নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

যেভাবে পোষ্ট লিখলে অন্যের চোখের আরাম হয় ও পড়তে সুবিধা হয়

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৬

ব্লগ লেখালেখিরই জায়গা। মানুষ এখানে আসে লিখতে ও পড়তে। কিন্তু অনেক মজার লেখাই মানুষ শেষ পর্যন্ত পড়তে চায় না; বা আগ্রহ হারিয়ে ফেলে কেন এমন হয়?



যেহেতু অনলাইন দুনিয়ায় আয়-ইনকাম লেখা লেখির উপরেই অনেকটা নির্ভরশী, তাই এই বিষয়ে প্রচুর গবেষণা হয়েছে, হচ্ছে এবং হবে।

বর্তমানে readability score শব্দটি অনলাইনে যারা লেখালেখি করেন তাদের কাছে বেশ পরিচিত। স্বাভাবিক ভাবে এই স্কোর যত ভালো, পাঠকের চোখে লেখা তত শান্তিময় ও পড়তে সুবিধা হবে বলেই ধরা হয়।

আমি এখানে অল্প কিছু টিপস লিখছি; যেগুলি আশাকরি আপনার পোষ্টের readability score বাড়াতে সামান্য হলেও সাহায্য করবে।

১. বাক্য ছোট রাখুন। একটা বাক্যকে 'এবং'-'এবং' দিয়ে অনেক লম্বা না করে কয়েকটি বাক্যে ভেঙ্গে নিতে পারেন। এতে করে পাঠকের জন্য সুবিধা হয়।

২. সম্পূর্ণ লেখা সংক্ষিপ্ত করুন। একটা লেখা পড়তে যদি ২মিনিটের বেশী লেগে যায়, অধিকাংশ সময়ই পাঠাক তা গ্রহণ করে না। অনেকেই পড়তে পড়তে হঠাৎ থেমে যায় ও চলে যায়।

৩. প্রতি প‌্যারাগ্রাফ সংক্ষিপ্ত রাখুন। একটি প‌্যারাগ্রাফে ৪-৫টি বাক্য থাকা সমচীন। এর বেশী হয়ে গেলে মানুষের কাছে মনে হয় অনেক কিছু লেখা আছে।

৪. প্রতি প‌্যারাগ্রাফের মধ্যে অন্তত একটি করে ফাঁকা লাইন রাখুন। তাতে করে পাঠকের বুঝতে সুবিধা হবে।

৫. যেখানে লিখছেন, সেখানে যদি আপনার নিজের কন্ট্রোল থাকে, তাহলে প‌্যারাগ্রাফের লাইন হাইট ১.৫ রাখুন। এটি পাঠককে এক জায়গায় ঠাঁসা লেখার অভিজ্ঞতা থেকে রেহাই দিবে।

৬. হেডিং ব্যবহার করুন। একটা লেখায় যদি কয়েকটি পয়েন্টের ব্যাখ্যা থাকে, তাহলে কোন পয়েন্ট ব্য্াখ্যা করছেন সেটিকে দিয়ে একটি হেডিং লিখুন। তাতে করে পাঠকের বুঝতে সুবিধা হবে এখন কি নিয়ে কথা হচ্ছে।

৭. প্রচলিত শব্দ ব্যবহার করুন বেশী-বেশী। আপনি অনেক শব্দ জানতে পারেন, কিন্তু আপনার পাঠক তা নাও জানতে পারে। তাই প্রচলিত শব্দ ব্যবহার করাটাই সমচীন। কেউ যদি মনে করেন আমি লেখক, আমার যেভাবে সুবিধা সেভাবে লিখবো; তাহলে ভুল করছেন। ঐ সুবিধাটি আপনি নিজের ডায়েরীর জন্য রাখতে পারেন। পাঠকের কাজের মূল একটা বিষয়ই হচ্ছে পাঠকের অন্তরে/মস্তিস্কে পৌছানো।

৮. যদি কঠিন বা অপ্রচলিত শব্দ ব্যবহার করতেই হয়, তাহলে সেটার ব্যাখ্যা করুন। তাতে পাঠক নতুন শব্দ শিখবে আর আপনার লেখার প্রতি আগ্রহ বাড়বে।

৯. লেখায় প্রয়োজনে ছবি ব্যবহার করুন। ছবি সেখানেই রাখুন, যেখানে থাকলে পাঠাক সরাসরি লেখার সাথে ছবির সম্পর্ক করতে পারে।

১০. লেখার তথ্য ধারাবাহিক রাখুন। যেমন দেখুন, আমি যখন প‌্যারাগ্রাফের কথা বলেছি, ২/৩টা পয়েন্ট এক সাথে রেখেছি। প্রচলিত শব্দের কথা বলেছি, দুইটা পয়েন্ট এক সাথে লিখেছি। এভাবে একই বা কাছাকাছি বিষয় গুলি এক সাথে রাখুন।

আশাকরছি টিপস গুলি কারও কাজে দিবে। :-) হ্যাপি ব্লগিং!

