নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে
১৩ বছর পার হয়ে গেলো ব্লগে, জীবনের ৩ ভাগের এক ভাগ ব্লগের পাঠক হয়ে অনেক কিছু শিখেছি, ৩০০ ব্লগ লিখেছি, অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই নতুন করে বুঝতে পেরেছি।
প্রথম ব্লগ লিখেছিলাম, ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:১৪
https://www.somewhereinblog.net/blog/neoblog/1915
মালোয়েশিয়া গিয়েছিলাম হোটেল ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে। অনুপ্রেরনা ছিলো ইংরেজী কবি রবাটফ্রস্টের Road Not Taken কবিতা।
ইন্টারনেটে ঘুরতে ঘুরতে পেলাম সামুর খোজ, রেজিস্টার করলাম ''নতুন'' নাম দিয়ে, যাতে কখনো পুরানো না হয়ে যাই।
দেশের জীবন থেকে নতুন পথে গেলে নতুন অভিঙ্গতা হবে সেই ভাবনা থেকেই ক্যারিয়ার হিসেবে হোটেলের কামলা হতে ২০০৫ এর ৩১শে ডিসেম্বর দেশ ছেড়েছিলাম, পরের বছর ২০০৬ এর ১লা জানুয়ারী মালোয়েশিয়াতে পৌছেছিলাম ।
২০০৮ এ গেলাম দুবাই, শুরু হলো কামলা জীবন....
প্রথম মাসে ১৩টা ব্লগ লিখেছিলাম...
* আশা
* টেস্ট শতক
* ইমেইল ঠিকানা দেবার নতুন আইডিয়া
* কম্পিউটার শিক্ষা !!
* রেকর্ডবুক ওফ বাধভাঙ্গার আওয়াজ
* আবেদন কেন ভাই????????
* বাংলাদেশ জিতেছে,বাংলাদেশ জিতেছে, আমরা জিতেছি.........
* চেইন ধুমপায়ী.....
* আমার ছবিঘর
* মা কে মনে পড়ে
* আমার আবাস, দূর আকশ হতে....
* আমার ডেক্রটপ
* আমি
ফোটগ্রাফী ভালো লাগতো তাই শুরু করেছিলাম>>> নতুনোটোগ্রাফী ০১
Click This Link
হোটেলে কামলার অভিঙ্গাতা সেয়ারের জন্য শুরু করেছিলাম>> তবে তেমন সাড়া না পেয়ে বেশিদুর লিখিনি। Click This Link
পুরান ধাধা নতুন কইরা ০১ Click This Link
ব্যাচেলারের রান্নার রেসেপিও দিয়েছিলাম>> চিকেন/বীফ সসেজ পোলাও (হটডগ পোলাও)_Sausage Pulao
https://www.somewhereinblog.net/blog/neoblog/29999622
জ্বীনে ধরা ? অশুভ আত্না ? শয়তানের আছর?_বিভিন্ন দেশের ভুত ছাড়ানো>> আমাদের কুসংস্কার
Click This Link
পড়াশুনা করে খোজ খবর নিয়ে নতুন একটা বিষয়ে লিখেছিলাম>>> যীষখৃস্ট স্বগে` আছেন না কি ভারতের কাশ্মীর শ্বায়িত আছেন? _ ইতিহাসের চরম এক রহস্য... (পব` -৩ শেষ পব`)
Click This Link
হোমিওপ্যাথি নিয়ে লিখেছিলাম সচেতনেতা বাড়াতে.. Click This Link
সব মিলিয়ে অনেক নতুন নতুন অভিঙ্গতা.... সব মিলিয়ে
আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ২৯৯টি
মন্তব্য করেছি: ১৭৩২৭টি
মন্তব্য পেয়েছি: ৬৫৭৫টি
ব্লগ লিখেছি: ১৩ বছর ৩ দিন
অনুসরণ করছি: ৮৯ জন
অনুসরণ করছে: ৩৮৬ জন
অনেকের সাথে ব্যক্তিগত পরিচয় হয়েছে খুবই ভালো মানুষ তারা।
একটা জিনিস সবাইকে অনুরোধ করবো যদি সবাই মিলে ব্লগকে জনপ্রিয় করতে কাজ না করি তবে এই প্লাটফরমটা বন্ধ হয়ে যাবে। তাই আমাদের প্রিয় সামুকে বাচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সবাই মিলে ব্রেনস্টোমিং করে অনেক আইডিয়া পাওয়া যাবে যাতে ব্লগকে আবার জনপ্রিয় করা যায়।
আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ভালো জিনিস, মন্দ জিনিস সম্পকে জেনেছি এখানে, অনেক বিষয়ে ভিন্ন ভিন্ন মত নিয়ে
সবাইকে ধন্যবাদ এই পথ চলার সঙ্গী হতে পেরেছি বলে......
