নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

বাড়ীতে থাকা তেল দিয়েই মশার বিরুদ্ধে যুদ্ধ করুন, ব্লিচ বা অন্য ক্যামিকেলের চেয়ে আমাদের খাবার তেল পরিবেশের জন্য কম ক্ষতিকর।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৭

ব্লিচ বা অন্য ক্যমিক্যেলের চেয়ে কম ক্ষতিকর এবং কম দামী তেল দিয়েই কিন্তু পানিতে থাকা মশার লাভ`া মারা যায়।

মশার লাভ`া কিছুক্ষন পর পর পানির উপর থেকে শ্বাস নেয়। সেটা বন্ধ হয় যদি ঐ পানির উপরে একটা তেলের আবরন থাকে।



নিচের ভিডিওতে দেখতে পারবেন।

আপনার বাড়ীর পাশেই অল্প তেল দিয়েই ড্রেনের বা অন্য কোন জমে থাকা পানিতে যেখানে মশা ডিম পেড়েছে এবং লাভ`ার আছে তাতে মশার বংশ বিস্তার বন্ধ করতে পারবেন।

আমার মনে হয় তেল দিয়ে পরিবেশের ক্ষতি কম হবে। ব্লিচ বা অন্য কোন ক্যেমিকেল্যে আরো বেশি পরিবেশের ক্ষতি হবে।

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৫

জাহিদ হাসান বলেছেন: ব্লিচিং পাউডার শুনলাম ভাল কার্যকরী।
নালা-নর্দমার মশা মারতে ব্লিচিং পাউডারই ভাল।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৭

নতুন বলেছেন: ব্লিচিং পাউডার কায`করী অবশ্যই। কিন্তু এটা ক্যমিক্যাল এবং ক্ষতি বেশী। আপনার কিনে আনতে হবে।

কিন্তু তেল ঠিক মতন দিলে ১০০% কায`কর। ক্ষতি কম। বাড়ীতেই আছে।

২| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫২

ইসিয়াক বলেছেন: উপকারী পোষ্ট ।ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৭

নতুন বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা
ধন্যবাদ সুন্দর উপকারী পোস্টের জন্য

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৭

নতুন বলেছেন: দ্রুত এই বিপদ থেকে সবাই রক্ষা পাক।

৪| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


কেনার সময় দোকানদারকে বলে কয়ে নেয়া যাবে, ভেজাল তেল দিলেও অসুবিধা নেই

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

নতুন বলেছেন: Hmm tel hoile e Hobe. Vejal tel o problem Nai

৫| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩০

নজসু বলেছেন:



ঠিক বলেছেন ভাই।
কেরোসিন তেলও অনেক কার্যকরী।

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: Yes I tried with kerosene it worked very well.

৬| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: সাবধান থাকতে হবে। খুবস আবধান থাকতে হবে মশা থেকে।

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২০

নতুন বলেছেন: Awareness is the key.

৭| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:০৪

রাজীব নুর বলেছেন: কথায় আছে- 'মশা মেরে হাত ময়লা করে কী লাভ!' মশা মারতে কামান দাগা '। বর্তমানে মশা আমাদের যে দশা করছে তাতে মশা মেরে এখন হাত ময়লা করাই শ্রেয়। যদি সম্ভব হয় কামান দাগিয়েও মশা নিধন শুরু হোক। খুব ভয় হচ্ছে- আল্লাহ্‌ এই তুচ্ছ কীট পতঙ্গ দিয়ে আমাদের শাস্তি দেওয়া থেকে পরিত্রাণ দিন। আমাদের ক্ষমা করুন। আসুন সবাই সচেতন হই। নিজে বাঁচি অন্যকে বাঁচাই ।

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

নতুন বলেছেন: সমাজের মানুষের সচেতন হওয়া ছাড়া এমন সমস্যা থেকে পরিত্রানের উপায় নেই।

সামনেও আরো বড় বড় মহামারী আসবে যদি এখনই সবাই সচেতন হওয়া শুরু না করি।

৮| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন আইডিয়া। তেলের অপ্রবেশ্য স্তরের নিচে অক্সিজেনের অভাবে মৃত্যু হওয়ার কথা।

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৬

নতুন বলেছেন: হুম ওরা অক্সিজেনের অভাবে মারা যায়। কয়েক মিনিটেই কাজ হয়।

৯| ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


মশা কন্ট্রোলে রাখা দরকার; তবে, ডেংগু বিনাশের জন্য দরকার টিকা


৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

নতুন বলেছেন: ডেঙ্গূ মশা আফ্রিকা থেকে এখানে আসলো কিভাবে?