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৯

জ্যাকেল বলেছেন: সুন্দর বলেছেন। মনে রাখা তো বেশিরভাগ মানুষের জন্য সমস্যা হয়ে দাড়াবে।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: এগুলি মনে রাখার চাইতে অভ্যাস করবার বিষয়। কয়েকদিন প্রাক্টিস করতেই হয়ে যায়।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩০

মোগল সম্রাট বলেছেন: সুন্দর শিক্ষা মুলক পোস্ট। শুভকামনা নিরন্তর।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: খুব সুন্দর করে অল্প কথায় তুলে ধরেছেন । আপনাকে ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: আমি লেখার কোন 'পাঠযোগ্যতা বিশারদ' নই, তবে এখানে ৬ + বছর ধরে ব্লগিং করে যেটুকু বুঝতে পেরেছি, তাতে নিম্নলিখিত টিপসগুলো দিতে পারিঃ
* লেখার সাথে ছবি দিলে তা অবশ্যই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, তবে ছবি প্রাসঙ্গিক না হলে পাঠকেরা অনাবশ্যক ছবি ব্যবহারকে শঠতা গণ্য করতে পারেন।
* লেখা ইন্টারেস্টিং হলে শব্দ সংখ্যা কোন প্রতিবন্ধক নয়। আমি মনে করি, একটা পোস্টের শব্দ সংখ্যা ১২০০ থেকে ১৮০০, সর্বোচ্চ ২০০০ হলে ভালো হয়।
* প্রতি অনুচ্ছেদে শব্দ সংখ্যা ১৫০ থেকে ২০০ এর মধ্যে সীমিত থাকলে ভালো হয়।
* বিষয়ের প্রাসঙ্গিকতা খুবই গুরুত্বপূর্ণ। বার্নিং ইস্যুজ নিয়ে লিখতে পারলে তা সহজেই পাঠকের দৃষ্টি ও প্রতিক্রিয়া আকর্ষণ করে।
* পাঠকের মন্তব্যের উত্তর সযত্নে ও শালীনতার সাথে দিতে হয়। শিষ্টাচার বজায় রেখেও লিখিতভাবে অনেক কঠিন কথা বলা যায়। যে সকল লেখক পোস্ট প্রকাশের পর পোস্ট থেকে নিরুদ্দেশ হন, তারা ইতোমধ্যে মন্তব্যবিমুখ হিসেবে ব্লগে পরিচিত হয়ে গেছেন, কেউ কেউ হয়তো বা অদূর ভবিষ্যতে হবেন। ফলস্বরুপ, অনেক ব্লগারই তাদের অনেক, অনেক চমৎকার পোস্টের পথেও পা মাড়ান না। ফলে তাদের গুরুত্বপূর্ণ পোস্টও স্বল্প পঠিত থেকে যায়।
* শব্দের কৃচ্ছ্রতা (ইকনমি অভ ওয়ার্ডস) গুরুত্বপূর্ণ। যে কথা অল্প কথায় বুঝানো যায়, সেখানে বাচালতা পরিহার্য।
* সঠিকভাবে প্রাসঙ্গিক লিঙ্ক সংযোজন পাঠকের অনুসন্ধিৎসা মেটাতে পারে। লেখার পরিসর ছোট রাখতে লিঙ্ক ব্যবহার উত্তম ফলদায়ক।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ। উপকারী টিপস!

৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগার জ্যাকেল এই পোষ্টাকে খোলা রেখে নিজের লিখলে চলবে, মুখস্হ করতে হবে না; মুখস্হ করতে কয়েক বছর লেগে যেতে পারে।

অথবা উনি এই পোষ্টটাকে প্রথমে কপিপেষ্ট করে, বদলায়ে বদলায়ে নিজের পোষ্ট তৈরি করতে পারেন।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম

৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৫

সোবুজ বলেছেন: বিসমিল্লা বলে লেখা শুরু করুন আল্লা হাফেজ বলে শেষ করুন।

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০০

ঋণাত্মক শূণ্য বলেছেন: ভালো।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৫

রাজীব নুর বলেছেন: ব্লগে কার লেখা আকর্ষনীয় লাগে আপনার কাছে?