আজ গত ১৩ বছরের কথা ভেবে মনে হয় ....Life is Beautiful.
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩
নতুন বলেছেন: ১০ম বছর পূতি হইছে ৩ বছর আগে... এটা ১যুগ+১ বছর পূতি
বুইড়া হয়ে যাইতেছি ভাই।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১
ম্যাড ফর সামু বলেছেন: আমিও পুরোনো তবে আপনার মত এতটা পুরোনো মনে হয় না ৭/৮ সালের দিকে প্রথম রেজিষ্ট্রার করি। কিন্তু কালের পরিক্রমায় আমার অনেকগুলো আইডি ব্যান খাওয়ায় এবং অনেক আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়ায় এখন নতুন করে এই নিকটা ইউজ করছি। আপনার স্মৃতিময় ব্লগের সব পাঠগুলি সময় নিয়ে পড়ে দেখার জন্য আপাতত প্রিয়তে উঠয়ে রাখলাম, পরে একটা একটা করে পড়ব আর উপভোগ করব।
ধন্যবাদ, ব্লগের ১যুগ + ১ বছর উদযাপনের জন্য। আপনার পথচলা আরও এগিয়ে চলুক মসৃণ গতিতে!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
আমি ব্লগে পাঠক, সবাই লেখে তাই কিছু লেখার চেস্টা করেছি মাত্র.....
এখন ব্লগ নেশায় পরিনত হয়েছে.... প্রতিদিন একটু ঢু না মারলে চলেনা।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৮
আরোগ্য বলেছেন: আবারও এলাম। দুঃখিত ভুল করে ফেলেছি। আরও তিনবার অভিনন্দন নিন। এভাবেই চলতে থাকুক ব্লগের চাকা।
বুইরা হইবেন কেন হৃদয় তো সদা সবুজ থাকা উচিত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩
নতুন বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ
হুম হৃদয় চির সবুজ.... বয়স প্রায় ৪০ কিন্তু নিজের কাছে সেটা মনে হয়না।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভিতর থেকে প্রতিভা বের করে আনার ক্ষেত্রে আপনার মন্তব্যগুলো অনন্য। অনেক দিন পর আপনার পোষ্ট পেয়ে খুশী হলাম। আপনার জন্য অফুরন্ত শুভ কামনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামুর ইতিহাসে 1915নাম্বার পোস্ট দিয়ে যাত্রা শুরু করেছিলেন, আজ দিলেন 30270901তম(সবার পোস্ট ও ড্রাফ্ট সহ)। এর মধ্যে ১৩টা বছর পেরিয়েছে, অনেক জল গড়িয়েছে, কিন্তু আপনি সেই নতুনই আছেন।
সামুর সাথে পথচলা অব্যাহত থাকুক। শুভকামনা সতত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
নতুন বলেছেন: হুম বিষয়টা খেয়াল করিনাই....
30270901-1915 = 30268986
৩কোটির বেশি পোস্ট হয়েছে এপযন্ত
ধন্যবাদ... হ্যাপী ব্লগিং
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক শুভ কামনা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
নতুন বলেছেন: ধন্যবাদ লিটন ভাই।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ‘তের বছরে নতুন’ দেখি এ শিরনামে একটা সনেট হয় কিনা। আপাতত নামাজ পড়তে গেলাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০
নতুন বলেছেন: আমি আজীবনই নতুন ই থাকবো....
৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন আপনাকে,
ফাল্গুনী শুভেচ্ছা, শুভ বসন্ত
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
নতুন বলেছেন: ধন্যবাদ..... আপনাকেও
ফাগুনের শুভেচ্ছা.....
