নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
গত কিছুদিন থেকে আমি পরিবারের সাথে থাকছি না। তারা দেশে বেড়াতে গেছে। আর আমি একলা পুরা বাসা নিজের রাজত্য প্রতিষ্ঠা করে বসে আছি।
রাজত্য প্রতিষ্ঠার মূল ধাপ শুরু হয়েছে ঘরে কম্পিউটার ঢুকানো থেকে। আর শেষ হয়েছে অন্য ঘর গুলির দরজা বন্ধ করা দিয়ে। থাকছি এখন এক রুমেই!
বাইরে খাওয়াদাওয়া প্রচন্ড খরচের। ২০১৯-২০২০ সালে মাত্র ১০-১২ মাসেই আমি যে পরিমান খাওয়া-দাওয়া রেষ্টুরেন্টে করেছি, তা হিসাব করতে আমার নিজেরই টাকার প্রতি মায়া চলে আসে। করোনার সময় যখন রেষ্টুরেন্ট গুলি বন্ধ হয়ে গেলো সেটা আমার জন্য ভালোই হলো। রান্নার অভ্যাসে আবার ফিরতে পারলাম।
রান্নার অভ্যাসে আবার ফিরতে পারলাম বলছি, কারণ রান্না করতে আমার ভালোই লাগে; ভালো লাগে না থালা-বাটি ধোয়া। এ এক বিরক্তিকর কাজ।
রান্না করতে আমার ভালো লাগে বললে কম হবে; আমার রান্নার ভক্ত আছে বহু মানুষ। আগে যখন মেসে থাকতাম, তখন প্রায়ই রান্না করতাম। সৌদী আরবে আসবার পর একাধিক সময়ে রান্না করে কলিগদের খাইয়েছি, বিভিন্ন দেশের মানুষের কাছে বাংলাদেশী খাবার নতুন ভাবে তুলে ধরেছি।
সমস্যা বেঁধে গেছে, আমার রান্নার বিষয়ে যেই দুইজন মানুষ সবচাইতে বেশী শুনেছে, তারাই আমার হাতের রান্না খায়নি! আমার মা আর আমার বউ।
যেহেতু গত কিছুদিন ধরে আবার একলা থাকছি; তাই আবার রান্না করা লাগছে। আমার রান্নার রেসিপি সহজ। একটা তরকারী একবার রান্না করতে দেখলে অন্য প্রায় সব তরকারী রান্না করতে পারবেন।
গোস দিয়েই ব্যাখ্যা করিঃ
১। গোস কাটুন
২। মসলা মাখান
৩। হালকা কসিয়ে নিন
৪। পানি দিয়ে চড়িয়ে দিন
৫। মাঝে মধ্যে চেক করুন
৬। হয়ে গেলে নামিয়ে খেয়ে ফেলুন।
এই মসলা মাখানোতেই যত কারসাজি। আমি সব কিছুতেই তিনটা পেয়াজ, একটা রসুন, একটু হলুদ, গরম মসলা, জিরা গুড়া, ধনে গুড়া, লবন আর তেল দেই। লবঙ্গ, এলাচ, গোল মরিচ ইত্যাদি ইত্যাদি আমি দেই না। ঝামেলা লাগে। তেজপাতাও দেই না।
এই মসলা কিসে কিসে ব্যবহার করি? খিচুড়ি, গরুর গোস, মুরগির গোস, খাসির গোস, উঠের গোস, পুই শাঁক, পালং শাক, চিংড়ি, সব ধরণের মাছ ইত্যাদি ইত্যাদি। সব একই। সব কিছু রান্না করি একই পদ্ধতিতে।
সমস্যা বেধে যায় থালাবাটি নিয়ে। টানা কয়েকদিন রান্না করবার পর যখন সব থালাবাটি নোংরা হয়ে যায়, তখন দু-একদিন বা কখনও কখনও ৩/৪দিন আর রান্না করা হয় না। তখনই বউয়ের ঘন ঘন জিজ্ঞাসা করা লাগে, "বাবু খাইছো?"
আমার মেয়েটা আমার বিষয়ে এক্সট্রা কেয়ারফুল। সেদিন একটা কারণে রক্ত টেষ্ট করা লেগেছে, মেয়েকে মোবাইলে বললাম। দুই বছরের বাচ্চা কোথা থেকে লাঠি নিয়ে হাজির, যে রক্ত নিয়েছে তাকে পিটিয়ে 'তক্তা' বানাবে!