২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখা অনুযায়ী ব্লগারদের নাম মনে রাখার বিষয়ে আমি গোল্ড ফিস ব্রেইনের অধীকারী। একটা লেখা ভালোলাগলে বা লেখা থেকে শেখার কিছু থাকলে সেখান থেকে গ্রহণ করি। কোন একজনকে ফলো করা বা তার লেখা ভালোলাগে বলে পড়া, এটা আমার অভ্যাসে নাই।

এর ফলে আমার পছন্দের নির্দিষ্ট কোন ঔপন্যাসিক, লেখক, লেকচারার ইত্যাদী নাই।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৩৭

সাসুম বলেছেন: একটা ইউনিক টিপস দেই- এটা ব্লগ লিখা হোক কিংবা পাব্লিক স্পিকিং দুই যায়গায় প্রযোজ্য। এটা আমার টিপস না, ডক্টর প্যাট্রিক উইন্সটন ( এম আই টি পাব্লিক স্পিকিং প্রফেসর ) এর টিপস।

যখন ই যাই লিখবেন, সেটার একটা কঙ্কলুসিভ সলুশান এবং গেইন পয়েন্ট রাখবেন।

মানে এই লিখা পড়লে আপনার কি হবে কিংবা এই জিনিষ জানার পর আপনার কি চিন্তা আসবে মনে বা আপনি কি করতে পারবেন।
এটাকে হুক বলা যায় ইউজার বা পাঠক কে ধরে রাখতে। এখন এই হুক বা গেইন পয়েন্ট আপনার লিখার ১ম লাইন হতে পারে কিংবা হতে পারে হেডিং।

ব্লগ থেকে উদাহরণ দিতে হলেঃ

আমাদের ধর্ম প্রচারক মোহাম্মাদ কাম্রুজ্জামান ভাই। ভুল ভাল গরু রচনা ও ভুল ভাল যুক্তি এবং নিজের মতবাদ যাই লিখুক না কেন, উনি কিন্তু হেডীং এ বা লিখার শুরুতে উনার বক্তব্য বা ব্লগের সারাংশ দিয়ে দেয় এবং কঙ্কলুশান টেনে দেন।

যেমন উনার লাস্ট পোস্ট এর হেডিংঃ "পরকীয়া ও লিভ টুগেদার " সকল ধর্মে নিষিদ্ধ/সামাজিক ভাবেও অবৈধ যা নৈতিক-মানষিকভাবে অসুস্থ কিছু মানুষের ভয়ংকর ও বিকৃত কাজ, যার ফলে সমাজে ভয়াবহ প্রভাব ও করুন পরিণতি ডেকে আনে ।(মানব জীবন - ২১)। উনার লাস্ট পোস্ট

খেয়াল করে দেখবেন, উনি বেশ ক্লিয়ার লি উনার মতবাদ জানিয়ে দিয়েছেন ফলে উনার সমমনা যারা তারা বুঝতে পেরেছে এই পোস্টে কি আছে ফলে তারা বেশ সহজেই এটার সাথে নিজেদের রিলেট কর‍তে পারছে এবং উনার ইউজার ও পাঠক রা ইজিলি রিলেট করতে পারার কারনে ব্লগ ভিজিট করছে।


আরেকটা রুলস ফলো করা যায়, যেটা আমি করি ইউজালি আমার লিখায়। সেটা হল- পাঠক কে ধাঁধায় বা ধোয়াশায় রাখা বা হালকা করে একটা টোণ সেট করে দেয়া কি হতে পারে শেষে যার কারনে সেটা জানার জন্য হলেও মানুষ লিখা পড়বে বা বক্তব্য শুনবে।

এই টিপস গুলো মানুষ কে আকৃষ্ট করে লিখা পড়তে এবং কন্টিনিউ করতে।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ওকে...............

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩৪

জ্যাকেল বলেছেন: চাঁদগাজী বলেছেন:


ব্লগার জ্যাকেল এই পোষ্টাকে খোলা রেখে নিজের লিখলে চলবে, মুখস্হ করতে হবে না; মুখস্হ করতে কয়েক বছর লেগে যেতে পারে।

অথবা উনি এই পোষ্টটাকে প্রথমে কপিপেষ্ট করে, বদলায়ে বদলায়ে নিজের পোষ্ট তৈরি করতে পারেন।

এই পোস্ট মুখস্ত করলে আপনারই লাভ হইবে। ২০০/২৫০ শব্দের পোস্ট লিখতে গিয়েই নিজের উপর/নিচ ডাউন করে ফেলেন আবার এই ব্যাপারে অন্যকে পরামর্শ দিতে আসবেন?
আমার প্রত্যেকটা পোস্ট নিজের টাইপ করা, নিজের মস্তিষ্ক থেকে উদ্ভুত। আপনার মত গোজামিল ভরা না।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ২০০/২৫০ শব্দের পোস্ট লিখতে গিয়েই নিজের উপর/নিচ ডাউন করে ফেলেন............................ হা হা হা হা

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০২

সাজিদ! বলেছেন: ব্লগারদের বেশ কয়েকজনের মন্তব্যই পোস্টের সমান বা পোস্ট থেকে বড়। এখন গুছিয়ে কথা বলতে পারেন না। বিরক্ত লাগে।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমরা সবাই এক রকম নই।

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: বহু দিন ধরে ব্লগিং করছি। কিন্তু আমার লেখা অগোছালো। এলোমেলো।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: তাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.