নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতুতেই ১০ কিমি: লম্বা সোলার প‌্যানেল বসাতে পারি আমরা...দেশের রেল লাইন, যমুনা সেতুতে সোলার প‌্যানেল স্থাপনের সুযোগ রয়েছে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

আজ পদ্মাসেতুর ১ম স্প্যান বসলো...আশা করি সময় মতন এই সেতুর কাজ শেষ হবে এটা দেশের জন্য খুবই একটা দরকারী সেতু।


আজকের প্রস্তাব হলো। এই সেতুতে সোলার প‌্যানেল বসানো। সেতুতে প্রায় ১০ কিমি: লম্বা করে সোলার প‌্যানেল বসালে এটা ছোট খাটো বিদুত কেন্দ্রের মতন বিদুত উতপাদন করতে পারবে দিনের বেলা।

দেশের যেই রেল পথ আছে, সেখানে সোলার প‌্যানেল বসানো সম্ভব।



আম`স্টাডামে দুই মাইল লম্বা সোলার প‌্যানেল:-
http://inhabitat.com/paris-amsterdam-high-speed-rail-line-powered-by-two-miles-of-solar-panels/

লন্ডনে সেতুতে সোলার প‌্যানেল
https://www.youtube.com/watch?v=qd720nCW-5s

বড় বড় ১০ সোলার প্রজেক্ট:


মন্তব্য ৯৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

প্রামানিক বলেছেন: উত্তম প্রস্তাব

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

নতুন বলেছেন: ধন্যবাদ..

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কর্তৃপক্ষ ভেবে দেখবেন আশা করি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

নতুন বলেছেন: সবাই আলোচনা শুরু করলে অবশ্যই সম্ভবনা যাচাই করবে সরকার। এবং ইচ্ছা থাকলে উপায় হয়বেই।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো প্রস্তাব, ভালোই হবে বসাতে পারলে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

নতুন বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩০

উদাস মাঝি বলেছেন: এমনিতে বাড়িতে সাধারন পর্যায়ের সোলার প্যানেল লাগেতেই যেখানে ৩০-৪০ হাজার
টাকা খরচ হয় সেখানে ১০ কিমি জুড়ে সোলার প্যানেল বসান পাগলের প্রলাপ নয় কি ?

আমাদের দরিদ্র দেশে, এটা একটা অভাবনীয় চিন্তাই বটে :-0

বাই দি ওয়ে, আইডিয়াটা কিন্ত চমৎকার

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

নতুন বলেছেন: বাড়ীর খরচা বাড়ে স্টোরেজের খরচের জন্য... +কম্পানির লাভ...

কিন্তু এই সব প‌্যানেল সরাসরি উতপাদিত বিদ্যুত যাবে গ্রীডে...তাই স্টোরেজের মোটা খরচাটা হবেনা। আর বড় আকারে করলে তাতে খরচা কমে যাবে...

সোলার প‌্যানেল লাগানোর পরে দীঘ`দিন ব্যবহার করা যায়....আর দরকার হলে দেশে উতপাদনের চেস্টা করতে পারে সরকার।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ উদাস মাঝি , নেতিবাচক মন্তব্য নয়, আমরা পারি সেটা বিশ্বাস করতে হবে। আমরা স্বাধীন দেশ অর্জন করেছি, বাংলাভাষা বিশ্বদরবারে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে, আমরা পদ্মা সেতু নির্মাণ করেছি, আমরা স্যাটেলাইট উৎক্ষেপন করতে যাচ্ছি। সুতরাং আমরা পারবোনা তা ভাবা ঠিক নয়ভ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

নতুন বলেছেন: বিশ্বাস করার কিছু নাই ভাই...

এই গুলি হিসাবের বিষয়...

জায়গা হিসাব করে দেখতে পারবে যে খরচ আর বিদ্যুতের আউটপুরের মাঝে লাভ কতটা.... আর বিশ্বের অনেক দেশেই এখন জনগন ঘরের চালে প‌্যানেল বসিয়ে সরকারের কাছে দিনে বিদ্যুত বিক্রি করে আর রাতে কিনে খরচ করে...