আমার বউ মূলত খোঁজ খবর নেয় থালাবাটির; যত সময় থালাবাটি আছে, তত সময় সে 'বাবু খাইছো' বলে না! কিন্তু আমার মেয়ে প্রতিদিনই একবার কি দুইবার 'বাবা খাইছো?" প্রশ্ন ছুড়ে দিবে।
কি খাইলাম, কখন খাইলাম, ভালো লাগলো কিনা ইত্যাদি ইত্যাদি।
আলহামদুলিল্লাহ, আমার ছেলেটাও আমাকে প্রচন্ড ভালো বাসে। প্রতিদিন কি কি করেছে, সব বলবে; না বলা পযর্ন্ত তার ঘুম ঠিক মত হয় না।
এই যে বললাম ঘুম ঠিক মত হয় না, এটা আক্ষরিক অর্থেই সত্য। যদি কোনদিন আমার সাথে কথা না বলেই ঘুমিয়ে যায়, বউয়ের রাত করে আমাকে ফোন দেওয়া লাগে। কারণ ছেলে আর্ধেক ঘুমিয়ে উঠে বসে থাকে, বলে আমাকে ফোন দিতে। কথা বলে তারপর আবার ঘুমায়।
বাবু খাইছো কথাটাকে নিয়ে নানান ট্রোল আছে, এমনকি গানও আছে; আমি গানটা কখনও প্লে করি নি। যেহেতু দেশে থাকি না; তাই কখনও শোনাও লাগেনি। দেশে থাকলে পুজার সময় মাইকে যখন বাজানো হয়, কিংবা রাস্তায় দোকানে যখন বাজানো হয়, তখন হয়ত শোনা লাগতো।
আনডেভলপড ব্রেইনের এক জাতী আমরা গড়ে তুলছি; তারা সব কিছু নিয়ে মজা করে, মজা করতে করতে কচলাতে কচলাতে সব নষ্ট করে ফেলে। সেই জাতী থেকে দূরে থেকে মাঝে মধ্যে স্বস্তি লাগে।
অস্বস্তি লাগে যখন নিজের মেয়ের আদর করা 'বাবা খাইছো' শুনে কিছু বান্দর প্রকৃতির লোকজনের নাচানাচির দৃশ্য চোখে ভেসে উঠে!
ছবি নিয়েছি এখান থেকে
০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: এমন না যে আপনি আজকেই প্রথম জানলেন যে আমি সৌদীতে থাকি। এর আগেও আপনি বেশ কয়েকবার সৌদীতে থাকা নিয়ে তির্যক মন্তব্যের চেষ্টা করেছেন
আপনি বেশ যযথাই মানুষকে বিরক্ত করেন।
২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
হয়তো আগেও শুনেছি, ওষব দেশে যারা থাকেন, তাদের কথা তেমন নে থাকে না। ড: এম এ আলী কোন দেশে আছেন, উহা ভুলি না।
০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৫:২৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: মনে না থাকাই ভালো। শিক্ষিতজনেরা বিদেশে থাকলে সেটা দেশের লস। দেশের হাওয়া-আলো খেয়ে বড় কিছু হবে, বিদেশে বসে তাদের সেবা দিবে। আর জ্ঞান কপচাবে যে দেশের কিছু হবে না।
আমাদের মত যারা অশিক্ষিত-আধাশিক্ষিত, তারা বিদেশে থাকবে; দেশের রেমিটেন্স বাড়াবে। আর কি চাই?
৩| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৫
ইসিয়াক বলেছেন:
সুখী পরিবার আপনাদের।
অনেক অনেক শুভকামনা রইলো।
# আমিও অনেক ভালো রান্না করতে পারি। আর পান্তাভাতে কাঁচা ঝাল ,পেঁয়াজ লবন সাথে ডিম ভাজি আমার ভীষণ প্রিয়।
০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন:
৪| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৫
কালো যাদুকর বলেছেন: আপনার খাবারের পরিবেশনাটি খুবই সুন্দর। ছোট বাবুকে পাশে নিয়ে , যে কোন বাবারই স্বপ্ন হতে পারে এরকম খাবার খেতে। পাশে বউটি পাখাতে বাতাস দিবে।
০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩০
ঋণাত্মক শূণ্য বলেছেন: দুঃখিত, ছবিটি আমার তোলা নয়। পোষ্টের শেষে লিংক দেওয়া হয়েছে।
বাকি অংশের উত্তর..... হুম.