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: তের বছর পূর্তিতে অভিনন্দন। এত বছর তো লোকের সংসারও টেকে না আজকাল। পোস্ট দেখে নিজের ব্লগবাড়ি গিয়ে দেখলাম আমারও প্রায় নয় বছর হয়ে গেছে। সেই মার্স্টাস এর সময়ে ২০১০ এ ঝোঁকের মাথায় ঢোকা। তখন ব্লগিং নতুন ট্রেন্ড। ভাবলাম ইহা কি বস্তু একটু উড়াইয়া দেখি। তারপর ২০১৩ এ এসে ঘাপটি দিলাম উচ্চ শিক্ষার চাপে। মাত্র গত বছরের অর্ধেক কি শেষের দিকে আবারো লেখার হাতটা পেট ফুঁড়ে বেরোল। অংবংচং কি সব লিখে টিখে বেশ মনের শান্তিতে আছি। ভাল থাকবেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪
নতুন বলেছেন: সংসার শুরু ২০১০ এ... ৯ বছর চলছে... খুবই সুখে আছি....
লিখুন... পড়ুন... হ্যাপী ব্লগিং
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
মাহমুদুর রহমান বলেছেন: আমার জীবনের একটি বিশাল জায়গা জুড়ে আছে ব্লগ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
নতুন বলেছেন: প্রবাস জীবনে ব্লগিং করে অনেক সময় কাটিয়েছি, ব্লগিং খুবই ভালো একটা নেশা....
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...
১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: The heartiest congratulations and best wishes.
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই....
১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক যুগ এক বছর পুর্তিতে আন্তরিক মোবারকবাদ। মালয়েশিয়ার পাঠ চুকিয়ে এখন কোথায় আছেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
নতুন বলেছেন: ২০০৮ এ দুবাই কামলা শুরু করেছিলাম.... ঐ খানেই আছি...
১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তের বছরের পূর্তিতে শুভেচ্ছা রইলো। ভাল থাকা হোক সবসময়, অনেক অনেক শুভকামনা রইলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
নতুন বলেছেন: ধন্যবাদ মিয়া ভাই....
১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬
রাজীব নুর বলেছেন: জীবন হোক আনন্দময়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই... জীবনে চড়াই উতরাই থাকবেই... কিন্তু সুখে থাকা সম্পূন` নিজেদের মনের ব্যাপার...
আমি জীবনে সুখী মানুষ.... আমার স্ত্রী আর মেয়ে ডানা মিলে খুবই সুখে আশি আমরা।
১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮
খায়রুল আহসান বলেছেন: নতুন করে আর নতুনকে কি অভিনন্দন জানাবো! আপনি যখন ব্লগ লেখা শুরু করেন, তখন যে শিশুটি প্রথম শ্রেণীতে পড়তো, সে আজকে হয়তো ভার্সিটি'র ছাত্র। এক যুগেরও বেশী সময় ধরে এখানে থেকে যাবার জন্য আপনি সকল ব্লগারের কাছ থেকে থ্রী চীয়ার্স পাবার যোগ্য।
আপনার লিঙ্কগুলো ধরে যেন আপনার লেখাগুলো পরে পড়তে পারি, সেজন্য এ পোস্টটাকে "প্রিয়" তে তুলে রাখলাম। আর ভাল লাগা তো অবশ্যই! + +
আরো তিন যুগ ধরে যেন আপনি ব্লগিং করে যেতে পারেন!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
নতুন বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই
ব্লগিং এখন নেশা.....লেখার কিছু না পেলেও প্রতিদিন কয়েকবার কিন্তু ঢু মারি পড়ার জন্য....
১৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
খায়রুল আহসান বলেছেন: ছবিটাও খুব সুন্দর! + +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩
নতুন বলেছেন: ছবিটা কবির robert frost এর road not taken কবিতা অবলম্বনে তৌরি করা।
The Road Not Taken
BY ROBERT FROST
Two roads diverged in a yellow wood,
And sorry I could not travel both
And be one traveler, long I stood
And looked down one as far as I could
To where it bent in the undergrowth;
Then took the other, as just as fair,
And having perhaps the better claim,
Because it was grassy and wanted wear;
Though as for that the passing there
Had worn them really about the same,
And both that morning equally lay
In leaves no step had trodden black.
Oh, I kept the first for another day!
Yet knowing how way leads on to way,
I doubted if I should ever come back.
I shall be telling this with a sigh
Somewhere ages and ages hence:
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
এটা পড়েই আমি দেশের বাইরে যাবার অনুপ্রেরনা পাই... তাই বত`মানের আমিও বলতে পারি
Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.
১৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দীর্ঘ ব্লগিং জীবন 13 বছর অতিক্রান্ত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই। আজকে ব্লগিং করা যতটা সহজ পেপারে দেখেছি ব্লগারদের উপর বিভিন্ন সময়ে বর্বরোচিত হামলার ঘটনা । কাজেই পথ একেবারে মসৃন ছিল না।। এত ঝড়-ঝাপটা সামলিয়েও আপনি যে ভাবে আজও বিরাজমান তাতে আপনাকে জানাই অন্তরের কুর্নিশ ভালোলাগা ও ভালোবাসাও। ছবির সঙ্গে সাযুজ্য রেখেই বলি জীবনের বাকি দিনগুলি আপনি এভাবেই বাসন্তিক সৌরভে সুরভিত করুন ব্লগবাসিকে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
নতুন বলেছেন: আমি দেশের বাইরে থাকি... তাই দেশের ব্লগারদের মতন স্নায়ুবিক চাপে আমাকে করতে হয়নাই।
কিন্তু ১৩ বছরে অনেক কিছুই দেখেছি ব্লগে....
১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯
নতুন নকিব বলেছেন:
নতুনই থেকে যান। পুরোনো হওয়ার চিন্তা আমিও করি না।
আমার নিকটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই!
সুন্দর পোস্টে +++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫
নতুন বলেছেন: খেয়াল করেছি যখন আপনি শুরু করেছিলেন তখনই।
আর আপনার লেখাও ভালো লাগে...
২০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬
চাঁদগাজী বলেছেন:
এই ১ম বার, এত দীর্ঘ-অভিজ্ঞতা-সম্পন্ন কোন ব্লগারকে অভিননদন জানানোর জন্য সুযোগ পেলাম; আমার নিজের কাছেই ব্যাপারটা বেশ বড়।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৬
নতুন বলেছেন: ধন্যবাদ আপনাকেও..., আপনি ব্লগে রাজনিতি নিয়ে লেখালিখি করে বেশ ভালো মাতিয়ে রেখেছেন.... বেশ ভালো আপনার বিশ্লেষন... দূরদুস্টি এবং বাস্তবতা আছে আপনার ভাবনায়।
২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
আখেনাটেন বলেছেন: অভিনন্দন।
এত্তদিন!! আপনি ব্লগের নানা অঘটন-ঘটনের সাক্ষী নিশ্চয়। ব্লগের জীবন্ত ফসিল আর কি!
আরো যুগ যুগ ধরে থাকুন আমাদের পাশাপাশি আপনার ট্রেডমার্ক মন্তব্য নিয়ে।
শুভকামনা নিরন্তর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮
নতুন বলেছেন: আমি ডাইনোসরের মতন.... এখনো বিলুপ্ত হইনাই।
ব্লগ এখন নেশা.... যদি দেখেন যে টানা কয়েকমাস কমেন্ট করিনা... তবে বুঝবেন... উপরে চলে গেছি...
২২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩
খায়রুল আহসান বলেছেন: বনভূমির মাঝ দিয়ে দুটো পথ চলে গিয়েছিলো দুটো দিকে,
আর আমি বেছে নিয়েছিলাম যেটাতে পথচলা কম ছিলো,
আর তাবৎ তফাতটা বোধহয় সেখানেই রচিত হয়েছিলো! - শেষ তিনটে লাইনের অনুবাদ আমি এভাবেই করেছিলাম। আর পুরো কবিতাটার অনুবাদ করেছিলাম এখানেঃ
নেইনি যে পথ বেছে (অনুবাদ কবিতা)
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
নতুন বলেছেন: অনুবাদ ভালো লেগেছে
জীবনে ক্যারিয়ার বেছে নেবার সময় ইচ্ছি ছিলো নিজের শহরে থাকবো... ব্যবসা বানিজ্য করবো...পরিবার/বন্ধুদের নিয়ে জীবন পার করবো।
তখন এই কবিতায় মনে হলো নতুন একটা পথে চললে জীবনে অনেক নতুন কিছু দেখা হবে... মানুষের জীবন একটা নিদৃস্ট সময়ের খেলা... এখনে যত বেশি ঘুরে দেখা যাবে তাতে মন্দকি?
মালোয়েশিয়া, নেপাল, বাংলাদেশ, আরব আমিরাতে অনেক কিছুই দেখা হয়েছে...
কামলা দেই ৫ তারা হোটেলে.... অনেক অনুস্ঠান যা মানুষ টিভিতে দেখে সেই রকমের অনুস্ঠান আয়োজন করেছি আমরা... মালোয়েশিয়ার প্রধানমন্ত্রী, রাজার অনুস্ঠানে উপস্হিত ছিলাম, বড় বড় তারক গায়কদের অনুস্ঠান আয়োজনের সাথে যুক্ত ছিলাম..
