নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

তাহাদের টাকায় চুলকায়!

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৫

আমাদের দেশে ব্যবসা প্রতিষ্ঠান বলিয়া কিছু আছে। তাহাদের অনেক টাকা। তাহাদের টাকায় চুলকায়। তাহারা টাকা খরচ করিবার জায়গা পায় না। তাই তাহারা হুদাকামে পত্রিকায় "ক্যারিয়ার অপারচুনুয়েটি" নামে বিজ্ঞাপন দেয়। পত্রিকায় বিজ্ঞাপন দিতে বেশ ভালো পরিমানেই টাকা খরচ হয়। তাহারা এই বিজ্ঞাপন দেয়, কারণ তাহাদের টাকায় চুলকায়।



আমাদের বেকার জনতা বলিয়া বেড়ায়, বড় বড় প্রতিষ্ঠানে নাকি চাকুরি পাওয়া দায়। মামা-চাচা-খালু না থাকিলে নাকি চাকুরি পাওয়া যায় না। এদিকে ঐ প্রতিষ্ঠান গুলি বিজ্ঞাপন দিয়া বেড়ায়। কারণ কি? কারণ তাহাদের টাকায় চুলকায়।

বড় বড় প্রতিষ্ঠান গুলিকে আমাদের বেকার জনতা খুব সম্ভবত এমন দাতব্য প্রতিষ্ঠান মনে করেন, যেখানে একজন টাকাওয়ালা মালিক তাহার পরিচিত জনদের বসাইয়া বসাইয়া বেতন নামক একটা ভাওতাবাজির মাধ্যমে টাকা প্রদান করিয়া থাকেন। কেন তাহারা এই ভাবে টাকা দিয়া থাকেন? কারণ তাহাদের টাকায় চুলকায়।

অপর দিকে বড় বড় প্রতিষ্ঠানের মালিকের আত্মীয়স্বজনরা দাবী করেন যে তাহাদের এত জানা-পরিচিত লোকর নিজের ব্যবসা থাকা সত্বেও তাহাদেরকে চাকুরি দিতেছে না! কেন দিতেছে না! নাহ, এই ক্ষেত্রে খুব সম্ভবত তাহাদের টাকায় চুলকায় না :(

বেশীর ভাগ বেকারেরাই ধারণা করিয়া থাকেন যে বড় বড় প্রতিষ্ঠানের মালিকেরা ব-ল-দ; কারণ তাহাদের প্রতিষ্ঠানে বসিয়া কিছু কর্মকর্তা আপনজনদের চাকরী দিয়া থাকেন। যোগ্যতা থাকুক আর না থাকুক, পরিচিত জন তথা মামা-চাচা-খালু থাকিলে বড় বড় প্রতিষ্ঠানে চাকুরি পাওয়া যায়। আর এটা প্রতিষ্ঠানের মালিকেরা কেন এলাউ করেন? কারণ তাহাদের টাকায় চুলকায়!

আমাদের বেকার ভাই-বোনেরা ভাবিয়া থাকেন, স্কীল নামক এক মরিচিকার কথা সকলে বলিলেও আদতে চাকুরী পাইবার ক্ষেত্রে কোন স্কীলের প্রয়োজন নাই। কারণ বড় বড় প্রতিষ্ঠানের মালিকেরা বসিয়া আছেন কখন চেনা পরিচিত লোক পাওয়া যাইবে, আর তাহাদের কাজ দেওয়া যাইবে। তাহারা কেন এভাবে টাকা উড়ান? কারণ তাহাদের টাকায় চুলকায়।

পত্রিকা খুলিলেই যে সকল বড় বড় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেখা যায়, দেখে খুব মেজাজ খারাপ হয়। তাহাদের কি এতই টাকা, এতই কি টাকার চুলকানী যে তাহারা পত্রিকায় বিজ্ঞাপন দেয়?