তারা কুইকরেন্টার করে কিছু ব্যবসায়ীর হাতে জনগনকে জিম্মি করেনা।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

লিচপেথ বলেছেন: পদ্মা সেতুতেই ১০ কিমি: লম্বা সোলার প‌্যানেল বসাতে পারি আমরা... দেশের রেল লাইন, যমুনা সেতুতে সোলার প‌্যানেল স্থাপনের সুযোগ রয়েছে। আর এখান থেকে সেতুর লাইট গুলো খুব সহজেই জ্বলতে পারবে। আর বাড়তি কোনো চাপ পড়বে না বিদ্যুতের উপর ।

চমৎকার আইডিয়া ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

নতুন বলেছেন: রেল লাইনে সোলার প‌্যানেল বসিয়ে সেই বিদ্যুতেই ট্রেন চালানো যাবে... স্টেসনে ব্যবহার করা যাবে।

ব্রীজর বিদ্যুত গ্রীডে পাঠিয়ে দিলে দিনে অনেক প্রয়োজন মেটানো সম্ভব।

জনগনের বাড়ীর ছাদের বিদ্যুত গ্রীডে ব্যবহার করতে পারলে অনেকেই নিজের টাকায় এটা করবে।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


নদীর উপর খোলা জায়গায় সোলার প্যানেল লাগালে, ঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

নতুন বলেছেন: সাগরের মাঝে বানাইতেছে.... ব্রিজের উপরে লাগাইতেছে....

ইচ্ছা থাকলে উপায় হয়... যদি ঝড়ে প‌্যানেল উড়াইয়া নেওয়া না ঠেকাইতে পারে তবে কেমন ইন্জিনিয়ার..?





৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৯

মলাসইলমুইনা বলেছেন: একটু কস্টলি হয়তো হবে, কিন্তু মনে হচ্ছে আইডিয়াতা খারাপ না | ইনফ্যাক্ট শুধু পদ্মা ব্রিজ নয় আমাদের বড় বড় দশ/বিশ তলা বিল্ডিংগুলোতে এই কাজটা এখন বাধ্যতামূলক ভাবেই শুরু করা উচিত বলেই আমার মনে হয় | গ্যাস আর কত দিন ? অলটারনেটিভ এনার্জির কথা ভাবতেই হবে জোরে শোরে এখন থেকেই |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৩

নতুন বলেছেন: আমরা আগামী দিনের কথা ভাবিনা।

যখন পানি নাক পযন্ত চলে আসে তখনই আমাদের দাপাদাপি শুরু হয়।

এখন দেশে যদি সোলার প‌্যানেলের উতপাদন শুরু করে খরচা কমানো যায় এবং জনগন দিনের বেলায় তার বাড়ীর ছাদে বিদ্যুত উতপাদন করে গ্রীডে বিক্রি করে তখন সরকার কম উতপাদন করবে.... আর রাতে বেশি উতপাদন করে জনগনকে বিক্রি করবে।

নতুন ব্যবসা+কাজের সুযোগ সৃস্টি হবে।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমাদের দেশ ঝড়ের দেশ, সোলার প্যানেল লাগানো হয় ঝামেলাহীন যায়গায়; সব কিছুর জন্য সঠিক যায়গা নির্বাচন করতে হয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

নতুন বলেছেন: আমাদের দেশে লাগানোর পরে খুটির সাথে গিট্টুটা একটু বেশি কইসা দিবেন তবেই আর ঝড়ে উড়াইয়া নিতে পারবেনা। চিন্তা কইরেনা যখন সেতুর উপরে লাগাবে তখন একটা গিট্টু বেশি দিতে কমু...।

আমাদের দেশের গ্রামে অনেক ব্যবহার হচ্চে।

Since 2003, Idcol has installed solar panels in 3.95 million off-grid homes, reaching 18 million people. In terms of individual units served (rather than total wattage), Bangladesh has become one of the world’s largest markets for home solar systems.
<< Click This Link

এক নারীর নিজের বাড়ীতে প্রথম ব্যবহার করা শুরু করার পরে এখন গ্রামের সবাই করছে...
http://observers.france24.com/en/20151216-bangladesh-woman-village-solar-power-electricity

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


সোলার প্যানেলে যেতে হবে একদিন: তেল, গ্যাস বেশী দামী

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

নতুন বলেছেন: আমাদের বাতাস, ঢেউ বা অন্যকোন অল্টারনেটিভ বিদ্যুতের ভালো ব্যবস্তা নাই...

কিন্তুু সারা বছর যেই পরিমান সূযের` আলো থাকে তাতে এটা আমাদের জন্য বিদ্যুতের খনিতে পরিনত করতে পারি আমরা।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

মলাসইলমুইনা বলেছেন: @ লেখক, চাঁদগাজী, খুবই সত্যি কথা | পুরোই একমত হলাম |

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

নতুন বলেছেন: চাদগাজী ভাইয়ের চিন্তা করার দরকার নাই।

যখন বড় প্রযেক্ট গুলি শুরু হবে তখন আমি রিকোয়েস্ট করবো যেন প‌্যানেল গুলি আরো একটু শক্ত কইরা গিট্টু মারে থাম্বার সাথে...যাতে ঝড়ে উড়াইয়া নিতে না পারে। ;)

আমাদের দেশে ১৫-২০ লক্ষ মানুষ ইতিমধ্যে সৌর বিদ্যুতের ব্যবহার করছে.... সেটা করছে যেখানে সরকারী বিদূত পৌছায়নাই।

সেটা এনজিও নিয়েছে তাদের ব্যবসার জন্য.... কিন্তু সরকার যদি এই খানে জনগনের লাভের কথা চিন্তা করে গ্রীডে বিদ্যুত বিক্রির আইন করে .... সোলার প‌্যানেলে কর কমায়... কুইকরেন্টালের মালিকের লাভের কথা চিন্তা না করে...