রাজকন্যার মতন ঘর জুড়ে আমাদের মেয়ে ডানা, শুধু ডানার মতন মেয়ে থাকলেই বলাযায় আমরা দুনিয়ার সবচেয়ে সুখী পরিবার।
তাই শেষের দুটি লাইনের মতন বলি..... সেই দিনের বেছে নেওয়া পথ চলেই আজকের আমি...
তাই আমি ভাগ্যে বিশ্বাসীনা... বিশ্বাস করি মানুষের সিদ্ধান্তই মানুষের জীবনের ভবিশ্যত তৌরি করে....
২৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! এক যুগ এক বছর ! অনেক দিন ! অনেক কথা -- অনেক লেখা। লাইফ সত্যিই বিউটিফুল।
অভিনন্দন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
নতুন বলেছেন: হুম জীবন সত্যিই সুন্দর....
আপনিও আপনার জীবন থেকে ৩ ঘন্টার একটা মুভি বানাতে পারবেন যেটা সুপার হিট হতে পারে....
সবার জীবনেই ভালো মন্দ সময় আসে... সেখান থেকে ভালো মুহুত` গুলি একত্র করলে সবাই বলবে লাইফ সত্যিই বিউটিফুল।
২৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০
রাকিব আর পি এম সি বলেছেন: ১৩ বছর পেরিয়ে গেলেও অাপনি এখনো নতুনই রয়ে গেছেন! অভিনন্দন জানাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭
নতুন বলেছেন: এই জন্যই তো ১৩ বছর আগে এই নিক নিয়েছিলাম...
২৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৫
নতুন বলেছেন: ধন্যবাদ দাদা
২৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার লেখা কম পড়া হয়েছে, তাই মন্তব্য খুব একটা করা হয় নি। আপনাকে ভালো লাগে চমৎকার সব মন্তব্যের জন্য, প্রতি মন্তব্যের জন্য। দীর্ঘজীবী হোন। শুভকামনা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯
নতুন বলেছেন: ধন্যবাদ আপনাকে...
এখন লেখার জন্য সময় পাইনা... কিন্তু প্রতিদিন কয়েকবার পড়তে ঠিকই ঢু মারি...
হ্যাপি ব্লগিং...
২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯
ভ্রমরের ডানা বলেছেন: শুভকামনা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২২
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...
২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার কমেন্টগুলো সব সময় এঞ্জয় করি।
তের বছরের পূর্তিতে শুভেচ্ছা।
অনেক শুভকামনা রইলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৪
নতুন বলেছেন: ধন্যবাদ হাসান ভাই...
২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অভিনন্দন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫
নতুন বলেছেন: ধন্যবাদ স্বামী জী...
৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন:
হে চির নতুন!
অভিনন্দন, পেরিয়ে তেরটি মহাকাল দর্পন
নিজেকে নিজে খুঁজে ফেরা- এইতো জীবন!
অপয়া অশুভ বলে অনেকে, আমার কাছে লাকি, নাম্বার থারটিন!
শুভেচ্ছা ভায়া
আজীবন থাকুন ব্লগ আর ব্লগােরদের মাঝে-কালের মহীরুহ হয়ে
+++
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...
আসলেই নিজেকে নিজে খুজে ফেরা এই তো জীবন...
ব্লগ এখন নেশা...তাই মনে হয়না এটা উপরে যাবার আগে ছাড়ানো যাবে..
যদি দেখেন কয়েকমাস কোন কমেন্ট নাই তবে মনে করবেন নতুন.... পুরাতন হয়ে গেছে...
৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯
জুন বলেছেন: আনলাকি তের পার হয়ে চৌদ্দ বছরে পা দিলেন নতুন। তার জন্য জানাই আন্তরিক শুভকামনা ।
আমিও এমাসেই নয় পার হয়ে দশে পা দেবো
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬
নতুন বলেছেন: ১৩ কেন আনলাকি হতে যাবে?
দশ বছর পূতির অগ্রীম শুভেচ্ছা... আপনার ভ্রমন ব্লগ দেখে হিংসে হয়
ধন্যবাদ...
৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫
নজসু বলেছেন:
আপনাকে অভিনন্দন প্রিয় নতুন ভাই।
প্রার্থণা করি, এতো বছরেও কখনও আপনি পুরাতন হবেন না।
চির নতুন হিসেবেই থাকুন আমাদের মাঝে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪০
নতুন বলেছেন: ধন্যবাদ নজসু...
৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬
বিজন রয় বলেছেন: অভিনন্দন!
