নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

তেল, চিনি, ছোলার শুল্ক উঠে যাচ্ছে - কিন্তু দাম কি কমবে?

১০ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৯

আমি মনে-প্রানে চাই যেন চাল সহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম কমে। সরকার যদি শুল্ক তুলে নিয়ে এই কাজ করে, তাহলে তার সাধুবাদ জানাই। তবে সরকারকেই এটা নিশ্চিত করতে হবে যেন কোন খারাপ লোকে এই শুল্ক প্রত্যাহারের সুযোগ নিয়ে মুনাফার হাট খুলে না বসে।

(ছবি প্রথম আলো)।

প্রথম আলো রিপোর্ট করছে যে, তেল, চিনি, ছোলার শুল্ক উঠে যাচ্ছে। রিপোর্টের শুরুতে লেখা হয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিষের উপর থেকে আরোপিত শুল্ক কমানো হয়েছে। কিন্তু ভিতরে গিয়ে দেখা গেলো মূলত রমাদানে যেগুলি মানুষ বেশী খায়, সেগুলির উপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

মজার বিষয় হচ্ছে রমাদানের সাথে এগুলির কোনটিরই সম্পর্ক নাই। মানুষ কেন রমাদানকে কেন খাদ্য উৎসবের মাস বানিয়ে ফেলেছে, আর কেনই বা সরকারও সেটাকে প্রশ্রয় দিচ্ছে তা চিন্তার বিষয়।

---------------------------

করোনার লকডাউনের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও আসতে লাগলো যে টয়লেট টিস্যু নিয়ে মারামারি, কাড়াকাড়ি। কেউ কেউ বাজার থেকে টয়লেট টিস্যু কিনে অনলাইনে বেশী দামে বিক্রি শুরু করলো। দুধ নিয়েও একই ধরণের সমস্যা শুরু হলো।

সৌদী সরকারকে দেখেছি সুন্দর ভাবে এটা নিয়ন্ত্রণ করতে। প্রথম ২সপ্তাহ দুধ, ডিম এবং লেবুর একটা ঘাটতি ছিলো। কিন্তু ২সপ্তাহের মধ্যে প্রতিটি মুদি দোকানে আলাদা সেলফ সহ কার্টুেনের উপর কার্টুন দুধ আর ডিম রাখা হয়েছে। অন্য সব কিছুর চালান ও দাম ছিলো স্বাভাবিক (শুধু সরকার ঐ সময়ে তেলের দাম বাড়ানো কমানো করেছে)।

------------------------

আমাদের দেশে সরকার আগেও এই ধরণের ব্যবস্থা নিয়েছেন, তবে তাৎক্ষনিক কোন উন্নতি দেখা যায়নি। সেই টিসিবিই ভরসা হয়ে থাকে।

সরকারের প্রতি অনুরোধ (যদিও আমার এই লেখা সরকারের কেউ পড়তে আসতেছে এমন না) যেন সরকার কঠোর হাতে এগুলি নিয়ন্ত্রণ করে।

-------------
দাম বাড়া-কমা নিয়ে একটা পোষ্ট লিখে ফেলেছি; কিন্তু ইনফ্লেশন শব্দ ব্যবহার করি নাই। মহাজ্ঞানীরা কি এটা মেনে নিবে? তাই ইনফ্লেশন শব্দটা রেখে গেলাম। যাতে মহাজ্ঞানীরা এসে জেনে জান যে আমি শব্দটা জানি!

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



পোষ্ট লিখলেন, কিন্তু পোষ্টে পানি ছাড়া কিছু নেই: কোন ট্যাক্স ( আমদানী ট্যাক্স, কনজিউমার ট্যাক্স ) শতকরা হার ছিলো, উহাই নেই! প্রথমত, নিত্যপ্রয়োজনীয় ( কাঁচা খাবার: চাল, ডাল, টেল, তরকারী, লবন ) খাবারের উপর ট্যাক্স আছে কিনা, কোন কিছু নেই আপনার পোষ্টে!

