নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূরে থাকুন; ভালো থাকুন।

ঋণাত্মক শূণ্য

নেগেটিভিটিতে বিশ্বাস করি না; তাই এমন নাম বেছে নিলাম, যা বাস্তব নয়!

ঋণাত্মক শূণ্য › বিস্তারিত পোস্টঃ

শেষ কবে একটি কলমের কালি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন?

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

২০২০ এর কথা... তখন করনার প্রকোপ চলছে। অফিসে আমরা ফেরা শুরু করেছি একে একে। অফিসের উপর লেভেল থেকে আদেশ এসেছে যে অফিস শেষে টেবিলের উপর যা কিছুই থাকবে না কেন, তা ফেলে দেওয়া হবে। সুতরাং গুরুত্বপূর্ণ কিছু রেখে যাওয়া যাবে না।



ঐ সময়ে আমাদের সব পার্টটাইমার এবং কয়েকজন ফুলটাইমারের চাকরী চলে গিয়েছে। সবার উপরই কাজের একটু বাড়তি প্রেসার। যেহেতু রিয়াদে তখন একা ছিলাম, তাই আমি অফিসে একটু বাড়তি সময় দিতে পারতাম। সাধারণত আমিই সবার শেষে বের হতাম অফিস থেকে।

খেয়াল করা শুরু করলাম যে প্রতিদিন সবাই যখন অফিস ছেড়ে যায়, প্রায় প্রত্যেকের টেবিলের উপর কলম পড়ে থাকে! আর ক্লিনার রাত ৮টার দিকে এসে এই কলম গুলি সব ফেলে দেয়। আমি এই কলম গুলি কালেক্ট করা শুরু করলাম। বাসায় যাওয়ার আগে এ্যালকোহল সোয়াব দিয়ে এগুলি মুছে রেখে দিতাম। মাত্র ২ সপ্তাহেই আমার কাছে ১২০+ কলম জমা হয়ে গেলো!

তিনটা কলমদানী কিনে তাতে কলম গুলি রেখে দিলাম এবং কলমদানীতে লেবেল মেরে দিলাম যে এগুলি স্যানিটাইজ করা। যে কেউ চাইলে নিতে পারে, এবং ব্যবহার শেষে স্যানিটাইজ করে এখানে ফেরৎ দিতে পারে।

প্রথম কয়েকদিনে দেখা গেলো কলম নেওয়া এবং দেওয়া ভালোই চলছে। কিন্তু হঠাৎই কলম হাওয়া শুরু হতে থাকলো। ১০০ থেকে ০তে নামতে মাত্র ৯দিন সময় লাগলো। ঐ অফিসে কাজ করি মাত্র ৯জন। যদি প্রতিদিন একজন একটা করে কলম নেয়, ৯দিনে ৮১টার বেশী কলম যাওয়ার কথা না। কিন্তু ১২০+ শেষ হবার কথা না।

সোজা হিসাবে দাড়ায় একজন হয়ত নিচ্ছে, সেটা কোথাও রেখে দিয়ে যদি সহজে না পায়, তাহলে এসে আবার আর একটা নিচ্ছে। কিন্তু ফেরৎ দিচ্ছে সেই তুলনায় খুব কম।

আমি কলমের বিষয়ে খুব সতর্ক থাকি। আমার আব্বা সব সময় বলেন, শিক্ষিত মানুষের নমুনা হচ্ছে, পকেটে সব সময় কলম ও কাগজ থাকবে। আমি যদিও আমার ৯৯% নোটস মোবাইলে নেই, কিন্তু তারপরও কলম ও কাগজ রাখি সাথে। আমার ওয়াননোটে এখন প্রায় ২০টা ফোল্ডার ও ৬৫টা পেজ আছে, কিন্তু আমার ডায়রিটা গত প্রায় ৪ বছরে এখনও আর্ধেক পোরেনি!

আমি কলম শুরু থেকে শেষ করবার চেষ্টা করি। কাউকে পকেট থেকে কলম দিলে আবার সেটা চেয়ে নেই। নিজে একটি কলম ব্যবহার শুরু করলে সেটা শেষ করবার চেষ্টা করি। যদিও অনেক সময় সেটা হয় না; কারণ অন্য কেউ কলম নিয়ে পরে বলে হারিয়ে গেছে।

আমার কলমের প্রতি এই সতর্কতা এখন অফিসের সবাই প্রায় জানে। এদের মধ্যে আর্ধেকের বেশীই মনে করে আমি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করি। কারণ অফিস থেকে যত চাই তত কলমতো নেওয়াই যায়। একটা কলমের দাম এক রিয়ালও না। ৫রিয়ালে ১২টা কলম পাওয়া যায়। তাহলে আমি কেন এত কিপ্টামি করি?