১০| ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

তারেক_মাহমুদ বলেছেন: এই মুহুর্তে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা উচিত, এই ভয়াবহ রোগ থেকে বাচতে সচেতন হওয়ায় বিকল্প নেই।

৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

নতুন বলেছেন: শিক্ষা প্রতিস্ঠান বন্ধ করে কতটুকু উপকার হবে জানি না। যদি ডেঙ্গু বিস্তার রোধে দরকার হয় তবে করুর।

কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিস্ঠানে মশা থাকতে পারবেনা সেটার জন্য প্রয়োজনিয় ব্যবস্তা নিতে হবে স্কুলকে.।

জানালায় নেট লাগানো। ক্লাস শুুরু আগে প্রতিদিন রুমে মশা মারার জন্য স্প্রে করার জন্য কাজ গুলি স্কুল কতৃপক্ষকে করতে হবে।

১১| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " ডেঙ্গূ মশা আফ্রিকা থেকে এখানে আসলো কিভাবে? "

-ডেংগু মশা নামে মশা নেই, আছে ভাইরাস! মানুষ যখন ভ্রমণ করেন, রোগ জীবানুও ভ্রমণ করে।

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪২

নতুন বলেছেন: ঠিক

১২| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৮:২০

নূর আলম হিরণ বলেছেন: হ্যাঁ, এটা সহজ ও কার্যকরী।

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯

নতুন বলেছেন: হুম এটা না করে মানুষ ব্লিচ আর হারপিকের বিক্রি বাড়াতে গুজব ছড়াচ্ছে।

১৩| ৩০ শে জুলাই, ২০১৯ রাত ৯:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহজ পদ্ধতি! কিন্তু ফল ভাল।
কেরোসিনে খানিকটা গন্ধ হরেও সয়ে নিলে উপকারই উপকার :)

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০

নতুন বলেছেন: কেরোসিন সস্তা এবং সবাই একটু কিনে চারপাশে দিতে পারে।

১৪| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১২:০৫

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। +

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫০

নতুন বলেছেন: সবাই নিজের জায়গা থেকে কাজ করলে এমন সমস্যা কমানো সম্বভব।

১৫| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১:৩৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো পদ্ধতি।

(শুনলাম সরকার উবাকিয়া' বা 'জেনেটিক্যালি মডিফায়েড পদ্ধতির মাধ্যমে মশা উৎপাদন করে ডেঙ্গু, ম্যালেরিয়া.... প্রতিরোধ করবে। এই প্রকল্পের কি অবস্থা?)

৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৫৯

নতুন বলেছেন: মশা যাতে বাড়তে না পারে সেটা করতে হবে।

আর এই মসা পালতে হলে অন্য মশাও থাকবে আর বাকি মশা মারতে গেলে এই টাকা দিয়ে কেনা মশাও মারা যাবে।

১৬| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ২:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেকে না বুঝেই মাল্টিন্যাশানাল দের পক্ষে গুজব শেয়ার করে হারপিগের বিক্রি বাড়িয়ে যাচ্ছেন।
বেসিনে ঢালাটা চরম বোকামি। মশার লার্ভা চলন্ত পানিতে এমনিতেই মারা যায়। আর ডেংগু ক্যারিয়ার এডিস মশা ময়লা পানিতে কখনোই ডিম পাড়ে না।

আপনি ঠিকই বলেছেন।
রান্নার তেল বা কেরসিন সাথে কিছু পানি মিশিয়ে হ্যান্ড স্প্রেয়ারে ভরে সাধারণ জমে থাকা পানিতে, বিল্ডিংয়ের কার্নিশে ছাদের কোনায় ইত্যাদিতে ছিটাতে হবে।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫২

নতুন বলেছেন: গুজবে সবাই ইভেন্ট তৌরি করছে হারপিক ঢালার জন্য....

ফেসবুক ব্যবহার নিয়ন্ত্রন করা উচিত।

আহাম্মকদের হাতে ইন্টারনেট দিলে বিপদ।

১৭| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সমাজের মানুষের সচেতন হওয়া ছাড়া এমন সমস্যা থেকে পরিত্রানের উপায় নেই।
সামনেও আরো বড় বড় মহামারী আসবে যদি এখনই সবাই সচেতন হওয়া শুরু না করি।

প্রকিতির উপর অত্যাচার করলে, প্রকিতি নিজেই শাস্তির ব্যবস্থা করে।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৪

নতুন বলেছেন: আগামী বছর ডেঙ্গু আরো ভয়াবহ হতে পারে।

এন্টিবায়টিক রেসিসটেন্স আরেক টাইম বোমা

বাংলাদেশ থেকে গামেন্টস ইন্ড্রাস্টি সরে যাবে ৫-১০ বছরের মধ্যে.... তখন কি হবে?

আরো কত সমস্যা আসবে সামনে...