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: বেকুব মার্কা মন্তব্য করবার থেকে পোষ্ট না করাই ভালো। পোষ্টটি পড়ুন। চোখ বুলিয়ে এটা নাই ওটা নাই বলে গ্যাদা ছেলেপেলের মত কান্নাকাটি না করলেও দিন পার করা যায়।

২| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার লিংকি কাজ করছে না।
বাংলায় লেখা লিংক সামুতে কাজ করে না।

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: খুব সম্ভবত ব্লগের সিষ্টেমের সমস্যা। সর্ট লিংক দিয়ে আপডেট করে দিলাম।

https://bit.ly/3vZMenF

৩| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:


পোষ্টে কিছুই নেই, আছে শুধু একটা সংবাদ, যা নিশ্চয় মিডিয়ায় এসেছে; আপনি কি সংবাদ প্রচারের দায়িত্বে আছেন?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আবার বেকুবি! সংবাদের থেকে সামান্য কিছু লাইন নেওয়া হয়েছে। বাকিটা আমি আমার কথা বলেছি। বেকু্বের মত একেরপর এক মন্তব্য না করে আগে পড়ুন। তারপর গুছিয়ে একটা মন্তব্য করুন। সবচেয়ে ভালো হয় মন্তব্য না করলে। বেকুবি একটু ঢেকে রাখতে হয়। এভাবে জনে জনে গিয়ে বেবুকির উদাহরণ দিয়ে আসতে হয় না।

৪| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:


প্রথম আলোর সৌদী এজেন্ট?

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: বেকুব কোথাকার।

৫| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৯

আহমেদ জী এস বলেছেন: ঋণাত্মক শূণ্য,




দাম কমার কোনও কারন নেই! সরকার সিন্ডিকেটবাজী বন্ধে অক্ষম , কারনটা বোধগম্য সবারই।
রমজান মাসটাকে আমরা যেমন খাদ্য উৎসবের মাস বানিয়েছি তেমনি আমাদের ব্যবসায়ীগন এই মাসটাকে লুটেপুটে খাবার মাস / একশত গুন মুনাফার মাস বানিয়ে ফেলেছেন। :|

১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিষয়গুলি আসলেই কষ্ট দেয়।

৬| ১০ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

জুল ভার্ন বলেছেন: এদেশে কখনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেনা। খেটে খাওয়া মানুষের জীবনের দাম কমে।

১০ ই মার্চ, ২০২২ রাত ৯:০৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: এটাইতো কষ্টের।

৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: সমাধান কিভাবে সেটা বলুন ,যেমন -বলেছেন
সৌদী সরকারকে দেখেছি সুন্দর ভাবে এটা নিয়ন্ত্রণ করতে। প্রথম ২সপ্তাহ দুধ, ডিম এবং লেবুর একটা ঘাটতি ছিলো। কিন্তু ২সপ্তাহের মধ্যে প্রতিটি মুদি দোকানে আলাদা সেলফ সহ কার্টুেনের উপর কার্টুন দুধ আর ডিম রাখা হয়েছে।

১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: সমাধানটা সরকার আমার থেকে ভালো জানেন। এজন্য আঁতলামী দেখাতে গেলাম না।

৮| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:০৯

নেওয়াজ আলি বলেছেন: বড় লোক খাবে গরিব চেয়ে চেয়ে দেখবে

১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: :(

৯| ১১ ই মার্চ, ২০২২ রাত ১২:৪৬

সোবুজ বলেছেন: কম খাওয়ার মাসে মানুষ বেশি খায়।সমস্যাটা এই খানে।দাম কিছু কমা উচিত।কিন্তু কমবে না

১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: সমস্যাতো সব খানেইরে ভাই!

১০| ১১ ই মার্চ, ২০২২ রাত ১:২৬

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: কমবে ভাই । আপাতত কমবে । কুরবানী ঈদ আসতে আসতে আবার বাড়তি দামে চলে আসবে । যুদ্ধ দিয়ে হিসেব রাখতে পারেন , যেহেতু করোনা দিয়ে হিসেব করা গেল না এবং করাও উচিত না । যুদ্ধ শেষ যদি হয় তবে হিসেব দেখতে হবে। সরকার হস্ত কঠিন করতে পারলোনা বলবনা .... সরকার মুদি দোকানিদের জরিমানা করে তাপের উপরে রাখছে , শুক্রবার থেকে আমাদের হাতে তেল থাকলে তার পাকা রিসিট থাকতে হবে এই অভিনবত্ব সরকারের ফিল্ড লেভেলের পদক্ষেপ ।

অফট : আপনি কিন্তু প্রিয় ব্লগারের যুক্তি খন্ডন না করে তাকে বেকুব বেকুব বেকুব , তিনবার বেকুব বলেছেন ! এভাবে করলে কিন্তু ব্লগ পাস করতে পারবেন না , আপনার গভীরে কোনরকম গভীরতা আসবেনা । যাইহোক তিনবার বেকুব বললেই তো আর পার্মানেন্ট বেকুব কেউ হয়ে যায় না ....

১২ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: দাম কমুক সেটাই চাই।

বেকুবকে তিনবার কেন, তিনশ বার বেকুব বললেও সে মনে করবে যে সে বেকুব না!

১১| ১৭ ই মার্চ, ২০২২ রাত ১১:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: নাহ

১৮ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৫৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.