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৫৪

সাসুম বলেছেন: বিদেশে ইউনিভার্সিটিতে ভর্তি হতে স্টুডেন্ট দের একটা এস ও পি লিখতে হয়।

আমি ১ কোটি টাকার বাজি ধরে বলতে পারি, বাংলাদেশের কোন ইউনিভার্সিটির ০.০০০০০১% ছাত্র জানেনা এই এস ও পি কি জিনিষ এবং তাদের কে লিখতে দিলে পুরা বাংলাদেশে ১০০ টা এস ও পি খুজে পাওয়া যাবেনা সব ইউনিভার্সিটি মিলিয়ে।

আর স্কিল?? আমি যাদের সাথে মাস্টার্স পাস করি সেই ৭৪ জনের মধ্যে আমি বাদে আর মাত্র একজন ছেলে ব্যাংকে একটা জব পেয়েছে, ২ টা মেয়ে প্রাইমারি তে জয়েন করেছে। বাকি ৭০ জন বেকার , এবং সবচেয়ে বড় কথা এদের কাছ থেকে একটা সিভি চাইলে বা একটা ইংরেজি ইন্টারভিউ নিতে চাইলে এরা কেউ দরজা দিয়েও যাবেনা।

একবার আমার সহপাঠীদের স্কিল ডেভেলপ বিষয়ে একটা মেসেঞ্জার গ্রুপ চালু করেছিলাম। সেখানে সবাইকে বেশ কিছু সাজেশান দিয়েছিলাম স্কিল ডেভেলপ এর জন্য । হায়রে হায়! আমারে সেকি অপমান! যদিও সেই অপমান গুলো ছিল বাংলিশে এবং কোন বেকুব ই ২ লাইন ইংরেজি শুদ্ধ ভাবে বলতে পারত না।

বাংলাদেশে চাকুরি নাই এটা ভুল কথা। দেশে প্রচুর চাকুরি, ইভেন বিদেশে ও প্রচুর চাকুরি। আরে ভাই, আপনাকে কিছু করতে হবেনা। জাস্ট কোন একটা কোম্পানিতে ২ বছর ওয়েল্ডিং শিখেন কিংবা কাঠমিস্ত্রীর কাজ শিখেন। দুনিয়ার যে কোন দেশে জব আছে।

এই বর্তমান যুগে কমিউনিকেশান করতে না পারা, কম্পিউটার চালাতে না পারা, একটা অযোগ্য জনগনের হাতে অনার্স মাস্টার্স সার্টিফিকেট তুলে দেয়ার দায়ে একদিন এই দেশের ইউনিভার্সিটিদের বিচার হবে ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: স্কীল ডেভলপ নিয়ে কথা বলেছে আর গাইল খায়নাই, এমন ব্যক্তি মনে হয় বাংলাদেশে নাই!

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:১৭

বিষন্ন পথিক বলেছেন: আর আছে গাল ভরা পদবী
এক একটা পদবী শুনলে টাসকি খেতে হয়
চায়না থেকে অনলাইনে কিছু কিনলেই সাপ্লায়ার ম্যানেজার

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতাটি ভালো লাগিল

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাচাধন, উহা কবিতা ছিলো না। লেখক কবিতা বড়ই অপছন্দ করেন।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩২

জুল ভার্ন বলেছেন: সার্বিক বিবেচনায় লেখাটা যথাযথ হয়েছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধইন্য!

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: কিছু মানুষের হাতে সীমাহীন টাকা আছে। সব কালো টাকা। অতি তুচ্ছ বিষয়ে দুই হাতে খরচ করে। নিজের চোখেই দেখেছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপোনিকি লেখাটা পড়িয়া দেখিয়াছেন?

