নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

কসাই ডাক্তার

৩০ শে জুলাই, ২০১৮ রাত ৯:০০

সাধারণ মানুষ ডাক্তারদের সাথে সম্পর্ক রাখে আবার একটু উনিশ বিশ হলে ডাক্তারদের চৌদ্ধগোষ্ঠী উদ্ধার করতে ছাড়ে না।

বিয়ে বাড়িতে যাও কাগজ কলম নিয়ে হাজির, দাওয়াত খেতে যাও বাড়ির গিন্নীর কোমরে ব্যথা,বাড়ির শিশুটির ভিটামিন সিরাপ লিখে দেন। আরো কত কী?

এত যদি ডাক্তার খারাপ হয় তাহলে অসুখ হলে কেন ডাক্তার দেখান? নিজেদের চিকিৎসা নিজেরাই করান।

ডাক্তার হল এলার্জির উৎপত্তিস্থল।কষাই থেকে শুরু করে হেন গালি দিতে বাকি রাখে না।

আমার বোনের মোবাইলে বিভিন্ন আত্মীয় স্বজনের নম্বর থেকে ফোন আসে। আমার মোবাইলে আসে না কারণ আমি ডাক্তার না।
ডাক্তার নিয়ে অনেক কিছুই লেখা যায় কিন্তু রাজ্যের অভিযোগ এই ডাক্তারদের নিয়ে।

দেশের ডাক্তার টেস্ট দিলে হয় দোষ আর বিদেশের ডাক্তার টেস্ট করতে দিলে বলে সব পরীক্ষা করেছে।
তবে গুটি কয়েক দুষ্টু মানুষ, দুষ্টু ডাক্তার আছে যাদের কারণে মানুষ সামনে তেল দিলেও পেছনে বাঁশ দিতে দ্বিধা করে না।

আজ থেকে মনে মনে শপথ নিন- কসাই ডাক্তারের কাছে যাবো না,চিকিৎসাও করাব না। করাতে যদি হয় দেশের বাহিরে গিয়ে করাব।আর ভুলে যান ডাক্তাররা মানুষ না। তাদের কোন শখ নেই, ব্যক্তিগত জীবন নেই, তাদের কিছু নেই।আর খবরদার যেন নিজের ছেলে মেয়েকে কষাই বানানোর স্বপ্ন দেখবেন না।

#তিতা কথা

#রুবাইদা গুলশান

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: এযুগে ডাক্তাররা মানূষের সেবা করার জন্য ডাক্তারি করে না। তারা ডাক্তারি করে টাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.