নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!
ঢাকার লেগুনা ও বাসে প্রায়সই লেখা দেখতাম, আচরণেই বংশের পরিচয়। কথাটা খুব গভীর, কিন্তু বেশীর ভাগ মানুষই সেটা উপলব্ধি করতে পারে না। এই বংশ যে চৌধূরী কিংবা সৈয়দ বংশ নয়; বরং ভদ্র ও উচ্চ বংশের পরিচয়, সেটা মানুষ বোঝে না।
পৃথিবীতে সবচাইতে আনকমন বিষয় হচ্ছে 'কমন সেন্স'।
প্রায়সই অফিসে অনেকে একসাথে সকালের খাবার বা দুপুরের খাবার খাওয়া হয়। মাঝে মধ্যে অফিস শেষ করে কোথাও যাই মজাদার কোন খাবার খেতে। আমি কিছু লোকের সাথে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারা সারাক্ষণ এর ওর দুর্নাম করে যেতে থাকে। আমি মানুষের কথা এড়িয়ে চলতে পছন্দ করি। আমার এদেরকে ভয় লাগে যে এরা হয়ত আমার নামেও আমার পিছনে কিছু বলে।
অনেকে বলতে পারেন লোকের কথায় কি আসে যায়। লোকের কথায় পারসেপশন পরিবর্তন হয়। এটা বড় ভয়ানক বিষয়।
কুকুর একটা লয়াল প্রাণী। কুকুর হুদাকামে কাউকে সাধারণত কামড়ে দেয় না। তবে কিছু ধরণের কুকুর আছে, যেগুলি হুদাকামে ঘেউ ঘেউ করে। আর আছে কিছু এমন মালিক, যারা বাড়ির সামনে লিখে রাখে, "কুকুর হইতে সাবধান"। এদের আচারণ ঐ হুদাকামে ঘেউ ঘেউ করা কুকুরদের থেকে খারাপ। যার ফলে এরা মানুষকে কুকুর দিয়ে ভয় দেখাতে চায়।
আমি এমনও বাড়ি দেখেছি, যে বাড়িতে অন্তত ২/৩জন আছে কুকুরকে চরম ভয় পায়, বাড়িতে কোন কুকুর নাই কিন্তু গেটে "কুকুর হইতে সাবধান" লিখে ঝুলিয়ে রেখেছে।
একবার একটা চাকরীর ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। সিলেক্টেডও হয়েছিলাম। কল আসলো মালিকের সাথে কথা বলে বেতন ফাইনাল করতে আসতে হবে। মালিকের কামরায় বসে আছি প্রায় ২ঘন্টা, তিনি দেরীতে আসলেন। তিনি অফিসে ঢোকার সাথে সাথে তার গলা শোনা গেলো। রুমে এসেও কাকে কাকে যেন ঝাড়লেন। আমাকে কোন সরি না বলেই জিজ্ঞাসা করলেন যে চা খেয়েছি কিনা।
এর মধ্যে একজন রুমে আসলে তাকে কড়া করে ঝেড়ে দিলেন। তিনি চলে গেলে আমাকে ঐ লোক সম্পর্কে একগাদা কথা বললেন। আরও প্রায় ৩০ মিনিটের মাথায় তিনি কাজের কথায় আসলেন। আমি সুন্দর হেসে না করে বেরিয়ে গেলাম। এই লোক কোথাও লিখে রাখে নাই "কুকুর হইতে সাবধান"। কিন্তু তার কথাবার্তা, কাজকর্ম সব বলে দেয় উনি ঐ ক্যাটেগরীর লোক।
----------------------------------------------------
আপনি যদি আসলেই কাউকে সম্মান করেন, তাকে "কুকুর হইতে সাবধান" বলার কোন দরকার নাই। কুকুরটা বেধে রাখুন, তাকে ভিতরে আনুন। যদি সে উল্টা পাল্টা করে, কুকুরতো আছেই, যাষ্ট বাধঁনটা ছেড়ে দিন। বাকিটা কুকুর করবে। তা না করে "কুকুর হইতে সাবধান" লিখে নিজের বাজে চরিত্রের সার্টিফিকেট সবাইকে দেখানোর কোন মানে নেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: উচ্চ এবং ভদ্র বংশ কোনটা। - এ বিষয়ে কিছুটা বলেছি।
প্রতিটা বংশে ভালো এবং খারাপ লোক আছে। - সেটাই
বরং বলা চলে ব্যবহারে তার পরিচয় যে যেমন ব্যবহার করে। - ভালো আচরণ আসে ভালো বংশ থেকে, নামকরা বংশ থেকে নয়।
আমরা সুধু মানুষ নিয়ে কথা বলতে জানি কিন্তু কোন বিষয় নিয়ে কথা বলতে জানি না। - সেটাই
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১১
ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার গোছানো লেখা, পোস্টে প্লাস।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৭
জ্যাক স্মিথ বলেছেন: আমি বাঘ, ভাল্লুক, সিংহ, কুমির, সাপ এসব হিংস্র জন্তু জানোয়ারকে একদমই ভয় পাই না। আমার যত ভয় আর তা হচ্ছে, 'মানুষ', একটা নিদ্রিষ্ট টাইপের মানুষ।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: একেবারে ভয় না পাওয়াটা কি ভালো?
