নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভীষণ কঠিন পোড়ামাটিকে আবার সেই কাদামাটিতে ফিরিয়ে আনা,ভীষণ কঠিন আঘাত দেয়া শব্দমালা গুলো ফিরিয়ে নেয়া।ভীষণ কঠিন নিজের সম্পর্কে কিছু বলা।যে চোখ দেখিনি সে চোখ কেমন করে বিশ্বাস করবে জানি না।যে কখনো রাখিনি হৃদয়ের উপর হৃদয়;সে কেমন করে বুঝবে আমায়!

নীল মনি

শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।

নীল মনি › বিস্তারিত পোস্টঃ

গোলাপ ফুল

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

#মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পিতার যুদ্ধের খন্ডিত বর্ণনা ও পাঠ

ইউটিউব এ লেখাটি পড়ার প্রচেষ্টা
রুবাইদা গুলশান

ইচ্ছে ছিল হেঁটে যাব মায়াবী নগরীর পথ ধরে
যেতে যেতে নতুন করে দেখব আবার স্মৃতিমাখা ঝলমলিয়া সেই ব্রিজকে!
যেখানে করেছি শত্রু শত্রু খেলা; রাঙিয়েছি হৃদয়
শুদ্ধতার লাল রঙে!
এতদূরে বসে ভাবি নিরন্তরে ; একাত্তরের সেই স্মৃতি গাঁথা।
সেদিন আকাশে ছিল না কোন তারা; ঘুটঘুটে অন্ধকারে হেঁটে চলে ওরা!
জলে নেমে দেয় ছোট ছোট ডুব; মাথার উপর জড়ায় কচুরিপানার কালচে সবুজ।
জলের নিচে লুকায় অস্ত্র; সুযোগ বুঝে দেয় যে হানা
শত্রুর ডেরায় অতর্কিত গ্রেনেড আর মর্টার ছোঁড়া।
খানিকপরেই মেশিনগানের কারুকাজে ঝাঁঝরা করে শত্রুর বুক।
পুঠিয়া থানায় হিট এন্ড রান করে ; আস্তানায় ফিরে হেসে উঠে আমাদেরই মুখ।
সে এক অন্য দিনের কথা ; হুট করে পড়ে যাই ধরা।
শুনেছি তখন আজ রাত নাকি জীবনের কাল রাত।ভয় করিনি তখন-আল্লাহ যাকে রাখেন ধরায়; সাধ্য নেই কারো'র তাকে মারার!
জীবন বাঁচাতে সেদিন দিয়েছি নদীতে ঝাঁপ।
‎বুকের মাঝে রাইফেল নিয়ে সেজেছি বয়োবৃদ্ধ।
পা'য়ে লাগা গুলিতে পড়ে থেকেছি মৃত মানুষের মত।
সকল বাধা পেরিয়ে তব; দু:শাসনের গ্রাস হতে এদেশকে করেছি মুক্ত;এনেছি ছিনিয়ে একটি ফুল।
স্বাধীনতার লাল গোলাপ ফুল।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



স্বাধীনতা তুমি এসেছো
বলে আজ আমার বাংলার
বুকে ফুটেছে, শুধু ফুল আর
ফুল, স্বাধীনতা তুমি এসেছো
বলে আজ আমার খোপাই
হাসে শাপলা শালুকের দুল
স্বাধীনতা তুমি এতোটাই মধুর
আজ যেই দিকেই তাকাই দেখি।
বাংলার মাঠে মাঠ হাসে শুধু
ফুল আর ফুল।

কবিতায় ভাল লাগা রইলো। বিজয়ের মাসে এমন কবিতা চাই।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

নীল মনি বলেছেন: ভাইয়া আস সালামু আলাইকুম। আপনার কবিতা অনেক সুন্দর :) শুকরিয়া

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

মাহবুবুর রহমান টুনু বলেছেন: সুন্দর লেখা, ভাল লাগল।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

নীল মনি বলেছেন: আন্তরিক কৃতজ্ঞতা জানাই

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬

নজসু বলেছেন:

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৮

নীল মনি বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

নীল মনি বলেছেন: শুকরিয়ায়ায়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.