তবে অবশ্যই আমাদের সোলারে বিনিয়োগ করা উচিত....

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্রিজ ছাড়া সারা দেশে অসংখ্য ভবন আছে। বাড়ির ছাদে লাগানো যেতে পারে।
সোলার বিপ্লব আসছে। বেশী দেরী নেই।
তেলের যুগ শেষের পথে।
সামনে গ্রামের প্রতিটি বাড়িতে সোলার প্যানেল থাকবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

নতুন বলেছেন: যত আগে শুরু করবে তত জনগনের জন্য ভালো...

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

রাজসিংহ বলেছেন: খুবই ভালো প্রস্তাব

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নতুন বলেছেন: ধন্যবাদ সিংহ মামা... :)

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

জাহিদ হাসান বলেছেন: বাহ ! এইতো , কে বলেছে আমাদের মাথা নেই।
উত্তম প্রস্তাব। সরকারের নজরে এই পোস্টটা যাতে পড়ে সেই কামনা করি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

নতুন বলেছেন: ভাই আইডিয়া মাথায় কিলবিল করে... তাই বেশির ভাগই শিকেয় তুলে রাখি... :)

আশা করি জনগন এই রকমের ভাবতে শুরু করবে...তবেই সরকার পযন্ত পৌছাবে।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: চাদ্গাজী সাব যা বলেছেন তাও সঠিক মনে হচ্ছে আপনার প্রস্তাবটাও উত্তম।
এখন কতৃপক্ষ ভেবে দেখতে পারে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নতুন বলেছেন: চাদ্গাজী ভাইয়ের সমস্যা ঝড়ে উইড়া যাইবো??

সেইটা দড়ীদিয়ে দুইটা গিট্টু বেশি দিলেই নিতে পরবেনা। :)

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সোহানী বলেছেন: অসাধারন আইডিয়া....... দেশের বিদ্যুতের ফোটা হলেও গতি হবে...।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০০

নতুন বলেছেন: দেশে বিদ্যুত নিয়ে জটিল একটা ব্যবসা চলছে....

বড় ব্যবসায়ীরা জনগনের কাছে বিদ্যুত বিক্রি করছে.... আর সরকার তাতে সাহাজ্য করছে। :(

তাই এতো সহজেই আমার এই রকমের প্রস্তাব তারা বাস্তবায়ন করতে চাইবেনা।

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৯

সুমন কর বলেছেন: ভালো প্রস্তাব। বাকিটা সরকারের ইচ্ছে....

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২২

নতুন বলেছেন: Government is buying electricity from big companies.

So they will not allow government to move forward to green energy.

We need to start talking and point out that we don't want to buy electricity from quick rental company.

We want to go for solar energy.

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সৌর শক্তির কোন বিকল্প নেই। তাকে কাজে লাগাতে হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

নতুন বলেছেন: জনগনকে এই ব্যাপারে কথা বলা শুরু করতে হবে।

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০

ঢাকাবাসী বলেছেন: এভাবে সস্তায় বিদ্যুৎ এসে পড়লে যারা কুইক করে ওভাবে মাল বানাচ্ছে তাদের কি হপে? এসব প্রস্তাব আমলেই নেবেনা কর্তারা! ভাগে কম পড়ে যাবে যে!

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:০৫

নতুন বলেছেন: এই বিদ্যুতের ব্যবসার কাহিনি নিয়ে লেখা দরকার।

১৭ কোটি মানুষের বিদ্যুত সরবরাহ করতে পারার মতন ভালো ব্যবসা দুনিয়াতেই কম আছে....

সেটা করে যাচ্ছে আমাদের দেশের সরকারের সাহাজ্যে কয়েকজন ব্যাবসায়ী... সেটা নিয়ে কিছু তথ্য পেলে লিখবো।

জনগন যদি চায় তবে তারা বাধ্য করতে পারে সরকারকে এই ব্যাপারে আইন করতে এবং কুইকরেন্টাল বন্ধ করতে।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

আহমেদ জী এস বলেছেন: নতুন ,




হ্যা , একটি ভালো সাজেশান দিয়েছেন । কিন্তু কেউ শুনবে কি ?
সহ ব্লগার ঢাকাবাসী র মন্তব্যটা উড়িয়ে দেবার নয় । ভয়টা এখানেই - ভাগ বাটোয়ারা ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:১০

নতুন বলেছেন: অবশ্যই সরকারের অনেকেই এই প্রস্তাব হাস্যকর ভেবে উড়িয়ে দেবে।

১<< তারা কুইকরেন্টালের মালিকদের নাখোশ করতে চেইবেনা।
২<< তারা এই বিষয়টা বুঝতে পারবেনা। তত জ্ঞান বেশির ভাগেরই নাই।

তাই আমাদের সচেতন মানুষদের এই ব্যাপারে আলোচনা করতে হবে তাতে সরকার বাধ্য হবে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৮

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: দারুন প্রস্তাব। আপনার এই লেখাগুলি জনমত গঠনে সহায়ক হচ্ছে...........