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন: মাস্টার্স আর এমবিএ করিবার পরেও কখনো চাকুরির পিছনে ছুটিনাই বলিয়া চাকুরির বাজার আর পরিবেশ সম্পর্কে আমার ধারনা শূন্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:১০

ঋণাত্মক শূণ্য বলেছেন: এইডস সম্পর্কে ধারণা থাকিতে হইলে এইডস হইতেই হইবে এমন কোন কথা যেমন নাই; নিজে চাকুরী না খুঁজিয়া থাকিলে চাকুরীর বাজার সম্পর্কে ধারণা থাকা যাইবে না এমন কথাও নাই।

তবে হ্যাঁ, এক একজনের ফোকাসের বিষয় এক এক রকম। আমি সৌদী আরবে আসবার জন্য সব যখন ছেড়ে দিলাম, এবং আসার পর ৭দিন, সব মিলায় প্রায় ১মাস ১৮দিন বেকার ছিলাম। ২০০২ থেকে এ পর্যন্ত আর কখনোই বেকার ছিলাম না; এবং কখনোই চাকরীর জন্য দৌড়ানো লাগে নাই।

আলহামদুলিল্লাহ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৪:২৬

জ্যাকেল বলেছেন: কঠিন বাস্তবতা।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৪৯

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: বাংলাদেশের চাকুরী বাজারের কথা বলছেন বিদেশ থাইকা ???

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: দেশ ছাড়লে দেশ প্রেম ছাড়তে হবে কি?

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: কবিতা ছিল না ঠিক আছে কিন্তু কাব্য ছিল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইহার বিষয়ে আমি কিছু বলিতে পারিবো না।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১১

মোহামমদ কামরুজজামান বলেছেন: লেখা ভাল হয়েছে তার জন্য +++ , তবে তার পরও :P চুলকায়।

কেন :( ? তা জানিনা তবে চুলকায় ।

আর চাকুরী নামক সোনার হরিণের পিছনে ঘুরতে ঘুরতে বেকাররা জীবনের কথাই ভূলে যায় আর চুলকানী ?

তবে যারা সোনার হরিণের (চাকুরীর) বিজ্ঞাপন দেয় তাদের নিজের টাকার জন্য চুলকায় না । বেকারদের টাকা তাদের পকেটে নেয়ার জন্য তাদের হাত চুলকায়।
কারন, একটা সোনার হরিণের (চাকুরীর) বিজ্ঞাপনের পর শিক্ষিত বলদ আমরা তাদের কাছে ছুটে যাই চাকুরীর আশায় আর তারা আমাদের মুরগী মনে করে কেটে-কুটে নেয় তাদের মন পছন্দ মত।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৫৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: হতে পারে, কিংবা না!

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৫

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ।

১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৮

শ্রাবণধারা বলেছেন: আপনার লেখা পড়ে বেশ ভাল লাগলো।

আপনি সৌদি আরবে কি চাকুরি নিয়ে গিয়েছিলেন, নাকি ওখানে যাবার পরে চাকুরি খুজে নিয়েছেন? বাংলাদেশিদের জন্য সৌদি আরবে কোন ধরণের চাকুরিতে সুযোগ আছে বলে আপনি মনে করেন?

অনেক ধন্যবাদ এবং শুভকামনা।

২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:২২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি মূলত কোন চাকরী নিয়ে আসিনি। তবে একটা প্রতিষ্ঠানের একটা ওয়েব বেজড ট্রেনিং সাইট ডেভলপ করছিলাম। সে কাজটা চলমান ছিলো এখানে আসবার অনেকদিন পর্যন্ত।

শিক্ষিত হলে সব জায়গাতেই চাকরীর সুযোগ সুবিধা আছে। কানাডিয়ান এম্বাসি, আমেরিকান এম্বাসি, মরিশাস এম্বাসি এগুলিতে বাংলাদেশী ভাইয়েরা আছে জানি। তাছাড়া আরও বিভিন্ন প্রতিষ্ঠানে আছে।

তবে বাংলাদেশীদের বিষয়ে পারসেপশন সবার খারাপ। বাংলাদেশী শুনলে বাংলাদেশীরাই মনে করে যে ক্লিনারের চাকরী করে!

১৩| ০২ রা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



দেশের বড় বড় ব্যবসার মালিকেরা ১০০% অসৎ; ফলে, ওরা কি করছে বলা মুশকিল।

আমাদের গ্রেজুয়েটরা অবশ্যই "প্রশ্নফাঁস ও ফেইসবুক জেনারেশনের সদস্য"।

০৩ রা মার্চ, ২০২৩ সকাল ১১:৪২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আচ্ছা....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.