নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

পিপিলিকার পাঁ ছিড়ে দিলে পিপিলিকা কানে শুনতে পায় না!

০১ লা আগস্ট, ২০২১ রাত ২:২৯

এটা একটা গল্পঃ এক ভদ্রলোকের প্রচুর টাকা। টাকার 'ঠ্যালায়, খুশিতে, ভাল্লাগে' দেখে মানুষ তারে খালি এওয়ার্ড দেয়, পদক দেয় এমনকি কেউ কেউ সম্মানজনক সার্টিফিকেটও দেয়।



এত কিছুর প্রেশার পড়ে ভদ্রলোকের পোলাপইনগোর উপরে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেখানেই যায়, সবাই খ্যাপায় এই বলে যে, 'তোর বাপে এইসব সম্মান জনক পদক টাকায় কিনে'।

তো পোলাপাইনের কান্নাকাটি থামানোর জন্য ভদ্রলোক একটা বিশ্ববিদ্যালয়কে একগাদা টাকা দিলেন ঠিকি, তবে বললেন এবার আমি রিসার্চ করে পিএই.ডি নিমু।

ভদ্রলোকের দিন যায়, রাত যায়, সন্ধ্যা আর ভোরও যায়; কিন্তু টপিক পান না। হঠাৎই একদিন তার সামনে পড়ে এক পিপড়া। তিনি পিপড়া নিয়া গবেষনা করা শুরু করেন।

তিনি একটা পিপড়া ধরলেন, তারপর তাকে ছেড়ে দিয়ে বললেন, দৌড়া ব্যাটা। পিপড়া দিলো দৌড়।

এবার তিনি পিপড়াটাকে ধরে একটা পা ছিড়ে দিলেন, আর বললেন, দৌড়া ব্যাটা। পিপড়া কষ্টেশিষ্ঠে দৌড় দিলো।

তিনি আবার পিপড়াটাকে ধরলেন, আর একটা পা ছিড়লেন, আর ছেড়ে দিয়ে বললেন, দৌড়া ব্যাটা। পিপড়া এবারও দৌড়ালো।

এভাবে একে একে তিনি পিপড়ার ছয়টা পা-ই ছিড়ে দিয়ে পিপড়াকে বললেন, দৌড়া ব্যাটা। কিন্তু পিপড়াতো আর নড়ে না। কয়েকবার 'দৌড়া ব্যাটা' বলার পরও যখন পিপড়া দৌড়ালো না, তখন তিনি তার রিসার্চ পেপারে গোটা গোটা করে লিখলেন, "পিপড়ার সব কয়টা পা ছিড়ে দিলে পিপড়া আর কানে শুনতে পায় না!"

=======

সব যানবাহন বন্ধ রেখে জনগনকে কাজে যোগদান করতে বললে জনগন পায়ে হেটে রওনা হয়। এখন শুধু সময়ের অপেক্ষা যখন জনগন আর পায়ে হেটে রওনা হবে না; আর আমরা বলবো, আমাদের জনগন এখন করনার বিষয়ে সচেতন!

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৩:০২

চাঁদগাজী বলেছেন:



গল্পটাতে নিষ্ঠুরতা আছে; তবে, গবেষকের জ্ঞানের পরিধি জানার জন্য ইহার দরকার ছিলো।
করোনার পর সবাই টিকে থাকলে, প্রশাসন ও সরকারের সবাই পিএইচডি পাবে।

০১ লা আগস্ট, ২০২১ ভোর ৪:৩৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমম। তেমনই মনে হচ্ছে

২| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৩:২০

বারবোসা বলেছেন:


অসাধারণ লিখেছেন শূন্য ভাই

০১ লা আগস্ট, ২০২১ ভোর ৪:৪৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি অতি সাধারণ লিখেছি। আপনার কাছে অসাধারণ লেগেছে। :)