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:১৩

নতুন বলেছেন: সবাই মিলে আলোচনা করুন... সেয়ার করুন... তবে আরো জনগন বিষয়টা নিয়ে চিন্তা করবে...

আমি এটা নিয়ে আরো লিখবো... আপনারও লিখুন...

২২| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন: দারুন আইডিয়া!!!!!! কিন্তু গ্রামের মানুশ কি ল্যম্বোরগিনি গাড়ির মহিমা বুজবে??

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

নতুন বলেছেন: দফাদার যদি বোঝে তবে গ্রামের শীল মসাইও বুঝতে পারবে।

আর আমাদের কাজ সবাইকে বোঝানো.... নিজের লাভ পাগলেও বোঝে... ;)

২৩| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১:৫০

সচেতনহ্যাপী বলেছেন: সুন্দর প্রস্তাবনা।। যদি এতটাকা ব্রিজ বানাতে পারি তবে কিন্তু সোলার প্যানেলর খরচটা কিছুই না।।
ধন্যবাদ।।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩১

নতুন বলেছেন: আমাদের জায়গার সংকট তাই অলটারনেটিভ জায়গা খুজতে হবে...

যমুনা সেতু, পদ্মা সেতু ০১, ০২ এলাকা অবশ্যই অনেক জায়গা হবে এবং নিরাপত্তা নজরেই থাকবে তাই এখানে এই প্রকল্প করা নিরাপদ...

২ কিমি; লম্বা প্রকল্প ইউরোপের এক দেশে আছে... তাই ১০কিমি অবশ্যই করা যাবে...

২৪| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টেকনিকাল বিষয় জানা থাকলে এবং সুনির্দিষ্ট প্রস্তাবনা থাকলে
পাঠাতে পারেন .........................................................

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৬

নতুন বলেছেন: বেশ বড় প্রকল্প এবং কিছু আইনও পরিবত`ন করতে হবে তাই অনেক বড় মানুষের আন্তরিক চেস্টায় এই রকমের কাজ হতে পারে।

সেই রকমের কাউকে আমি চিনি না। আমি জনগনের মাঝে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়াতে চাইছি।

আর যদি সরকার চায় তবে এই ব্যাপারে অবশ্যই আমার পক্ষে যতটুকু সাহাজ্য সম্ভব আমি করবো।

কিন্তু এই রকমের কাজের জন্য টেকনিক্যাল বিষয় জানা মানুষ খুজে বের করা সরকারের জন্য খুব একটা কঠিন বিষয় না।

২৫| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কথা কিন্ত খারাপ কন নাই সহমত
আরো সহমত এই কমেন্টের সাথে যখন বড় প্রযেক্ট গুলি শুরু হবে তখন আমি রিকোয়েস্ট করবো যেন প‌্যানেল গুলি আরো একটু শক্ত কইরা গিট্টু মারে থাম্বার সাথে...যাতে ঝড়ে উড়াইয়া নিতে না পারে। ;)

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭

নতুন বলেছেন: চাদগাজী ভাই চিন্তায় আছে যদি ঝড়ে সোলার প‌্যানেল উইড়া যায়... তাই কইলাম চিন্তা না করতে। ;)

২৬| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:০২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যোগাযোগের মাধ্যম আমার আছে,
বাস্তব সম্মত প্রস্তাব থাকলে
কথা বলুন। এ সকল বিষয়ে কাজ করার জন্য ভারত থকেে প্রতিদিন
এজেন্ট রা আসছে ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:২৯

নতুন বলেছেন: খুবই ভাল কথা :)

আমি এই বিষয়ে টেকনিক্যালী অভিঙ্গ না।

আমার পরিচিত কেউ এই বড় প্রজেক্ট করবে তেমন জানা নাই।

কিন্তু যদি সরকারে কেউ মনে করে এই বিষয়টা নিয়ে ভেবে দেখবে তবে আমি এই বিষয়ে কি কি তারা জানতে চায় সেই তথ্য যোগার করে দেবো। আরো সমমনা মানুষ খুজে টিম তৌরি করে দেবার চেস্টা করবো যাতে বিষয়টা বাস্তবায়নে কাজে লাগে।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩১