৫| ০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৭
এলমা নুর বলেছেন: পড়ে ভালো লাগলো
০৬ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩০
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো....
৬| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: আজকে সকালে আলুর ভর্তা, ডাল, ডিম ভাজা দিয়ে গরম ভাত নাস্তা খেয়েছি নিজে রান্না করে আহ কি তৃপ্তি।
বাহিরের পরোটা, রুটি, সবজি থেকে বেটার।
রান্না জানলে বউ কাছে না থাকলে কোন ব্যাপারনা। নতুন নতুন রেসিপি ট্রাই করুন।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আজকে সকালে............................ গ্রেট...
বাহিরের পরোটা, রুটি, সবজি থেকে বেটার........... অবশ্যই....
রান্না জানলে বউ কাছে .................. হুম, চেষ্টা করছি! পায়েশ রান্না করা শিখতেছি।
৭| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: রান্না করা বেশী কঠিন কিছু না। তবে একটু যত্ন নিতে হয়, রান্নায় অবহেলা করলে স্বাদের হেস্তনেস্ত হয়ে যায়। তবে ধোয়ামুছা একটু কঠিন আর আমাদের তো সারাদিনই ধুইতে হয়। একবার সিংক খালি করে আবার গিয়ে দেখি সিংক ভর্তি। তাছাড়া আমার হেল্পারও নাই।
ধন্যবাদ আপনাকে
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২২
ঋণাত্মক শূণ্য বলেছেন:
৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬
বিটপি বলেছেন: থালাবাসন ধোয়ার ট্রিক্সঃ
- খাওয়া শেষ হবার সাথে সাথেই ধুয়ে ফেলবেন, কোন সাবান বা লিকুইড ব্যবহার করবেন না।
- তরকারির কড়াই ছাচাপোছা করে খেয়ে তারপর ১০ মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন।
- ভাত সেদ্ধ হবার সাথে সাথেই সমস্ত ভাত গামলায় ঢেলে সাথে সাথে পাতিল ধুয়ে ফেলবেন - ডিশওয়াশার ছাড়া।
- যদি ধুতে দেরি হয়ে যায়, লিকুইড ডিশওয়াশার ছিটিয়ে ১০ মিনিট পানিতে ভেজাবেন, তারপর ধুয়ে ফেলবেন, হাত দিয়ে ডলবেন, স্ক্রাবার ব্যবহার করবেন না।
- গরুর মাংস খেলে গরম পানি দিয়ে প্লেট এবং গ্লাস ধুয়ে নেবেন - ভিম ব্যবহার করবেন না।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:২৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ....
৯| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৩৭
রাজীব নুর বলেছেন: ভালো থাকুন।
০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুমমমম.....
১০| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার রান্নার পদ্ধতি আমার পছন্দ হইছে।
আমি আমার বাবার একটা পদ্ধতিতে গরুর / মরগীর গোস্ত রান্না করি। সাদা গোস্ত। বেশ হয়।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার পদ্ধতিটাও আমার বাবার কাছ থেকেই শেখা! আশা করা যায় আমার ছেলেও আমার কাছ থেকে কিছু শিখবে।
১১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: রান্না করা বিরাট দিকদারি।
০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমিওতো সেইটাই বলি!
১২| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আজ সুরভিকে কিছু পেঁয়াজ কেটে দিছি। আমার চোখ জ্বলে শেষ।
০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার আগে জ্বলত, এখন জ্বলে না। ছোট পেয়াঁজ কিনি না; বড় গুলি কিনি
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৩
চাঙ্কু বলেছেন: ১০-১২ মাস বাইরে খাইছেন? কয় কি! আন্নে এত বড়লোক কিল্লাই? মাঝেখানে একবার মনে হয় ১ মাস হুডেলে খাইছিলাম - এরপরে মাফও চাইছি, দোয়াও চাইছি!
আপনার মাংশ রান্না টেমপ্লেটটা পছন্দ হইছে!!
০৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:৫৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: হিসাব করি নাইক্কা; পকেটেত টাকা ছিলো, গেছি খাইছি দিছি আইছি................ করনার সময় হিসাব কইরা পরে দুইদিন ঘুমাইতে পারি নাই!
©somewhere in net ltd.
১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
সৌদীতে থাকেন? এখন সবকিছু পরিস্কার!