নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
ধাধা নং ০৬:- দুইটা প্যারাসুট !! :- মুড়িরটিন এয়ারলাইন্সের অাভ্যন্তরিন ফ্লাইটের ৪২০ নং ফ্লাইটি বান্দরবন থেকে সুন্দরবনের দিকে সকাল ৯টায় রওয়ান হয়। তাতে ৫ কেজি সোনার বিস্কিট ব্রিফকেস নিয়ে অনন্ত জলিল ফাস্ট ক্লাসের A2 নং সিটে বসে সানি লিওনের লেটেস্ট ছবিটা দেখছিলো।
হঠাত করে যাত্রীবেশী ছিন্তাইকারী ডিপজল তার নকল পা থেকে পিস্তল বের করে সবাইকে জিম্মি করে। সে জলিলের কাছ থাকা ব্রিফকেসটি দাবি করে এবং সেটা নিয়ে ক্রুদের কাছে ২টা প্যারাসুট দাবি করে।
ডিপজল প্লেনের দরজা খুলে একটা প্যারাসুট পরে এবং আরেকটা রেখে লাফিয়ে নেমে যায়। (সেটা দেখে অনন্ত জলিল কান্না শুরু করে।সেটা থামতে অনেক সময় লাগছিলো.. )
প্রশ্ন হইলো:- ডিপজল ২টা প্যারাসুট কেন চেয়ে ছিলো?
ধাধা নং ০৭:- Unusual Paragraph
This is an unusual paragraph. I’m curious as to just how quickly you can find out what is so unusual about it. It looks so ordinary and plain that you would think nothing was wrong with it. In fact, nothing is wrong with it! It is highly unusual though. Study it and think about it, but you still may not find anything odd. But if you work at it a bit, you might find out. Try to do so without any coaching.
>> what is so unusual about it?
ধাধা নং ০৮:- কি রং এর টুপি
অনেক দেন আগের কথা তখন সানি লিওন, নায়লা নাইম, আর মিয়া খলিফা তিনজন রাজ বাড়ীতে রানীর গয়না চুরি করতে গিয়ে ধরা পড়লো। বিচারের সময় রাজা তাদের কান্নাকাটি দেখে মনে একটু দয়া হলো। তিনি বললেন যে তিনি একটি ধাধা দেবেন... তার উত্তর যে দিতে পারবে সে মুক্তি পাবে।
রাজা তিন জনকে এক লাইনে একজনের পরে একজনকে দাড় করিয়ে মাথায় ৩টি টুপি পড়িয়ে দিলো।
শত` হলো এরা কেউই ঘাড়ঘুরিয়ে বা নাড়াচড়া করে আরেক জনের টুপি দেখতে পারবেনা।
একটা ক্লু রাজা দিলো সেটা হলো টুপি গুলি সাদা এবং কালো রং এর, তার মাঝে অবশ্যই একটা সাদা এবং একটা কালো রং এর।
১ মিনিট পরে যখন কেউই উত্তর দিলোনা তখন না্য়লা নাইম হাত তুললো উত্তর দেবার জন্য...এবং সে উত্তর দিলো। রাজা তাকে মুক্তি দলো আর বাকি দুইজনকে বনবাসে পাঠিয়ে দিলো।
কিভাবে নায়লা তার টুপির রং বুঝতে পারলো??
(-- ইংরেজী গল্প ধাধা অবলম্বনে)
প্রথম ধাধা >> Click This Link
দ্বিতীয় ধাধা >> Click This Link
তৃতীয় ধাধা >> Click This Link
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬
নতুন বলেছেন: চিন্তা করুন...
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:১৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ক্লু থেকেই নাইলা বুঝতে পারছিল যে মাঝে নায়লা ছিল তাই সাদা রং এর টুমি তারি মাথায় থাকবে।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭
নতুন বলেছেন: ক্লু তে রাজা বলেছিলো টুপি ১টা সাদা এবং একটা কালো... বাকিটা কিন্তু সাদা/কালো যে কোন রংএর.. আর নায়লা মাত্র একটা টুপির রং দেখতে পরছিলো।
কেউই তার নিজের মাথার টুপির রং দেখতে পারবেনা।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ২:০৫
মনোয়ার মিলন বলেছেন: ডিপজল মোটা ছিলো বলে বোধহয় একটা প্যারাসুট এর জায়গায় দুইটা খুঁজতেছিলো!!!