আমি তো আপনাকে অনেক দিন ধরেই চিনি।
যাহোক, আমি মনে হয় ব্লগটাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক কিছুই করছি সবসময়।
আশাকরি আরো অনেক দিন আপনাকে ব্লগে পাবো।
শুভকামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯
নতুন বলেছেন: ধন্যবাদ বিজন দা...
ভালো কিছুর সাথে সব সময়ই পাশে পাবেন...
৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
প্রামানিক বলেছেন: ব্লগে একযুগেরও বেশি সময় পার করা সৌভাগ্যের লক্ষণ। আশির্বাদ করি আরো কয়েক যুগ বেঁচে থাকেন এবং সেই সাথে ব্লগও বেঁচে থাক।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
নতুন বলেছেন: ৩ যুগ+ বেচে আছি... আরো ২ যুগ বেচে থাকলেই তো অনেক
ধন্যবাদ ভাই....
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাই... জীবনে চড়াই উতরাই থাকবেই... কিন্তু সুখে থাকা সম্পূন` নিজেদের মনের ব্যাপার...
আমি জীবনে সুখী মানুষ.... আমার স্ত্রী আর মেয়ে ডানা মিলে খুবই সুখে আশি আমরা।
খুব সুন্দর আমার মন্তবের উত্তর দিয়েছেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৬
নতুন বলেছেন: আপনারাও ভাল থাকবেন
৩৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
রাফা বলেছেন: ১৩তম বর্ষ পুর্তিতে শুভেচ্ছা ও শুভ কামনা রইলো ।আরো এমন অনেকগুলো তের ,তের বর্ষ থাকুন ব্লগে।
জিবন আসলেই সুন্দর ও বৈচিত্রময়।উত্থান পতন ,আনন্দ বেদনা সব কিছুর সমন্বয়েই সুন্দর হয় জিবন।
ধন্যবাদ,কখনও পুরাতন না হওয়া “ নুতন“।
০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১২:৫৯
নতুন বলেছেন: ধন্যবাদ রাফা.... জীবনে এই বৈচিত্র আছে বলেই জীবন সুন্দর... নতুবা বোরিং হয়ে যাইতো
৩৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক অনেক অভিনন্দন জানবেন। আর মাস চারেক পর, আপনার মতো একটা লিখা পোস্ট করার ইচ্ছে আছে। বাকিটা উপরওয়ালার হাতে থাকছে। অনেক ভালো আর সুস্থ থাকুন।
০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:০৩
নতুন বলেছেন: আর মাত্র ৪ মাস.. লিখতে থাকুন... হ্যাপী ব্লগিং...
৩৯| ০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ কিছুদিন বিবিধ কারণে ব্লগে অনিয়মিত থাকার কারণে সময়মত পোষ্টটি দেখা হয়নি ।
ব্লগে সুদীর্ঘ ১৩ বছর পার করা সন্মানীত সহব্লগারের প্রতি রইল বিলম্বিত শুভেচ্ছা ।
ব্লগ জীবন সুন্দর ও সুকোমল হোক এ কামনা রইল ।
০৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৬
নতুন বলেছেন: ধন্যবাদ ভাই...ভালো থাকুন সুস্হ থাকুন...
৪০| ০৬ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি মালয়েশিয়াতে আছি অনেক দিন। যদি আসেন দেখা দিয়ে যাবে। আমি যখন শ্রীলঙ্কা থাকতাম তখন আরেকজন ব্লগার ছিলেন উনার নাম পুরাতন। আপনার বিপরীত।
০৬ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:০৪
নতুন বলেছেন: ভাই আমি এখন দুবাই.... হয়তো যাবে একবার পুরানো সব কিছু দেখতে....
৪১| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৩৪
আর্কিওপটেরিক্স বলেছেন: Do you use Exploit.In?
২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:১৮
নতুন বলেছেন: না ভাই....
৪২| ১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
অর্থনীতিবিদ বলেছেন: এতো দীর্ঘ বছর পরেও আপনি নতুন। অভিনন্দন রইলো।
১৩ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২
নতুন বলেছেন: ধন্যবাদ অথ`নীতিবিদ ভাই.... আমি চিরকালই নতুন
৪৩| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ৮:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নতুন ভাই যেনো চীরদিন নতুন ই থেকে যায় সেই কামনা রইল যুগ সাথে এক প্লাসে ব্লগীয় জীবনে। ভাল থাকবেন সবসময়।
১৩ ই জুলাই, ২০১৯ রাত ৯:১৪
নতুন বলেছেন: ধন্যবাদ সুজন ভাই.... আপনিও ভালো থাকবেন সবাইকে নিয়ে।
৪৪| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০৪
শ্রেষ্ঠ অফিসার বলেছেন: Life is beautiful - shape it, sharp it , shake it ...