নতুন বলেছেন: কথা বলুন তাদের কি দরকার বলুন... চেস্টা করবো সেই বিষয়ে পরিকল্পনা করতে তথ্য দিতে।

২৭| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৩:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাস্তব বিষয় অনেক কঠিন।
আমরা বিষয় টি নিয়ে কাজ করছি , সঙ্গে ভারতীয় পরার্মশক আছে
কিন্তু অগ্রগতি অত্যন্ত ধীর লয়ে চলছে।
বাস্তবতা অনুধাবন করার জন্য বেঙ্গালোর এর ষ্টেডিয়াম দেখে এলাম
যা সোলার প্যাণেল দ্বারা চালিত।

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:১০

নতুন বলেছেন: Glad to hear that you guys are thinking about it.

Find out what are the problems then start to solve one by one.
To do something new we have to initiate different approach.

First need to find out what real potential we have with this idea. Then calculate expenses Vs return and can we effort it. Then find some one to do this.

Some time we have to do lots of new things to do a very big project.

(Answered from mobile that's why write in English)

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৩

নতুন বলেছেন: I believe project in this scale will attract Elon musk too. He will come with his solar city and do this project.

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

নতুন বলেছেন: যদি আপনি সরকারী উদ্দোগে যুক্ত থাকেন তবে আমি সাহাজ্য করতে পারি। তথ্য সংগ্রহ এবং বিভিন্ন বিদেশি সংস্হার সাথে যোগাযোগে সাহাজ্য করতে পারি। তাতে অবশ্যই পুরো কাজে গতি আনতে সাহাজ্য হবে।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৯

নতুন বলেছেন: আমাদের দেশের জনবল দিয়ে নতুন কম্পানি তৌরি করে নিজেরা এই রকমের প্রকল্প করতে পারলে অনেক সাশ্রয় হবে। (খুবই কঠিন কিন্তু অসম্ভব না)

দেশেই কিন্তু বাইরের কম্পানী আসছে।
https://www.pv-tech.org/news/sunedison-subsidiary-signs-ppa-for-200mw-solar-plant-in-bangladesh

এরা ইতিমধ্যে দেশে ২০০মেগাওয়াটের প্রযেক্ট বানিয়েছে।
http://www.sunedison.com/services.html

টেসলা সোলার সিটি<<<
https://www.tesla.com/en_AE/commercial

এরা এই রকমের বড় প্রযেক্টে ইনভেস্ট করার জন্য বসে আছে....

এই রকমের বড় বড় কম্পানীর কাছে প্রোযেক্ট চাইলে অবশ্যই তারা এগিয়ে আসবে।

২৮| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
এমনটাই হওয়া উচিত।

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

নতুন বলেছেন: এমনটাই ভাবা উচিত সবার।

২৯| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
আইডিয়া খারাপ না।
বর্তমানে ৩য় জেনারেশনের সোলার সেল বেশ উচ্চক্ষমতা সম্পন্ন, প্যানেল ২০ বছরের উপর লাইফ। দামও দিন দিন কমছে।
শুধু পদ্মা ব্রিজ নয় দেশের সব বড় সেতুতে আমাদের বড় বড় বহুতল বিল্ডিংগুলোতেও বড় কম্পানী লিজ নিয়ে ব্যবসা করতে পারে। অলটারনেটিভ এনার্জি সবাই খুজছে।

বাংলাদেশে অবস্য সৌরবিদ্যুত নতুন কিছু না।
বাংলাদেশ ইতিমধ্যেই পৃথিবীর ভেতর অন্যতম বৃহত্তম সৌরবিদ্যুত ব্যাবহারকারি দেশ। প্রতন্ত চরাঞ্চলে ব্যাপকভাবে ব্যাবহার হচ্ছে।
এমনকি রহিঙ্গা শরনার্থিরা পর্যন্ত রিলিফের টাকায় সোলার ইউনিট কিনছে। দেখলাম প্রায় প্রতিটি ঘরেই সোলার প্যানেল, এলইডি বাতি, ফ্যান!।
এমনকি একটি ছোট পলিথিনের ছাপড়াতেও দেখলাম সোলার প্যানেল ঝুলছে।

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২০

নতুন বলেছেন: আমাদের দেশের সোলার প‌্যানেলের স্থাপনের বিষয়ে আল গোরকেও প্রসংসা করতে শুনেছি। কারন আমাদের দেশে এই গতি বিশ্বের সবচেয়ে বেশি ছিলো।

আমাদের দেশে যমুনা সেতু, পদ্মা সেতু ০১, পদ্মা সেতু ০২, স্টেডিয়াম গুলি, বড় বড় কারখানার ছাদের জায়গা আমরা ব্যবহার করে সরাসরি গ্রীডে বিদ্যুৎ দিনে সরবরাহ করার উদ্দোগ নিতে পারি।

৩০| ০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৬

নীরদ অর্ণব বলেছেন: অতি চমৎকার প্রস্তাব। দেশের বড় বড় স্থাপনাগুলোতে সৌর বিদ্যুৎ বাধ্যতামূলক করা উচিত।

০১ লা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

নতুন বলেছেন: সরকারী কিছু আইন পরিবত`ন করতে হবে এবং গ্রীডে বিদ্যুৎ বিক্রির আইন করতে হবে... তবে জনগনই বাকি কাজ শুরু করবে।

৩১| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: উত্তম প্রস্তাব,ভালো লাগল ।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

নতুন বলেছেন: ধন্যবাদ... সরকারের ভালো লাগলেই ভালো...

