শে মে, ২০১৮  রাত ১১:০৮
নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়ায়ায়ায়া 
৬|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:২০
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:২০
অর্ক বলেছেন: "অশ্রু দিয়ে লেখা এ গান 
যেন ভুলে যেয়ো না
একই বন্ধনে বাঁধা দুজনে
এ বাঁধন ছিড়ে যেয়ো না..."
আরেকটা অমূল্য রত্ন সাবিনা ইয়াসমিন’র কণ্ঠে। গানটা সম্ভব হলে শুনুন। ভালো লাগবে। মন ভালো হয়ে যাবে।
"ওই ফুল বনে পাখি 
আজ মন জুড়ে যেন গায় 
এই হাত জড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়..."
  ২৪ শে মে, ২০১৮  রাত ১১:১৪
২৪ শে মে, ২০১৮  রাত ১১:১৪
নীল মনি বলেছেন: ফিরে এসে গান দিলেন। আপনার আন্তরিকতা ভালো লাগল। মন তো এমনিতেই ভালো তাই যখন খুব খারাপ হবে তখন শুনে নেব।সুন্দর থাকবেন।
৭|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:২৮
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:২৮
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! বৃষ্টির দিনের চমৎকার একটি রুমান্টিক কবিতা। আপনার প্রতিটি কবিতা আমার ভাল লাগে। অনেক ভাল লাগা প্রিয় কবির জন্য। আচ্ছা, রুবাইদা গুলশান কী আপনার আসল নাম।
  ২৪ শে মে, ২০১৮  রাত ১১:১৮
২৪ শে মে, ২০১৮  রাত ১১:১৮
নীল মনি বলেছেন: আলহামদুলিল্লাহ্ কাওসার ভাইয়া আমার পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা গ্রহণ করুন। ভালো লাগার জন্য শুকরিয়া। আমার পুরো নাম রুবাইদা গুলশান নীলা
৮|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:৩১
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:৩১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনি তো দারুণ কবিতা লিখতে পারেন! খুব সুন্দর করে লিখেছেন! এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। মনের অব্যক্ত ভাবনাগুলো এত সুন্দর করে তুলে ধরেছেন যে প্রশংসার ডালিটা আপনার জন্য উপুড় করে না দিয়ে পারলাম না! আপনার লেখার হাত আরও শক্তিশালী হোক এই কামনা করি। শুভকামনা! ভালো থাকুন।
  ২৫ শে মে, ২০১৮  সকাল ৮:৫৬
২৫ শে মে, ২০১৮  সকাল ৮:৫৬
নীল মনি বলেছেন: আপনি তো দারুণ মন্তব্য করতে পারেন!  খুব সুন্দর করে মন্তব্য করেছেন। আমিও এক নি:শ্বাসে পড়ে ফেললাম  আলহামদুলিল্লাহ্ এত সুন্দর করে প্রশংসিত করার জন্য।  আপনার প্রতিও শুভ কামনা রইল।
 আলহামদুলিল্লাহ্ এত সুন্দর করে প্রশংসিত করার জন্য।  আপনার প্রতিও শুভ কামনা রইল।
আপনিও অনেএএএএএএএএএএএক ভালো থাকবেন।
৯|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:৩৭
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:৩৭
কবীর বলেছেন: এক কথায় দারুণ কবিতা ।।বৃষ্টি নিয়ে সব কবিতা আমার ভালো লাগে ।।
তবে কবিতায় একটু ছন্দ পতন সমস্যা আছে বলে মনে হলো কবি।।
  ২৫ শে মে, ২০১৮  সকাল ৮:৫৯
২৫ শে মে, ২০১৮  সকাল ৮:৫৯
নীল মনি বলেছেন: কবীর ভাইয়া  ভালো লেগেছে জেনে প্রীত হলাম।   বৃষ্টি নিয়ে সকল কবিতা আপনার হয়ে যাক
  বৃষ্টি নিয়ে সকল কবিতা আপনার হয়ে যাক  ।
।
কবিতায় ছন্দ পতন সমস্যা একটু না অনেক বেশি, আমি জানি কিন্তু ছন্দ আনতে গেলে আমি তাল হারিয়ে ফেলি 
১০|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:৪৪
২৪ শে মে, ২০১৮  বিকাল ৪:৪৪
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ধূর!
সব মাথার উপর দিয়ে...
কবিতা??
সে আমার কম্ম নয়
  ২৫ শে মে, ২০১৮  সকাল ৯:০১
২৫ শে মে, ২০১৮  সকাল ৯:০১
নীল মনি বলেছেন: এসব হল ফাঁকি দেওয়ার অজুহাত! কেউ কখনো বোঝার চেষ্টাই করেনি তাহলে বুঝবে কেমন করে! বুঝি না বলে পালালে চলবে না। এবার বুঝতে শিখুন। ছড়া কিন্তু খুব লেখে, কমেন্টে দেখি ছড়া ঝরে ঝরে পড়ে।
১১|  ২৪ শে মে, ২০১৮  বিকাল ৫:৪৩
২৪ শে মে, ২০১৮  বিকাল ৫:৪৩
নতুন নকিব বলেছেন: 
কবিতা ভাল হয়েছে।
  ২৫ শে মে, ২০১৮  সকাল ৯:০২
২৫ শে মে, ২০১৮  সকাল ৯:০২
নীল মনি বলেছেন: ভালোলাগার জন্য শুকরিয়া।
১২|  ২৪ শে মে, ২০১৮  রাত ১০:২৯
২৪ শে মে, ২০১৮  রাত ১০:২৯
আসিফ ইকবাল তােরক বলেছেন: এটা আপনার লেখা? আপনার কবিতা লেখার হাত তো অসাধারন দেখছি।
  ২৫ শে মে, ২০১৮  সকাল ৯:০৩
২৫ শে মে, ২০১৮  সকাল ৯:০৩
নীল মনি বলেছেন: জ্বী আমারিই তো লেখা।মুগ্ধতার জন্য শুকরিয়া। ব্লগবাড়িতে স্বাগতম।
১৩|  ২৫ শে মে, ২০১৮  দুপুর ১২:৪৪
২৫ শে মে, ২০১৮  দুপুর ১২:৪৪
বৃষ্টি বিন্দু বলেছেন: ফিরে যেতে হবে যেখানে যাওয়ার কথা ছিলো।
ফিরে যাওয়াই শ্রেষ্ঠ।
এটি কোন ছন্দবদ্ধ কবিতা নয়।তাই এটা দুশ্চিন্তার কিছু নেই।
আমার বেশ ভালো লেগেছে। 
  ২৫ শে মে, ২০১৮  দুপুর ১২:৫০
২৫ শে মে, ২০১৮  দুপুর ১২:৫০
নীল মনি বলেছেন: শুকরিয়া। তবুও আমি ছন্দ শিখতে চাই।কিন্তু পারি না।  আপনার অনুপ্রেরণায়য় মুগ্ধ সুহৃদ 
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪০
২৪ শে মে, ২০১৮  বিকাল ৩:৪০
অচেনা হৃদি বলেছেন: আপু চমৎকার কবিতা লিখতে পারেন ! আমি কবিতা লেখার অনেক চেষ্টা করেছি, পারি না । আমাকে কি কিছু টিপস দেবেন কিভাবে কবিতা লিখতে পারবো ?