BE yours ..
Love and hug
১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০৫
নতুন বলেছেন: জী ভাই, জীবন সুন্দর তাই সবাই মিলে সুখী পৃথিবি বানাতে হবে যাতে সবাই ভালো থাকে...
ভালো থাকবেন।
৪৫| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১:০৯
শ্রেষ্ঠ অফিসার বলেছেন: পৃথিবি নয়---পৃথিবী হবে-
৪৬| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
হে চির নতুন!
অভিনন্দন, পেরিয়ে তেরটি মহাকাল দর্পন
নিজেকে নিজে খুঁজে ফেরা- এইতো জীবন!
অপয়া অশুভ বলে অনেকে, আমার কাছে লাকি, নাম্বার থারটিন!
শুভেচ্ছা ভায়া
আজীবন থাকুন ব্লগ আর ব্লগােরদের মাঝে-কালের মহীরুহ হয়ে ।মন্তব্যে ভালো লাগা।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭
নতুন বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
ব্লগ এখন নেশার মতন, ছাড়া যাবেনা। যখন দেখবেন কয়েক মাস ব্লগে নাই তখন বুঝে নেবেন নতুন পুরাতন হয়ে গেছে
ভালো থাকবেন, হ্যাপী ব্লগিং
৪৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৯
মাহের ইসলাম বলেছেন: আপনি কিন্তু এখনো নতুন'ই আছেন।
আপনার অভিজ্ঞতাসমৃদ্ধ লেখার আলাদা টান সব সময় থাকবে।
ভালো থাকবেন, শুভ কামনা রইল।
০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০২
নতুন বলেছেন: ধন্যবাদ মাহের ভাই।
ব্লগে অনেক ভালো লেখক আছে.... আমি মাঝে মাঝে মনের ভাবনা প্রকাশের চেস্টা করি আরকি।
৪৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
রূপম রিজওয়ান বলেছেন: মাফ করবেন,অফ টপিক।
বর্তমান ব্লগারদের মধ্যে আপনিই কি সবথেকে 'পুরাতন'??? বিষয়টা নিয়ে আমার খুব কৌতুহল!
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭
নতুন বলেছেন: আমি তো নতুন ভাই
আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ৩০৫টি
মন্তব্য করেছি: ১৮১২৩টি
মন্তব্য পেয়েছি: ৬৮৮৮টি
ব্লগ লিখেছি: ১৩ বছর ৯ মাস
অনুসরণ করছি: ৯১ জন
অনুসরণ করছে: ৩৯১ জন
৪৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
রূপম রিজওয়ান বলেছেন: রি-ইউনিয়নে আসছেন?
২৫ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২২
নতুন বলেছেন: না ভাই প্রবাসী কামলা খাটলে অনেক কিছুই মিস করতে হয়
৫০| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৭
ম. রহমান বলেছেন: আমরা সম্ভবত একই সময়ে ব্লগে এসেছিলাম । যাইহোক, যেখানেই থাকুন, ভালো থাকুন ।
০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৪:০৯
নতুন বলেছেন: কেমন আছেন ভাই? আমি ভালোই আছি,
৫১| ০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫২
কলাবাগান১ বলেছেন: অভিনন্দন প্রায় ১৪ বছর পার করলেন...
আমারও কলাবাগান (পাসওয়ার্ড মনে নাই) আর কলাবাগান১ নিকে দেখাচ্ছে ১২ বছর ৬ মাস....
০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৮
নতুন বলেছেন: আপনিও তো ১ যুগ পার করলেন ভাই। অভিনন্দন ...