যদি দেশের জন্য চিন্তা করে তবে এই রকমের প্রজেক্টে আগ্রহ দেখাবে এবং বাস্তবায়নের পথ খুজবে সরকার।

৩২| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল কথা শোনার যে কেউ নেই!!!! দু:খটাতো সেখানেই...

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৯

নতুন বলেছেন: আমি আশাবাদী, আলো আসবেই।

৩৩| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: ভাই আপনি লন্ডন, নেদারল্যান্ড এর মত দেশের প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের কথা বলেছেন। আপনি যদি তৃতীয় বিশ্ব দেশ যাদের সামাজিক অবস্থা বাংলাদেশ এর মত এই প্রযুক্ত ব্যবহার করে সাফল্য পেয়েছে তাদের ছবি দিতেন তাহলে একটু আশার সন্ধার হতো।

এই সোলার প্যনেল লাগানোর পড় দুইদিন পড় তা পাওয়া যাবে, ছাএ কর্মীর বাসা থেকে। আর ৯/১১ এর ঘটনা ঘটলে সোলার সহ ব্রিজের পিলার নিয়ে যাবে জনগন। বাংলাদেশে একটা সরকারী স্টাকচার দেখান যেখানে ২৪ ঘন্টা সিসিটিভি মনিটর ও সঠিক মেইনট্যন করা হয়।

অনেক বিদেশি প্রযুক্তি এ দেশে এসে অচল হয়ে যাচ্ছে। কেননা আমাদের সামাজিক আর রাজনৈতিক পেক্ষাপট এক নাহ।



০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০

নতুন বলেছেন: ভাই এই জন্য আমি বলেছি যমুনা সেতু, পদ্মা সেতুর মতন স্থাপনায় শুরু করতে...

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

নতুন বলেছেন: আমাদের দেশে যেই সিএনজি চলে সেটা বিদেশি... কিন্তু সমস্যার জন্য সিএনজি তে রডের খাচা বানিয়ে আমাদের দেশে ব্যবহার করছে।

তেমনি আমাদের ও করতে হবে।

৩৪| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

জাহিদ হাসান বলেছেন: আমি যদি রাষ্ট্রপতি হতে পারি, তবে আপনাকে আমি আমার উপদেষ্টা বানাবো ! B-)

০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৬

নতুন বলেছেন: পেরেশান হইয়া যাবেন তাইলে.... পদত্যাগও করতে পারেন... আমার উপদেশের চোটে.. =p~

৩৫| ০১ লা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০১

মানিজার বলেছেন: উচ্চ ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের খরচা কেমন ? মানে ধরুন আমাদের বাড়িতে ৫ কিলোওয়াটের প্যানেল বসাতে চাই তাহলে কত খরচ আসতে পারে । হয়ত ৫ কিলোওয়াটের কোন প্যানেল নাই তবে সবচেয়ে বড় মাপের কয়েকটা জোড় দিয়ে করতে পারব ।

আর ব্যাটারীর খরচটাও বলতে পারেন ।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

নতুন বলেছেন: গ্রামীন শক্তির সাথে কথা বলতে পারেন...ওরা দেশে সিসটেম বিক্রি করছে।

আমি দেশে নাই তাই দেশের খরচা বলতে পারবো না।

৩৬| ০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৫

উদুম্ভূত বলেছেন: আইডিয়া খারাপ না তবে, পদ্মা ব্রীজের পাশ দিয়ে যদি কোন বৈদ্যুতিক লাইন থাকে, তাহলে সোলার প্যানেল ঝড়ে প্যানেল উড়ে গিয়ে বৈদ্যুতিক লাইনে লেগে বিদ্যুৎ বিপর্যয় হতে পারে - এই বিষয়টাও বিবেচনায় রাখা দরকার।

০২ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১০

নতুন বলেছেন: কোটি টাকা খরচে প‌্যানেল বসালে সেই প‌্যানেল ঝড়ে উড়ে যাবার সম্ববনা নেই। সেই ভাবেই ডিজাইন করবে।

৩৭| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার আইডিয়া !!