পুরা প্যারাগ্রাফে "e" vowel টা একবারো নাই!!!
প্রশ্ন ক্লিয়ার নাহ!! মোট টুপি ৩টা আর বলা হলো ১টা সাদা, ১টা কালো.... তাইলে আরেকটা কি!!! গ্যাপ আছে মনে হচ্ছে!!
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮
নতুন বলেছেন: আরেকটা সাদা বা কালো যেকোন একটা রংএর.... রাজা বলেছে টুপির রং সাদা বা কালো রংএর.... কিন্তু তার মাঝে ১টা অবশ্যই কালো এবং ১টা অবশ্যই সাদা হবে...
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
অগ্নি সারথি বলেছেন:
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৯
নতুন বলেছেন:
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১০
হানিফঢাকা বলেছেন: খুব সোজা। কন্ডিশন হচ্ছে " টুপি গুলি সাদা এবং কালো রং এর, তার মাঝে অবশ্যই একটা সাদা এবং একটা কালো রং এর।"
এখন সবার পেছনে সানি কে দিয়ে শুরু করি। সানি সবার পিছনে আছে, এর অর্থ সে সামনের দুইজনের মাথার টুপির রং দেখতে পাচ্ছে। কিনতু সানি প্রশ্নের উত্তর দিতে পারছে না কারন তার সামনের দুইজনের অর্থাৎ নাইলা এবং মিয়ার মাথায় একি কালারের টুপি নাই। অর্থাৎ যদি নাইলা এবং মিয়ার মাথায় একি কালারের টুপি যেমন সাদা থাকত, তাহলে সানি বলতে পারত তার মাথায় কাল রঙের টুপি আছে আবার যদি নাইলা এবং মিয়ার মাথায় একি কালারের টুপি অর্থাৎ কাল কালারের টুপি থাকত তবে সানি নিশ্চিন্তে বলতে পারত তার মাথায় সাদা রঙের টুপি আছে। এর অর্থ হয় সানি নাইলা এবং মিয়ার মাথায় একি কালারের টুপি দেখে নাই, সেই জন্য সে নিজের মাথায় কি টুপি আছে তা বলতে পারে নাই।
যেহেতু সানি বলতে পারে নাই, সেই একি লজিকে নাইলা বুঝতে পেরেছিল যে তার এবং মিয়ার মাথায় একি কালারের টুপি থাকতে পারে না। নাইলার পজিশন মাঝখানে। সে মিয়ার মাথার টুপি দেখতে পাচ্ছে। নায়লা স্পষ্ট দেখতে পাচ্ছে মিয়ার মাথায় কাল টুপি আছে। সুতরাং নায়লার মাথায় কাল টুপি কিছুতেই থাকতে পারেনা। সুতরাং তার মাথায় অবশ্যই সাদা টুপি আছে।
হইছে?
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
নতুন বলেছেন: হইছে
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
প্রবাসী পাঠক বলেছেন: অনন্ত জলিল কেন কান্না করছিল, তা বুঝতে পারছি না, হয়ত তাঁর স্বর্ণের বিস্কিট এর কারণে। আর দুইটি প্যারাসুট চেয়েছিল যাতে সবাই ভাবে ছিনতাইকারী সেফটির জন্য কাউকে সঙ্গে নিয়ে যাবে। তখন ক্রুরা অবশ্যই নষ্ট প্যারাসুট দিবে না।
২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০
নতুন বলেছেন: উত্তর ঠিক আছে...
