![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই ওয়ার্নিংঃ হিন্দি সিরিয়াল নিয়ে যাদের চুলকানী আছে তারা পোস্টে ঢুকবেন না।
হ্যালো গায়েজ, কেমন আছেন আপনারা?
আজকে আমি স্টার প্লাসের একটি অত্যান্ট জনপ্রিয় হিন্দি সিরিয়াল "কিসমত মে আন্ডেকা ডাব্বু" এর রিভিউ লিখতে বসেছি। কারন টানা দুইবছর ধরে চলার পর এই সিরিয়ালের শেষ পর্বটা আজকেই দেখে ফেললাম
সিরিয়ালটির পুরো গল্পটাই একটি পরিবারের সুখ দুঃখ এবং পারষ্পরিক টানাপড়েন নিয়ে যার ফাঁকে ফাঁকে চলে সিরিয়ালটির নায়ক ডাব্বু এবং নায়িকা দিপিকার স্বরগীয় প্রেম। পুরো ঘটনাই মূলত একটি পরিবারকে ঘিরে তাই এটা বাংলা সিনেমার মত এত অশ্লীল না।
গল্পের শুরুটা হয় সুখি একটা পরিবারকে কেন্দ্র করে যে পরিবারের প্রধান থাকে বাবা। নায়ক তার বাবার ছেলে এবং নায়কের এক বোন। সেই সাথে নায়কের খালাও তাদের সাথে থাকে।
নায়ক ডাব্বু প্রতিদিন অফিসে যায়। একদিন অফিসে যাবার পথে নায়ীকা দিপিকার সাথে ধাক্কা খেয়ে পড়ে দাব্বু। তারপর তারা দুইজনে একসাথে ঘুরতে যায় এবং বিয়ে করে ফেলে। শেষে ডাব্বু নায়ীকাকে তাদের বাসায় নিয়ে আসে। কিন্তু ডাব্বুর পরিবারের কেউ মেনে নিতে না চাইলেও শেষে ছেলের সুখের কথা ভেবে মেনে নেয়।
কিন্তু নায়কের খালা একটা আস্ত খাটাশ। সে ডাব্বুর মা কে কানপড়া দিয়ে দিপিকাকে বাড়ি ছাড়া করার জন্য প্রবোধ দেয়। ডাব্বুর মা তার খালার কথায় গলে গিয়ে দিপিকার উপর শুরু করে মানসিক অত্যাচার। আর তা দেখে গোপনে গোপনে শয়তানি হাসি হাসে খালা চামেলী।
একদিন না দিপিকা থালাবাসন ধুচ্ছিল আর আর তার বাবা মার কথা ভেবে মন খারাপ করছিল। তার মধ্যে খালা চামেলী এসে পড়ায় সে চমকে যায় আর তার হাত থেকে পড়ে গ্লাস ভেঙ্গে যায়। চামেলী এটা দেখে তার মাথায় বাজ পড়ে। সে বাড়ি হইহুল্লা করে জানিয়ে দেয় দিপিকা তাদের সর্বনাস করে ছাড়বে। অলুক্ষনে একটা। কিন্তু সবাই তার কথায় সমর্থন জানায়।
দেখেছেন কত বড় খারাপ একটা? আমার তো চুল ছিড়ে দিতে ইচ্ছে করে
আমি হলে ওই খালাকে পানিতে চুবিয়ে মারতাম।
তারপর দিপিকাও চেতে যায় এবং ইচ্ছে করে গ্লাস ভাঙ্গে চামেলীকে দেখিয়ে। ওদিকে ডাব্বুর বোনের বিয়ের প্রস্তুতি চলছে সেখানে নাচতে হবে। নায়িকা নাচে ঠিকই কিন্তু চামেলীকে অপমান করার জন্য সে তাকেও নাচতে ডাকে। তখন সে অনেক অপমানিত হয়।
আমার যা ভাল লাগছিল এ সময় একেবারে উচিত শিক্ষা হয়েছে।
এতে চামেলী আরো চেতে যায়। এদিকে নায়ক ডাব্বু অন্য একটা মেয়ের সাথে প্রেম করা শুরু করে। চামেলী এ সুযোগকে কাজে লাগায়। সে ডাব্বুকে উৎসাহ দেয় এবং ডাব্বুর প্রেমিকার খাবারে বিষ মিশিয়ে দিপিকার নাম দেয়।
চলব...
বাংলাবাঁশ রিভ্যু
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪
নেংটি ইদুর বলেছেন: বিশ্বাস লয়না?
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
নেংটি ইদুর বলেছেন:
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
নিয়েল ( হিমু ) বলেছেন: সিরিয়াল রিভু পরে । আগে কন "ডাব্বু" মানে কি ?
ছিরিয়ালের নাম শুইনাইতো হা হা চে উ প গে অবস্থা ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
নেংটি ইদুর বলেছেন: ফেরত লওয়া
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৭
বোকা ইনদুর বলেছেন: ও মোর খোদা, আমিতো জানতাম শুধুমাত্র মহিলারাই হিন্দি সিরিয়াল দেকে
এইডা খি শুনলাম
অহনতো আমারো শাহরুখ খানের মতো কইতে ইছছা করতাছে "ণিজে একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত"
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
নেংটি ইদুর বলেছেন:
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
তা্নভীর মোরশেদ বলেছেন: ভাই মাফ করন যায়না....
এইখানেও সিরিয়াল !
“চলবে.. ”
দয়া করে চালানো বন্ধ করবেন ।
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৪
নেংটি ইদুর বলেছেন:
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
বোকা ইনদুর বলেছেন: এইডা কি গামলার ছবি না? তা গামলায় কি খালি হিন্দি ছরিয়াল আহে নাকি অন্য কিছুও পাওয়া যায়?
একজন পুরুষ হিসেবে আমি সত্যিই লজ্জিত
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
নেংটি ইদুর বলেছেন: এইটা এন্টেনার ছবি
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
আনমনা 007 বলেছেন: এটাতো মেযেদের জিনিস, এখানে আপনি কেন,
একজন পুরুষ হিসেবে আমি সত্যিই লজ্জিত।
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
নেংটি ইদুর বলেছেন: বাংলাবাঁশ রিভ্যু
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯
ইন্তাজ ভাই বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
নেংটি ইদুর বলেছেন: বাংলাবাঁশ রিভ্যু
৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
নেংটি ইদুর বলেছেন: ধন্যবাদ
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১
নেংটি ইদুর বলেছেন: ধন্যবাদ
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কিড়া কেটে বলছি জীবনে কোন সিরিয়াল দেখিনাই।
তবে জীবনে এই প্রথম সিয়িাল নিয়ে রিভিউ পড়লাম।
ব্যাপক বিনোদন ছিল।
তবে ভাই আপনার আর লেখা নেই কেন?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২
নেংটি ইদুর বলেছেন: আপনি হিন্দি সিরিয়াল দেখবেন কেন আশ্চর্য!! আপনি কি মেয়েমানুষ নাকি?
লিখতে আইলসামী লাগে
১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
তামিম ইবনে আমান বলেছেন:
বাংলাবাশ কি জিনিস?
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩
নেংটি ইদুর বলেছেন: সেদ্ধ ডিম
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
নিয়েল ( হিমু ) বলেছেন: এই মাত্র পোষ্ট দেখলাম গেল কৈ
২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
নেংটি ইদুর বলেছেন: পোস্ট দিছিলাম। পোস্টের টাইটেল আসে কিন্তু পোস্ট আসেনা
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কেম্বায় ?
আন্নে পোলা