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৮

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... :)

৩৮| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২৭

কালীদাস বলেছেন: বিযুবরেখার কাছাকাছি বাংলাদেশের অবস্হান। এই ধরণের ঠাডা মার্কা রোদ সবদেশ পায় না। সোলার প্যানেলের দাম ভোক্তা লেভেলে এখনও অনেক বেশি, তবে ব্যবহার বাড়লে হয়ত নতুন টেকনোলজির আমদানি হবে, দাম কমবে। তবে জিনিষটা ইমিডিয়েটলি দরকার। অল্টারনেটিভ এনার্জির সোর্স নিয়ে আমাদের জোরেশোরে ভাবা উচিত। নিউক্লিয়ারে সমাধান যেটা খুঁজেছি আমরা, এটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না। সারা দুনিয়ার সভ্য দেশগুলো (আমেরিকাকে সভ্য বলি না আমি) নিউক্লিয়ার বন্ধ করার চেষ্টায় আছে ফুকুশিমার পর থেকে সেখানে আমরা সেটা এখন চালু করছি তাও রাশিয়ার কাছ থেকে কিনে। উপকূলে সারাদিন বাতাসের বেগ থাকে, উইন্ডমিলেও ভাল ইলেক্ট্রিসিটি প্রডিউস করা যেতে পারে।

২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৯

নতুন বলেছেন: এই ভাবনাই আমি করি। আমাদের দেশে যেই রোদ থাকে তাতে আমরা অবশ্যই সোলার থেকে উপকৃত হব।

৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩২

ডঃ এম এ আলী বলেছেন: খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয় নিয়ে লিখেছেন । এর প্রয়োজন আছে ।
কিছুদিন আগে জনকন্ঠে দেখেছিলাম জামালপুরের সসরিষাবাড়ীতে
একটি সৌরবিদ্যুত কেন্ত্র স্থাপিত হয়েছে । এর জন্য পিডিবি তার
পতিত ৮ একর জায়গা দিয়েছে । কেন্দ্রটি হতে ৩ মেগাওয়াট বিদ্যুৎ
জাতীয় গ্রিডে যাচ্ছে বলা হয়েছে । আগামী বছর আরও পাঁচ কেন্দ্র
থেকে ৩৩২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ পাওয়া যাবে জানানো হয়েছে ।

আরো দেখা গেল সরিষাবাড়ীর কেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে
প্রায় ৫৪ কোটি ২২ লাখ টাকা। বিনিয়োগকারীদের ঋণ দিয়েছে
জার্মানির একেএ ব্যাংক। কেন্দ্রটি স্থাপনের পর সফলভাবে
পরীক্ষামূলক উৎপাদনের পর্যায় শেষে গত ২ আগস্ট বাণিজ্যিক
উৎপাদন শুরু হয়েছে। তখন থেকে এই কেন্দ্র জাতীয় গ্রিডে
৩ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

দেশের বেসরকারী বিনিয়োগকারীগন একটু চেষ্টা করলে পিপি
ভেঞ্চারে একরকম সৌর বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে পারে ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৮

নতুন বলেছেন: এটাই আমার প্রস্তাব...

জনগনের জন্য এই খাত উন্মুক্ত করে দিতে হবে... তবে জনগনই নিজের টাকা বিনিয়োগ করবে... এবং অনেক কাজের ব্যবস্তা হবে... নতুন ব্যবসার প্রসার হবে...

৪০| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আইডিয়াটা খুবই ভালো।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

নতুন বলেছেন: ধন্যবাদ...

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

কলাবিজ্ঞানী বলেছেন: এই সেতুর কাজ কবে শেষ হবে কোন ধারণা আছে?

৪২| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ২:৩৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: একটা ছোট ভাবনা বা স্বপ্ন থেকেই বিপ্লবের সূচনা হয়।
নতুন ভাইএর এই ভাবনাটাকেও আমি এমনই পজিটিভ দেখছি। অভিনন্দন আপনাকে!

পদ্মা সেতু নিয়েও একসময় নেতিবাচক ধারনা ছিল। দশ/বারো তো সবাই ভাবতাম পদ্মার উপর সেতু! অসম্ভব ব্যাপার।
সেতুর উপর সোলার প্যানেলের ধারণাটাও বেশ সুন্দর। সম্ভব। সার্বিক উপযোগিতা বিশ্লেষণ করে সরকার বা বেসরকারি কোন সংস্থা এগিয়ে আসলে মন্দ হবে না। নরসিংদীর চরাঞ্চলে বানিজ্যিকভাবে বৃহদাকারে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করছে একটি বেসরকারি সংস্থা, সেখানে বেশকিছু জমি লেগেছে। সেতুর উপর করে জাতীয় গ্রীডে সরবরাহ করা গেলে সার্বিক বিবেচনা সাশ্রয়ী হবে বলেই ধারণা করি। পদ্মা সেতুসহ আরো বিভিন্ন স্থানে একাজটা সম্ভব। ক্ষদ্রায়তনের এই দেশে স্পেসের সর্বোচ্চ ব্যবহার করা উচিৎ।
জীবাশ্ম জ্বালানী ফুরিয়ে আসার আগেই আমাদের বিকল্প জালানীর কথা ভাবতে হবে, এখানে প্রথম সৌর শক্তিও অধিকতর পরিবেশ বান্ধব ও নির্ভরযোগ্য।