কিন্তু প্রশ্ন হইলো... জলিল কেন প্যারাসুট নিয়া তার পেছনে লাফাইলো না? কেন কান্দা কাটি শুরু করলো।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২
নতুন বলেছেন: দুইটি প্যারাসুট চেয়েছিল যাতে সবাই ভাবে ছিনতাইকারী সেফটির জন্য কাউকে সঙ্গে নিয়ে যাবে। তখন ক্রুরা অবশ্যই নষ্ট প্যারাসুট দিবে না।
উত্তর সঠিক
অনন্ত জলিল কেন কান্না করছিল, তা বুঝতে পারছি না, হয়ত তাঁর স্বর্ণের বিস্কিট এর কারণে। << ৪কেজি সোনা চুরি হইলে না কাইনদা উপায় আছে???
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১
রিফাত_হাসান বলেছেন: ধাধা নং ০৬:-
'ডিপজল প্লেনের দরজা খুলে একটা প্যারাসুট পরে এবং আরেকটা রেখে লাফিয়ে নেমে যায়'।
তার মানে একটি নিজে পরে এবং অপরটি নিজের কাছেই রেখে লাফিয়ে নেমে যায়। সে দুটি প্যারাস্যুট ই নিয়ে পালিয়েছে।
ধাধা নং ০৭:-
I’m curious as to just how quickly you can find out what is so unusual about it.
what is so unusual about it?
লাইনটি প্যারাগ্রাফের ২য় লাইনে আছে।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
নতুন বলেছেন: আরেকটা রেখে লাফিয়ে নেমে যায়'।
আমিতো নিজের কাছে রেখে বলি নাই।
দুইটি প্যারাসুট চেয়েছিল যাতে সবাই ভাবে ছিনতাইকারী সেফটির জন্য কাউকে সঙ্গে নিয়ে যাবে। তখন ক্রুরা অবশ্যই নষ্ট প্যারাসুট দিবে না।
"e" vowel টি এই প্যারাগ্রাফে নেই ... ইংরেজীতে "e" vowel খুবই বেশি ব্যবহার হয়... আপনি এখন দুইটা লাইন লেখেন তাতে অবশ্যই "e" ব্যবহার করবেন। এমনকি এই মন্তব্যও যদি আমি ইংরেজীতে করতাম তবে "e" ব্যবহার করতে হইতো।
৮| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সানি যেহেতু বলতে পারে নি যে তার মাথায় কি রং এর টুপি আছে সেহেতু নায়লা আর মিয়ার মাথায় অবশ্যই একটি সাদা ও একটি কালো টুপি আছে। আবার যেহেতু নায়লা দেখতে পারছে যে মিয়ার মাথায় কালো টুপি তাই সে বুঝতে পারে যে তার সাদা টুপি।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭
নতুন বলেছেন: ঠিক হয়েছে...
৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১২
প্রবাসী পাঠক বলেছেন: ডিপজল একটি প্যারাসুট পরে আর একটি রেখে প্লেন থেকে লাফিয়ে পরে। কিন্তু ব্রিফকেস সঙ্গে নিয়ে লাফ দেয়ার কথা উল্লেখ নেই। জলিল ভাই তাই ব্রিফকেস ফিরে পাবার আনন্দে কান্না কাটি করছে।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৯
নতুন বলেছেন: ডিপজল কে আপনি এতোই বোকা পাইছেন নাকি? যে ব্রিফকেস ছাড়া লাফ দিবো ??
ধাধার উত্তর:- দুইটি প্যারাসুট চেয়েছিল যাতে সবাই ভাবে ছিনতাইকারী সেফটির জন্য কাউকে সঙ্গে নিয়ে যাবে। তখন ক্রুরা অবশ্যই নষ্ট প্যারাসুট দিবে না।
কান্দাকাটি মজা করে বলেছি।
১০| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: প্লেনে দুইটাই মাত্র প্যারাসুট ছিল।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪২
নতুন বলেছেন: বেচারা ২টাই চাইছিলো। কিন্তু একটা নিয়েছে...