১৮| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:০৯

ভুয়া মফিজ বলেছেন: সহজ একটা সমাধান এটা। তবে আমাদের কর্তাব্যক্তিরা এসব সহজ সমাধানে যাবেন না, কারন এতে টু-পাইস কামানোর কোন উপায় নাই। উনারা এমন সব কাজ করবেন, যাতে করে পকেট ভারী হয়। মেয়র সাঈদ খোকন বলেছেন, প্রয়োজনে বিমানে করে মশার ওষুধ আনা হবে :D view this link

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৪

নতুন বলেছেন: ঠিক বলেছেন.... সবাই ধান্দার বিষয়টা আগে মাথায় রাখে।

১৯| ৩১ শে জুলাই, ২০১৯ সকাল ১১:৪৫

রাকিব আর পি এম সি বলেছেন: খুব দরকারী পোস্ট। ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫

নতুন বলেছেন: সাধারন জিনিসটা সবাই ব্যবহার করলে অনেক উপকার হবে।

২০| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

আখেনাটেন বলেছেন: দরকারী তথ্য।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৫

নতুন বলেছেন: সবাই ব্যবহার করলে ভালো হবে।

২১| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আগামী বছর ডেঙ্গু আরো ভয়াবহ হতে পারে।
এন্টিবায়টিক রেসিসটেন্স আরেক টাইম বোমা
বাংলাদেশ থেকে গামেন্টস ইন্ড্রাস্টি সরে যাবে ৫-১০ বছরের মধ্যে.... তখন কি হবে?
আরো কত সমস্যা আসবে সামনে...

আগামী বছর ডেংগুর ওষুধ আবিস্কার হয়ে যাবে।
গার্মেন্টস শিল্প আরো উন্নতি হবে।
সমস্যা থাকলে সমাধানও থাকবে।
আমাদের আশাবাদী হতে হবে।

৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

নতুন বলেছেন: যদি মশার বৃদ্ধি বন্ধ করা যায় এবং জনগন সচেতন হয় তবে আগামী বছর ডেঙ্গু সমসঃা থাকবেনা ।

কিন্তু এন্টিবায়োটিক রেসিসটেন্স এর জন্য জনগনকে সচেতন হতে হবে।

খাদ্যে ভ্যাজাল দেওয়া বন্ধ করতে হবে।

গার্মেন্টস শিল্প আরো উন্নতি হবে। অবশ্যই উন্নতি হবে....

কিন্তু কয়েক বছর পরে আফ্রিকার বিভিন্ন দেশে অনেক গার্মেন্টস কারখানা হবে তাদের সাথে আমাদের কারখানার মালিকরা দামে পেরে উঠবেনা। তখন অনেক অডার আফ্রিকায় চলে যাবে এবং বন্ধ কারখানার বেকার শ্রমিকরা অনেব বড় বিপদে পড়বে।

এটা এখন ই মাথায় রেখে কাজ করা দরকার্।

চীন এবং ইউরোপের অনেক বিনিয়োগ এখন আফ্রিকার উন্নয়নে কাজ করছে। ওদের শ্রমিক সস্তা এবং ইউরোপ এবং আমেরিকাতে যোগাযোগে সময় লাগে কম।

২২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪২

অন্তরা রহমান বলেছেন: তেলও একই রকম ক্ষতিকারক এবং ক্ষেত্রবিশেষে বেশি। এভাবে হবে না। :(

০১ লা আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

নতুন বলেছেন: ব্লিচ বা অন্য ক্যামিক্যেলের থেকে আমরা যেই তেলে রান্না করি সেটা অনেক বেশি নিরাপদ এবং কায`কর।

২৩| ০২ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মশা মারার জন্য ইলেকট্রিক ব্যাট এই মুহূর্তে সব চেয়ে কার্যকরী পদ্ধতি। এতে পরিবেশের কোন ক্ষতি হয় না‌ ব্যবহার ও সহজ। সবাই ব্যাট ব্যবহার করা শুরু করুন।

০২ রা আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

নতুন বলেছেন: হুম অবশ্যই ভালো... ঘরে সবাই ১০ মিনিট করে মশা মারলে ঘরে মশা থাকবেনা।

তেল দিয়ে ঘরের বাইরে জমা পানিতে মশার বংস ধংস করা যায়। খুবই সহজে।

২৪| ০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ১২:৪৩

সুমন কর বলেছেন: ভালো তথ্য।

০৪ ঠা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৯

নতুন বলেছেন: নিরাপদে থাকবেন, ।

২৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দু'বার দেখলাম, আসলেই ভাল ও উপকারী তথ্য।
আমরা যারা ভোগান্তি বা আমাদের আশপাশের যারা এর দ্বারা প্রভাবিত তারা যদি নিজে থেকে এই পন্থা অবলম্বন করে তবে অবশ্যই এই রোগ ব্যাপকতা ছড়াবে না। আশাকরি ভবিষ্যতের প্রতি আমরা একটু সচেতন হব।

সুন্দর টিপসের জন্য ভালবাসা।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫

নতুন বলেছেন: ধন্যবাদ ভাই।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

বিজন রয় বলেছেন: আশাকরি ভাল আছেন।

নতুন পোস্ট আশা করছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩

নতুন বলেছেন: ভালো আছি ভাই,

সময় পাইনা, তাই নতুন কিছু পড়ার সময়ও কম, লেখার সময়ও কম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.