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০২

নতুন বলেছেন: নিজেদের অবস্থা বিবেচনা করে আমাদের জন্য সমাধান আমাদেরই বের করতে হবে।

দেশের জমির পরিমান কম। তাই ভবন, সেতু, রাস্তা এই সব স্হানকেই ব্যবহার করতে হবে।

দেশে কত রেল রাস্তা আছে? সবটাই আমরা ব্যবহার করতে পারি সোলারের জন্য। :)

আমাদের দেশের যত চর আছে সেই গুলিতে যদি আধুনিক গবাদী পশুর খামার করা যায় তবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতন গরু/ছাগলের মাংস বিক্রি করতে পারি সারা দুনিয়াতে।

৪৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

টারজান০০০০৭ বলেছেন: ভালো প্রস্তাব ! সরকার বেকারদের বিনা সুদে টাকা ধার দিয়া সোলার প্লান্ট গড়িয়া দিতে পারে , তাহারা রক্ষনাবেক্ষন করিয়া বিদ্যুৎ বিক্রয় করিয়া টাকা শোধ দিবে , বেকারত্ব দূর হইবে। অথবা যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হইতে পারে !

বেসরকারি সেক্টর পিপিপির আওতায় বাবস্যায় আসিতে পারে !

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৪

নতুন বলেছেন: সরকারকে শুধু কয়েকটা আইন পাশ করতে হবে।

* পিডিবি/পল্লিবিদুত জনগনের কাছ থেকে বিদ্যুত কিনবে..... ( গ্রীড টাইয়াপ টাইপের সিসটেম দিয়ে নিজের ঘরের বিদ্যুত বিক্রি সম্ভব)

* তাহলে শহরের বড় বড় ছাদ ভাড়া নিয়াও মানুষ বিদ্যুত পিডিবিকে বিক্রি করবে।

৪৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০

শামিম অমি বলেছেন: ভাইয়া , দারুণ লিখেছেন ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

নতুন বলেছেন: ধন্যবাদ... কেমন আছো ভাই?

৪৫| ২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এমনটাই ভাবা উচিত সবার।


আগে সেতু টা হোক। তারপর অন্য ভাবনা।

২৩ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:১৪

নতুন বলেছেন: এটা দক্ষিনের মানুষের অনেক কাজে লাগবে।

৪৬| ১৮ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩১

ইমরান আশফাক বলেছেন: ব্লগটি পুরানো হলেও আইডিয়াটি আমার খুবই মনে ধরেছে। আমাদের জায়গার বড় অভাব, আর সোলার এনার্জি খুবই পরিবেশ বান্ধব এবং রানিং কষ্ট নেই বললেই চলে এককালিন স্হাপন ব্যয় ছাড়া। আমাদের ছোটবড় সবকয়টি ব্রিজে এই আইডিয়াটি প্রয়োগ করা যায়। আর সরকারী নিজেস্ব ভবনগুলিতে। রেলষ্টেশন, বাসষ্ট্রান্ড, লন্চ ও ফেরিঘাট ও বন্দরের বিল্ডিংগুলির উপরও এইগুলি বসানো যায়। আমাদের গ্রামগুলিতে অনেক বাড়ীতে ছোটখাট সোলার প্যানেল বসানো হয় দেখি, এখন এইগুলি বাধ্যতামূলক হয়া উচিৎ। অথাৎ শহর বা গ্রাম অন্চলে নতুন বাড়ী বা স্হাপনা করলেই সোলার প্যানেল বসানো বাধ্যতামুলক।

১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৪৮

নতুন বলেছেন: গ্রীড টাইয়াপ বলে একটা বিষয় বিদেশে প্রচলিত হয়েছে।

আপনি আপনার বাড়ীর ছাদে নিজে সোলার প‌্যানেল বসিয়ে বিদ্যুত উতপাদন করবেন এবং সেটা বেশি হলে গ্রীডে চলে যাবে তখন আপনার মিটার উল্টা ঘুরবে এবং যখন আপনি বিদূত ব্যবহার করবেন তখন মিটার ঘুরবে ফলে আপনার বিদ্যুত খরচ কমে যাবে।

সরকারী বড় স্থাপনায় সোলার প‌্যানেল বসিয়ে অনেক বিদ্যুত উতপাদন করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.