বাকি লোকজন এটা নিয়ে হাসাহাসিতে যোগ দেয়! আবার কয়েকজন আছে, যারা সামনে আমার মতই আগ্রহ দেখায়, কিন্তু পিছনে সেটা নিয়ে মারাত্মক হাসিঠাট্টা করে। এদের সবাইকেই আমি এই বিষয়টাতে ইগনোর করি।

----------------

হঠাৎই সেদিন আমাদের কান্ট্রিলিডার একটা মেইল পাঠিয়েছে সবাইকে। সেখানে কলম কেনার একটা অস্বাভাবিক উচ্চ খরচের বিষয় এসেছে। সবার মেইলে যখন টুংটাং করে শব্দ হলো, সবাই একবারে আমার দিকে তাকিয়ে। তাদের ভাবটাই বলে দিলো যে তারা জানে আমি এই বিষয় কান্ট্রিলিডারের মাথায় ঢুকিয়েছ! কিন্তু আমি এমনটা করা দূরে থাক; এমনটা চিন্তাতেও আনি নাই কখনও!

----------------

আপনি শেষ কবে একটা কলমের কালি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন?

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯

গেঁয়ো ভূত বলেছেন: আপনি শেষ কবে একটা কলমের কালি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেছেন?

মনে নেই, কারন আজকাল কলমের ব্যবহার তো খুব একটা হয় না, কলম কমই ফুরায় কিন্তু কদিন পর পর মনে হয় ভুত এসে টেবিল থেকে কলম নিয়ে যায়! তবে কলম নিয়ে আপনার মনোভাব আপনার মতোই। পোস্ট এ ++

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: হুম, কলম গায়েব হওয়া একটা রেগুলার ঘটনা। আমারও হয়। তবে খুঁজে খুঁজে বের করি।

২| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- মাস্টার্স পরীক্ষায় একাধিক কলম শেষ করেছি। তারপরে আর না।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: এখন বলুন মাস্টার্স পরীক্ষা কবে শেষ করেছেন!

৩| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪০

গেঁয়ো ভূত বলেছেন: সরি টাইপো, কলম নিয়ে আমার মনোভাব আপনার মতোই।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: জেনে ভালো লাগলো।

৪| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

রিফাত হোসেন বলেছেন: কলম ও লাইটার একজায়গায় স্থিতিশীল হয় না!

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার রান্না ঘর থেকে লাইটার কখনও হাওয়া হয় না। টেবিল থেকে কলম হাওয়া হয় প্রচুর। তবে খুঁজে আনার চেষ্টা করি সব সময়।

৫| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক মনে নেই। আমি যে কলম দিয়ে লিখি ২/৩ দিন পর সেটা কোথায় গায়েব হয়ে যায়।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: প্রায় সবারই এই দশা!

৬| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫২

শায়মা বলেছেন: কালকেই।
গতকালই আমার বেগুনি রং কলমের কালি মিটিং এর সময় শেষ হয়ে গেলো। :(

আমার ব্যগে ১২ রকম রং এর কলম থাকে।
যেদিন যেই জামা পরি সেই কালারের কলম বের করি।
যদিও বাচ্চাদের মত কাজ কিন্তু এটাই করি আমি কারণ আমি বাচ্চাদের স্কুলেই তাদের সাথেই কাজ করি।

২০ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: হে হে হে হে.....

আমার ওয়ান নোটে ডুডলিং করবার জন্য একটা ডিজিটাল প্যাড কিনেছি। সেই মাপের ডুডলিং করি আমার কাজ কামে!

৭| ২০ শে নভেম্বর, ২০২২ রাত ১১:০১

নেওয়াজ আলি বলেছেন: ৯০ দশকের পর আর হয়নি

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: সব্বোনাশ! সে তো ম্যালা দিন আগের কথা!

৮| ২১ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৬

বিটপি বলেছেন: আমি কবে কলম শেষ করিনি, সেটা মনে করতে পারব না। আমাদের অফিসে নিয়ম হল পুরনো কলম ফেরত দিয়ে নতুন কলম নিতে হবে অথবা নিজের কলম নিজে কিনে নিতে হবে। তবে একবার কলম হারানো গেছিল বছর দুয়েক আগে। এক পার্টি নোট নেয়ার জন্য কলম ধার নিয়েছিল কিন্তু ব্যবহার শেষে নিজের মনে করে নিয়ে চলে গেছে। ব্যস্ততার জন্য আমিও খেয়াল করতে পারিনি।

২১ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩১

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনার জন্য জোরেসোরে তালি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.