কারন ২টা চাইলে ক্রুরা ভাববে যে সে একটা জিম্মিকে নিয়ে যাবে...তাই তাকে ভাল প্যারাসুট দেবে... নতুবা তার জন্য দিলে খারাপটা বা খারাপ করে দিতে পারে।
১১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
কাউন্টার নিশাচর বলেছেন: সমকামী ডিপজল জলিলকে ভালবাসত। একসাথে ঘর সংসার করার জন্য ২ টা প্যারাসুট চাইছে
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
নতুন বলেছেন: জিপজলের মনের কথা আপনি জানলেন কেমনে?
১২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৩
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সব উত্তরই দেখি দেয়া হয়ে গিয়েছে.
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
নতুন বলেছেন: হুম এখন গুগুল মামুর কল্যানে সবাই মেলা কিছু জানে।
১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
আবু শাকিল বলেছেন: ডিপজল নিজের সেফটির জন্য দুইটা প্যারাসুট চাইছে।দুইটা প্যারাসুটের মধ্যে একটা ভাল ছিল আরেকটা নষ্ট।
ডিপজল নষ্ট প্যারাসুট নিয়েই নীচে নেমে গেছে।যেটা কিছুতেই থামতে চাইছিল না।এটা দেখেই জইল্যা কান্নাকাটি শুরু করছে কারন
জইল্যা এয়ারপোর্ট এর কর ফাঁকি দিতেই ডিপজল কে দিয়ে স্বর্নের বিস্কুট ছিনতাই করিয়েছে।
--্
নায়লা নাঈম, সানি এবং মিয়া খলিফার মাঝখানে থাকায় সহজেই বোঝতে পেরেছিল।
মন্তব্য হানিফ ভাই ব্যাখ্যা দিলেন।
সেখানে সহমত।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
নতুন বলেছেন: আপনার ব্যাখ্যাও ঠিক হইতেই পারে....
টেক্স ফাকি দেতে এই নাটক করা ব্যাপারইনা।
১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪
সুমন কর বলেছেন: চলুক....
সাথে আছি। পরে আসলে লাভ উত্তর দিতে হয় না !!
+।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
নতুন বলেছেন: উত্তর না পড়ে নিজে দেবার চেস্টা করুন তার পরে উত্তর দেখবেন
১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬
আবু শাকিল বলেছেন: This is an unusual paragraph. I’m curious as to just how quickly you can find out what is so unusual about it।
হৈছে নতুন দা
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬
নতুন বলেছেন:
"e" vowel টি এই প্যারাগ্রাফে নেই ... ইংরেজীতে "e" vowel খুবই বেশি ব্যবহার হয়... আপনি এখন দুইটা লাইন লেখেন তাতে অবশ্যই "e" ব্যবহার করবেন। এমনকি এই মন্তব্যও যদি আমি ইংরেজীতে করতাম তবে "e" ব্যবহার করতে হইতো।
১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৩
আহসানের ব্লগ বলেছেন: প্রবাসী পাঠক বলেছেন: ডিপজল একটি প্যারাসুট পরে আর একটি রেখে প্লেন থেকে লাফিয়ে পরে। কিন্তু ব্রিফকেস সঙ্গে নিয়ে লাফ দেয়ার কথা উল্লেখ নেই। জলিল ভাই তাই ব্রিফকেস ফিরে পাবার আনন্দে কান্না কাটি করছে।[/sb
আমার মনে হয় এটা হইসে ।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
নতুন বলেছেন: আবু শাকিল বলেছেন: ডিপজল নিজের সেফটির জন্য দুইটা প্যারাসুট চাইছে।দুইটা প্যারাসুটের মধ্যে একটা ভাল ছিল আরেকটা নষ্ট।
ডিপজল নষ্ট প্যারাসুট নিয়েই নীচে নেমে গেছে।যেটা কিছুতেই থামতে চাইছিল না।এটা দেখেই জইল্যা কান্নাকাটি শুরু করছে কারন
জইল্যা এয়ারপোর্ট এর কর ফাঁকি দিতেই ডিপজল কে দিয়ে স্বর্নের বিস্কুট ছিনতাই করিয়েছে।
এইটা আরো ভালো হইছে...