৫২| ০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৪:৫৯
রুপ।ই বলেছেন: কিভাবে যে সময় যায় ! দেখতে দেখতে আমারো ৮ টা বছর চলে গেল আজো মনে হয় কদিন আগেই তো দুরু দুরু বুকে শুরু করেছিলাম। কত কিছু দেখলাম, কত লেখকের লেখা ভাল লাগলো,কতজন কে আর খুজে পাইনি ,টিম টিম করে আমরা কজন জেগে আছি। ভাল থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮
নতুন বলেছেন: ভাল থাকবেন, ব্লগে সময় পার করা এখন একটা নেশার মতন হয়ে গেছে। যতদিন অনলাইনে থাকতো ততদিনই ব্লগে থাকা হবে।
যখন দেখবেন নেই তখন বুঝে নেবেন হয়তো নতুন পারে চলে গেছি
৫৩| ০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৫:২৫
মলাসইলমুইনা বলেছেন: নতুন,
আপনার এই লেখায় আরো অনেক আগেই কমেন্ট করবো ভেবেছিলাম ।
আমার গত দুটো লেখার মন্তব্য জনিত দৌড়ানির হয়রানির জন্য ভুলে গিয়েছিলাম লেখাটার কথা ।
আজকে আবার চোখে পড়লো । এই ফাঁকে মন্তব্যটা সেরে নেই । নইলে আবার ভুলে যাবার সম্ভাবনা আছে ।
আপনি আরো অনেক দিন ---বহুদিন, সামুর বিগক্রাঞ্চ পর্যন্ত লিখতে থাকুন ।
আমি শিওর আপনার পরিশীলিত লেখা, লেখায় যুক্তিযুক্ত মন্তব্য আর প্রতিমন্তব্যের থেকে নতুন পুরোনো সব ব্লগারেরই অনেক কিছু শেখার আছে ।
ভালো থাকুন ।
হ্যাপি নিউ ইয়ার ।
০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯
নতুন বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই।
আমি এখনো লেখক হইতে পারিনাই। সমালোচনা করতে পারি। লেখা কঠিন কিন্তু অন্যের লেখায় সমালোচনা করা সহজ কাজ।
ব্লগ এখন নেশা, যতদিন অনলাইনে থাকবো ব্লগে দেখতে পাবেন, যখন দেখবেন নাই তখন বুঝে নেবেন অন্য পারে চলে গেছি
৫৪| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। পথচলা হোক সুন্দর।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:০০
নতুন বলেছেন: Thank you vi.
(from phone can't type in Bangla. sorry for eng)
৫৫| ০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪
রূপম রিজওয়ান বলেছেন: কি খবর আপনার? অনেকদিন হলো নতুন পোস্ট নেই?
০৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯
নতুন বলেছেন: গত ৬ই ডিসেম্বই তো শেষ পোস্ট দিয়েছিলাম।
পড়ার সময় পাইনা যে নতুন কিছু লিখবো। কামলায় ব্যস্ত, এখনো সকাল 8.30am এসে এখন 7.48pm অফিসে, বসে আছি
লেখার সময় না পাইলেও ব্লগ পড়ি প্রতিদিন।
৫৬| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:৩৬
মেহবুবা বলেছেন: কিসের নতুন , পুরোন ;এখন দেখছি ১৪ বছরের পুরোন তবে জং ধরেনি কারন Active এত দিন ধরে !
কিভাবে মালয়েশিয়া গেলে যে বছর পার হয়ে গেল !!!
ব্লগে কিছু মানুষ আছে যারা সচেতন, লেখার হাত ভাল এবং বিবেক বুদ্ধি সম্পন্ন; তুমিও তাদের একজন।
শুভকামনায় থেকো।
০১ লা মে, ২০২০ বিকাল ৪:৫৩
নতুন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২০০৬ এর পয়লা জানুয়ারী মালোয়েশিয়াতে গিয়েছিলাম পড়াশুনার জন্য, শেষ করে এসেছি দুবাই, এখানেও ১২ বছর পার করলাম।
ব্লগ এখন একটা নেশা হয়েগেছে। লেখা হয় না কিন্তু প্রতিদিন ঢু না মারলে ভালো লাগেনা।
জীবন সুন্দর, ভালো থাকবেন, ।
৫৭| ০২ রা মে, ২০২০ রাত ১২:৪৫
চাঙ্কু বলেছেন: একি জেডা!! আমি তোমার এইরাম বর্ষপুর্তি পোষ্ট মিসাইলাম। কপিনন্দন। অনেক পথ পাড়ি দিয়েও তুমি এখনও ব্লগে একটিভ দেখে খুব ভালো লাগে। আশা করি দুই যুগ পুর্তির পোষ্টও দেখব!
০২ রা মে, ২০২০ রাত ১২:৫২
নতুন বলেছেন: ধন্যবাদ জেডা।
ব্লগ এখন একটা নেশা , লেখা হয় না কিন্তু পড়তে আসি প্রতিদিন।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০
আরোগ্য বলেছেন: দশম বছর পূর্তিতে দশবার অভিনন্দন জানাই।