নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিশুর মত চোখ দিয়ে দেখি আমার এই বিশ্ব।মানুষ স্বপ্নের কাছে হেরে যায় না, হেরে যায় নিজের প্রত্যাশার কাছে। প্রত্যাশা থাকে আকাশচুম্বী অথচ প্রচেষ্টায় থাকে শুধুই স্বপ্ন।
১০০% দেখতেই বেশ ভালো লাগে। বিশেষ করে মোবাইলে যখন ১০০% থাকে তখন ইচ্ছেমতো ব্রাউজ করি। এরপর ধীরে ধীরে পার্সেন্টেজ কমতে থাকে ৭০ কিংবা ৬০ যখন হয় তখন মনে হয় এখনো অনেক আছে। খুশিতে ব্রাউজ করি।
এরপর যখন ৫০% হবো হবো তখন হুট করে মনটাতে মোচড় দেয়। মনে মনে খুঁজতে শুরু করি চার্জারটা কই? কখনো কখনো মনে হয় চার্জে দিই এবং দিয়েও ফেলি।কোন অবস্থাতে যেন ৫০% এর কম দেখতে মন চাই না। যাইহোক পঞ্চাশ থেকে কমতে শুরু করে যখন তখন এক নিমিষে ফুরিয়ে যায় এবং এই ফুরিয়ে যাওয়াটা যেন খুব দ্রুত হয়। ২০% হলে এল্যার্ট দেয়। যদিও উপরের কথাগুলো মোবাইলের সাথে সম্পৃক্ত একটু তবুও অন্যভাবে দেখি।
আমরা যখন জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসি প্রত্যেকেই তার বরাদ্দকৃত হায়াতের ১০০% জন্ম নিয়ে থাকি। কিন্তু আমরা আমাদের জীবনের কতটুকু % খরচ করছি প্রতিনিয়ত তা জানতে পারছি না। শুরুর বয়সে আমরা থাকি উদ্দাম,ইচ্ছেমতো খাই দাই,ঘুরি নিজের মত জীবন, কোন রকম চিন্তা নেই।এই অবস্থাটা ১০০% এর মিলে যায়। এরপর সময়ের সাথে সাথে অনেক পথ পার হয়ে যাবার পর নিজেদের নিয়ে ভাবতে শুরু করি।
মোটামুটি ত্রিশ পার হলে এ চিন্তা জেঁকে ধরে। হিসাব নিকাশ শুরু হয়। মনে হতে থাকে জীবনের অধিক সময়টা পার করে এসেছি। চল্লিশের কাছাকাছি বয়স- যখন তখন ব্যক্তির মাঝে আত্মসচেতনতা আরো একটু বেশি আসে। এ সময়ে নিয়ন্ত্রিত জীবন যাপন করা চাই। পঞ্চাশ হলে তখন মনের ভেতর অজানা ভীতি কাজ করে আর দীর্ঘশ্বাস বের হয়ে আসে। মনে হতে থাকে ক্রমশ---সুন্দর এই জীবন,কেন এত ছোট !
©Rubayda Gulsan
২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩
মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ পবিত্র কোরআনে সূর আল মূলকে উল্লেখ করেছেন যে,
তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি মহাপরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি ঠিক
৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩১
শাহিন-৯৯ বলেছেন:
শিক্ষামূলক একটি উপদেশ, বেশ ভাল লাগল।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ২:১৬
আকতার আর হোসাইন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা জানবেন।
চার্জ নিয়ে ভাবি না। ভাবি যেভাবে এসেছিলাম, সেভাবে যেতে পারব কিনা।
৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: পুড়ছে পৃথিবী,
পুড়ছে জীবন,
বিষাক্ত পারমাণবিক তাপ
এসো হে বৈশাখ ফুলবৃষ্টিতে,
ধুয়ে যাক শোক আর পাপ।
৭| ২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৭
খায়রুল আহসান বলেছেন: আর পঞ্চাশের পরে??
আল্লাহ সুবহানু ওয়া তা'লার নিরঙ্কুশ ক্ষমা ছাড়া আর কোন গতি নেই। তবে সেই ক্ষমা পেতেও তো কোন না কোন ওসিলা লাগবে। সেই ওসিলার সন্ধানে আছি....
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৫৫
ডার্ক ম্যান বলেছেন: আপনার চার্জ কোন পর্যায়ে আছে?