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বড়োলোকরা বেশিরভাগ হারামজাদা টাইপ হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩২
ঋণাত্মক শূণ্য বলেছেন: তাই নাকি?
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কুকুর হইতে সাবধান - একটু যোগ করি। এটা শুধু ভয় দেখানো না, এটা একটা ওয়ার্নিংও। কিছু কুকুর হুদাকামে শুধু ঘেউ ঘেউই করে না, ঘেউ ঘেউ করতে করতে পায়ের কাছে আসবে, আপনাকে খাবলা দিবে। আমি সচরাচর ডান পা উঠাইয়া এমন এক ঝাড়া দেই, কুকুর ভয়ে পালাইবার রাস্তা পায় না। কিন্তু সবাই আমার মতো বীর পালোয়ান না। অনেকে কুকুরের ঘেউ ঘেউ এভয়েড করে, তারা এই কুকুরের সাবধান বাণী দেখলে ঐ এলাকায় যাবেই না, বা গেলেও খুবই সাবধানেই যাবে।
যাই হোক, কুকুর হইতে সাবধান রূপকের আড়ালে অল্প কথায় ভালো মেসেজ দিয়েছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: এমন ঘেউ ঘেউ করা কুকুর না পোষাই শ্রেয়।
ম্যাসেজটা সবাই বুঝতে পারলেই হলো।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০
রানার ব্লগ বলেছেন: রুপক কুকুর আসল কুকুরের থেকেও বিশ্রী ও হিংস্র হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: সেটাই।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৬
অঙ্গনা বলেছেন: রূপক লেখার মেসেজ ধরে আমার ও না ঢুকাই উচিত ছিল।
কিন্তু সবাই ছাড় দিয়ে তো ফ্র্যাঙ্কেস্টাইন বনে গেছে।
সরি ব্লগারদের ডিস্ট্রাব করছি তাই।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৩
ঋণাত্মক শূণ্য বলেছেন: কাকে কাকে ডিস্টার্ব করলেন?
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৪৬
অঙ্গনা বলেছেন: ব্রো আপনে অনেক জিনিয়াস আর সোবার
পারফেক্ট জেন্টেলম্যান যাকে বলে।
থাঙ্কিউ।
আপনে চাইলে ম্যাক্সিমান সো কলড জেন্টেল পিপলের মত বলতে পারতেন।
ডিস্ট্রাব না ডিস্টার্ব হবে সঠিক স্পেলিং ঠিক করে নিয়েন।
আপনি সুন্দর করে সঠিক স্পেলিং টা ও লিখলেন আবার কমেন্টের উত্তর ও দিলেন।
এইবার আসি ডিস্টার্ব এক্সপ্লানেশনে।
মানে আমি লিখসি অপ্রাসঙ্গিক ছবি আর লেখা নিয়ে কমেন্ট করা নিয়ে যে কয়টা পোষ্ট দিলাম
ব্লগার রা সবাই উপদেশ দিলো। চুপচাপ সহ্য করতে।
তারমানে উনারা পোষ্ট গুলিতে ডিস্টার্ব ফিল করসেন। আপনি করতে ও পারেন
তাই সরি ফিল করলাম যে দুই একজনের জন্যে
ব্লগের রেস্ট অফ ব্লগার ইরিটেড হইল।
১৬ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি জিনিয়াস আর জেন্টেলম্যান? কয়েকজনকে জিজ্ঞাসা করে দেইখেন। মানুষের ধারণা অন্য রকম।
অনেক সময় অনেক কিছু সহ্য করে নেই। মাঝে মধ্যে বাড়াবাড়ি পর্যায়ে গেলে কিছু বলি। কয়েকদিন ধরে একজন বলদ পোষ্টের প্রথম অংশে এত আজে বাজে কথা লিখছে যা সহ্যের বাইরে চলে যাচ্ছে। তাকে কিছু বলছি না। অভদ্রের সাথে ভদ্রতা দেখাতে গেলেও ঝামেলা আছে; দুর্বল মনে করে!