১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক কঠিন।
২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
নতুন বলেছেন: একটু অন্য রকমভাবে চিন্তা করতে হবে তবেই পারবেন।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:২৮
ভ্রমরের ডানা বলেছেন: লজিকাল ধাধা! খুব ভাল্লাগছে।
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
নতুন বলেছেন: হুম... আমিও কিন্তু বেশির ভাগের উত্তর পারিনাই প্রথমে.. ।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
সানি তার সামনে ২ টি টুপি দেখেছে, একটি সাদা( নাইলা) আরেকটি কালো( মিয়া); ফলে, সে উত্তর দিতে পারেনি তার নিজের টুপির; কারণ, তা কালো বা সাদা হতে পারে।
সানি উ্ত্তর না দেয়ায়, নাইলা বুঝেছিল যে, সানি ২ রং'এর টুপি দেখেছে পেছন থেকে; যেহেতু নাইলার সামনে মিয়ার টুপি কালো, নাইলার টুপি সাদা, ধরে নিয়েছে নাইলা
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
নতুন বলেছেন: হয়েছে...
২০| ২৬ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
৭ নং: বর্ণ v ও e অনুপস্হিত
২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
নতুন বলেছেন: আপনের মেলা বুদ্ধি...
সঠিক হয়েছে...
V , X, Z এই অক্ষর গুলি নাই...
মজার ব্যাপারটা হলো "e" vowel টি এই প্যারাগ্রাফে নেই ... ইংরেজীতে "e" vowel খুবই বেশি ব্যবহার হয়... আপনি এখন দুইটা লাইন লেখেন তাতে অবশ্যই "e" ব্যবহার করবেন। এমনকি এই মন্তব্যও যদি আমি ইংরেজীতে করতাম তবে "e" ব্যবহার করতে হইতো।
একটা বই আছে যেটা পুরোটাই লেখা "e" vowel ব্যবহার করেনাই। নাম Gadsby (novel) .. https://en.wikipedia.org/wiki/Gadsby_(novel)
২১| ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪
আরজু পনি বলেছেন:
আমি আগের পোস্টে এসে দেখি এটা পরের ধাধা পোস্ট ।
যাক...ভালো লাগছে...এই ধরনের মাথা খাটানো পোস্ট পড়ে মজা পাওয়া যায় এই ভেবে যে, আমি কতো বোকা !
আপনি আরো ধাধা পোস্ট দিবেন আশায় অনুসারতিতে নিলাম...
২৬ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯
নতুন বলেছেন: চেস্টা করবো।
২২| ২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
আমিই মিসির আলী বলেছেন: উত্তর এতই সোজা যে দিলাম না
২৬ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬
নতুন বলেছেন: তাই
ঠিক আছে পরের বারে দেখা যাবে..
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
এহসান সাবির বলেছেন: আমিই সব থেকে ভালো..!! ধাধা উত্তর সব এক সাথে দেখি...
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
নতুন বলেছেন: এরপরে উত্তর লুকিয়ে রাখার ব্যবস্তা করবো.... শুধু বিজয়ী কে তা বলে দিবো।
২৪| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
বিজন রয় বলেছেন: পারলাম না। ধাঁধায় পড়ে গেলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
নতুন বলেছেন:
২৫| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২১
তার আর পর নেই… বলেছেন: অনন্ত জলিল কে? সানি লিওন কে চিনি। সব ভাইদের স্ট্যাটাস ভর্তি থাকে ইনি।
১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯
নতুন বলেছেন: https://www.youtube.com/watch?v=XU_DkrXEgnw এই ভিডিওটা দেখলে অনন্ত জলিলকে চিনতে পারবেন
২৬| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:০১
তার আর পর নেই… বলেছেন: হৃদয় কি সত্যিই খুলে দিয়ে দিলো? অল্প একটু দেখলাম
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩
নতুন বলেছেন: তাহলে এখন নিশ্চই বুঝতে পেরেছেন তিনি কে?
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২
আমি এ আর বলছি বলেছেন: ananto or jolonto ??
০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯
নতুন বলেছেন: ??
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: বিকালেরটা পারি নাই ।
এখন এগুলাও পারছিনা !