৩| ০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:৩১

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর উপমা আছে গল্পে। রাষ্ট্রের চালকরা আমাদের হাত পা বেঁধে সাতার কাটতে বলে। অনেক আগে একটা গল্পের মত শুনেছিলাম। সম্ভবত পাকিস্তান আমলের ঘটনা। পুরোপুরি মনে নাই। গল্পের সারাংশ হোল অনেকটা এরকম যে পশ্চিম পাকিস্তানি একজন বড় মন্ত্রী বা নেতার সাথে পূর্ব পাকিস্তানের ( বাংলাদেশের) একজন সাধারণ লোকের কথা হচ্ছে। পূর্ব পাকিস্তানের লোকটা মন্ত্রীকে বলছেন যে দেশে এত অভাব যে মানুষ ভাত খেতে পায় না। তখন মন্ত্রী বললেন যে ভাত পায় না তো কি হয়েছে তারা রুটি খেতে পারে না।

রাষ্ট্রের চালকদের জনগনের পালস বুঝতে হবে। পালস না ধরতে পারলে এই বিশৃঙ্খলা চলতেই থাকবে।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৪৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: চলতেছে তো, চলুক না, পিপীলিকার তো অনেকগুলি পা......

৪| ০১ লা আগস্ট, ২০২১ সকাল ১১:৫৪

ইন্দ্রনীলা বলেছেন: গল্পটা শিক্ষনীয় হলেও পিঁপড়ার পা কেউ বসে বসে ছিড়ছে এই কথা মনে হলেই সেই লোকের পা ভেঙ্গে দিতে ইচ্ছা করে।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: পিপিলিকার পা ছেঁড়া থেকে মানুষের পা ভেঙে দেওয়া মনে হয় আরো নিষ্ঠুর কাজ

৫| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৮

হাবিব বলেছেন: দারুণ বুদ্ধি সরকারের। বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৫০

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা কি কম বুদ্ধিমান নাকি?

৬| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫

গফুর ভাই বলেছেন: আপনি যদি সবসময় দুই পক্ষ কে খুশি রাখতে চান তারপর যা হয়, অমানুষ ব্যবসায়ীদের কর্মকান্ড।সরকার কি করবে , সরকারের মাঝে বসবাস করতেসে ব্যবসায়ি মন্ত্রি,তাদের দন্ড চোষা আমলা সুতুরাং দেখতে পেলাম বাংলার অশনি সময়ে আমরা কি পাব।

কোন ব্লগার ভাই বলতে পারবেন আপনি নিজে কোনদিন ট্যাক্স মওকুফ পেয়েছেন কিনা কিন্তু এই বাংলায় আপনি দেখতে পাবেন ব্যবসায়িরা প্রায় ট্যাক্স মওকুফ পায়।

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: চলেন তাইলে আমার ব্যবসা করি, আমরা ট্যাক্স মওকুফ পাব!

৭| ০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:১৪

রানার ব্লগ বলেছেন: বুদ্ধির টোপলা টা যে কার মাথায় কে জানে ?

০১ লা আগস্ট, ২০২১ দুপুর ২:৫১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমারটা মাথায় না, পায়ের কাছে ফুটবলের মধ্যে :P

৮| ০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক টানেতে যেমন তেমন
দুই টানেতে লক ডাউন
তিন টানেতে সীমিত আকার
চারটানেতে শাট ডাউন!!

পাঁচ টানেতে গরুর হাট খুলে দেয়া যায়
ছ টানেতে গার্মেন্টস শুধু চক্ষে দেয়া যায়
সাত টানেতে ইস্কুল বন্ধ নাইকো তাতে ক্ষতি
আট টানেতে টিকা নিয়ে লাখো তেলেসমাতি

বলবো নাকি আরে বাবা বলবো নাকি
ন টানের কি মহিমা (কি মহিমারে বাবা)
বিশ্ব জুড়ে কোথাও দেখেনি এমন
গণপিরবহন বন্ধ রেখে অফিস খুলে দেয়।

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: সর্বনাশ!

৯| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কী আর বলবো জনগণ হাটাহাটি রপ্ত করছে। হেটে হেটে হবে বঙ্গোপসাগর পার। ;)

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: একদিন আটলান্টিকও পার হবে!

১০| ০১ লা আগস্ট, ২০২১ রাত ৯:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক সুন্দর উপমা দিয়েছেন ! অপ্রিয় হলেও এটাই নিষ্ঠুর সত্য !

০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.