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৮
অঙ্গনা বলেছেন: ভেরি ট্রু ভদ্রতা দেখাতে গেলে ঝামেলা আছে, দুর্বল মনে করে।
আমি লিখতে মজা পাই এইখানে। লিখবো নিজের মত।
তবে খুব বেশি কিছু আজাইরা জিনিস সহ্য করা ইম্পসিবল।
২০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: সহ্য না করতে পারলে সেটা নিয়েও লিখবেন। সমস্যা কি?
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭
জুন বলেছেন: ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ভস্মীভূত পম্পেই নগরীর এক ট্রাজিক কবির বাড়ির দরজার সামনে মোজাইক চিত্র ছিল যেটা পৃথিবীর প্রথম কুকুর থেকে সাবধান বানী। ক্যাভে ক্যানেম লেখা। দুঃখের বিষয় গেট বন্ধ থাকায় আমরাও ঢুকতে পারি নি। শুধু ছবি তুলে এনেছি
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: এমন মানুষ কি তাহলে বহু আগে থেকেই ছিলো?
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
জুন বলেছেন: ছবিটি যোগ করতে ভুলে গিয়েছিলাম।
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১৮
ঋণাত্মক শূণ্য বলেছেন: অত পুরাতন যুগে এত উচ্চমর্গীয় কর্ম; বাহ!
১৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১৯
কিরকুট বলেছেন: অভদ্র হইতে সাবধান
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম।
১৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশতো। +
০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৪
ঋণাত্মক শূণ্য বলেছেন:
১৫| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন
কাউকে সম্মান করলে সম্মান পাওয়া যায় কথা সত্য।
০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: কাউকে সম্মান করলে সম্মান পাওয়া যায় কথা সত্য। - আমি এটা বিশ্বাস করি।
১৬| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লিখেছেন।
০৬ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৭:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: ধন্যবাদ।
১৭| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ৯:৫৯
শার্দূল ২২ বলেছেন: কুকুর কুকুর হয়ে উঠে দেশ পরিবেশের উপর ভিত্তি করে। যেমন আমাদের দেশের অসৎ মানুষ গুলোকে ভয় দেখানোর জন্য গেইটে বাড়ির নিরাপত্তার জন্য লেখে কুকুর হইতে সাবধান। কিন্তু এই দেশে এত কিউট শান্ত সুন্দর কুকুর গুলো কে যদি বাংলাদেশে রাখা হয় তাহলে সাইন বোর্ড হবে উল্টো। কুকুরের জন্য লেখা হবে মানুষ হইতে সাবধান।
আমার মনে হয় যেসব গেইটে কুকুর হইতে সাবধান লেখা হয় সেটা মনে হয় চুরি ডাকাতি রোধে এমন লেখা হয়, সেখানে সাধারণ মানুষের বিষয়টা আসার কথা নয়।
আসলে আমি মনে হয়ে পোষ্টের মুল বিষয় ধরতে পারিনি।
শুভ কামনা
০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১২
ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রথমত বাড়িতে কুকুর পোশা একটা জঘন্য কাজ। দ্বিতীয়ত সেই কুকুর দেখিয়ে মানুষকে (সে হোক চোর ডাকাত) ভয় দেখানো আরও অসভ্যতা। আর চোরকে ভয় দেখাতে গিয়ে সাধারণ মানুষকেও ভয় দেখানো চরম অসভ্যতা।
১৮| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:১৭
শার্দূল ২২ বলেছেন: হাহা কুকুর পোষা জঘন্য কাজ কিভাবে? কোন দৃষ্টিতে? ব্যখ্যা করেন ।
আপনি মনে হয় একটু ক্ষেপে গেলেন?
০৭ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:৩৬
ঋণাত্মক শূণ্য বলেছেন: নোংরা প্রাণী!
©somewhere in net ltd.
১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:১৩
কামাল৮০ বলেছেন: উচ্চ এবং ভদ্র বংশ কোনটা।প্রতিটা বংশে ভালো এবং খারাপ লোক আছে।বরং বলা চলে ব্যবহারে তার পরিচয় যে যেমন ব্যবহার করে।
আমরা সুধু মানুষ নিয়ে কথা বলতে জানি কিন্তু কোন বিষয় নিয়ে কথা বলতে জানি না।