নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

আর কত ঘটনার পরে ছাত্র রাজনীতি বন্ধ করবে বাংলাদেশ?

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:১৩


ছাত্ররাজনীতি আমাদের দেশে এখন ক্ষমতাশীল দলের হাঠিয়াল বাহিনিতে পরিনত হয়েছে।

১৯৫২ তে ছাত্ররা শুরু না করলে এখন হয়তো আমার এই লেখা বাংলায় লেখা সম্ভব হতো না, হয়তো বাংলাদেশের নাগরিক থাকতাম না।

সেই হিসেবে সবাই ছাত্ররাজনীতিকে সবাই একটা অনেক বড় জিনিস হিসেবে দেখতো।

কিন্তু এখন ছাত্রলীগ, ছাত্রদল শুধুই মাত্র লাঠিয়াল বাহিনি ছাড়া আর কিছুই না।

সবার কাছে একটা প্রশ্ন এখন ছাত্ররাজনীতিকরা ছাত্রদের জন্য কি করে?


প্রতিটা জেলার ছাত্রলীগ এখন ঠিকাদারী করে, কিছু আবার চাদাবাজী করছে, ছাত্ররাজনীতি করে তাদের বড় একটা অংশের কাছে অস্র আছে।

এদের কাজ প্রতিপক্ষের উপরে প্রভাব বিস্তার করা। এলাকার দখলে রাখা। এলাকার মাদক ব্যবসা মদদ কিন্তু রাজনীতিক দলের পক্ষ থেকেই করা হয়।




কিছুদিন পর পরেই বিশ্ববিদ্যালয়ের গোলাগুলি, মারামারি, চাদাবাজী, টেন্ডারবাজি, হত্যার খবর আসে,...
প্রশ্ন আর কত নিচে নামলে পরে দেশে ছাত্ররাজনীতি বন্ধ করতে সবাই সচ্চার হবে?

অনেকেই বলবেন যে অনেক হামলার বিচার হয়েছে, তারা ভন্ড কারন তারা জানে প্রভাবসালীরা বিচারে পার পেয়ে যায়।

মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের যুদ্ধে, রাজাকার ও আল-বদর বাহিনীর ৫৫ হাজারের মাঝে ৩০ হাজার ছিলো ইসলামী ছাত্র সংঘের (ছাত্র শিবিরের আগের নাম) জল্লাদ; তারা পাকী বাহিনী থেকে বেশী মানুষ হত্যা করেছে; তারা ডাক্তার, ইন্জিনিয়ার, শিক্ষক মিলে হাজারের বেশী মানুষকে ধরে নিয়ে হত্যা করে; এই ভয়ংকর ঘটনার পর, ছাত্রদেরকে রাজনৈতিক দলের অংশ করা ছিল অপরাধ।

০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৯

নতুন বলেছেন: চর দখলের জন্য লাঠিয়াল বাহিনি দরকার।

বত`মানে টেন্ডার বাজী করতে, এলাকা দখল করতে, বিরোধী দলকে রাস্তায় আন্দোলন প্রতিহত কিভাবে করবে?

লাঠিয়াল বাহিনি হলো ছাত্রলীগ, যুবলীদ, ছাত্রদল, যুবদল, শিবির....

প্রতিটা ছাত্ররাজনীতিক দলের হাতে আধুনিক অস্র আছে.... :(

সবাই বিষয়গুলি জানে, কিন্তু কেউই ছাত্ররাজনীতি বন্ধ করতে চায় না।

২| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৪

আরইউ বলেছেন: মানুষ বিবেকবান হোক; রাষ্ট্র আরেকটু মানবিক হোক!

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৫

নতুন বলেছেন: দেশে ভন্ডমানুষে ভরে যাচ্ছে, রাজনীতিকরা ভন্ড, এরা দেশের নামে ছাত্রদের নিজেদের লাঠিয়াল বাহিনির মতন ব্যবহার করেছে।

ছাত্রদের হাতে অস্র তুলে দিচ্ছে বড় নেতারা।

ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ঘটনায় যে ম্যাসেজ দেয়া হলো- সেটা খুবই ভয়াবহ নতুন ভাই। খুবই ভয়াবহ! হয়ত হত্যাকান্ড ইচ্ছেকৃত ছিলো না, কিন্তু মাইরের চোটে মারা গেছে। এখন যারা এই ঘটনার সাথে জড়িত, তারা দেখবে মুদ্রার অন্য পিঠ!

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৩

নতুন বলেছেন: ভাই দেশে বিরোধী দল না থাকলে সরকারীদল দানব হয়ে যায়, তাদের লাঠিয়াল বাহিনি এই রকমের ধারনা নিয়ে চলেতেই পারে।

বিপক্ষে কিছু বললেই তার গায়ে হাত তোলা তাদের জন্য সাভাবিক ব্যপার। এরা মারতে চায়নি কিন্তু মাইরের চোটে মারা গেছে এটা ঠিক।

কিন্তু এই রকমের মনমানুষিকতা এখন হাজার ছাত্রের মাঝে আছে, যাদের কলমের চেয়ে হাতও চলে মানুষকে মারধোর করতে তাদের বিবেকে বাধে না।

এর জন্যই ছাত্ররাজনিতি বন্ধ করতে হবে। এরা মেধাবী ছা্ত্র বলেই এই রকমের বিদ্যাপীঠে পড়াশুনা করছে, এদের এমন দানব কিভাবে বানানো হচ্ছে? রাজনীতি, ক্ষমতা, অস্র, টাকা এদের এমন দানব বানাচ্ছে।

ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫২

সাহিনুর বলেছেন: সাহস কি করে পায় এরা, সেটাই ভেবে বড় আশ্চার্চ হয় আমি ।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২৭

নতুন বলেছেন: আপনার যদি মনুষত্ব বোধ থাকে তবে আপনি কখনোই মানুষের গায়ে হাত তুলতে পারবেন না। এটা আসে ক্ষমতা থেকে, এরা জানে কাউকে মারধর করলে তাদের কিছু হবেনা।

সেই সমথন তাদের বড় ভাইদের কাছ থেকে পেয়েছে। তারা জানে দেশে হত্যার বিচার হয়না। সেখানে কেউ মারধোরের জন্য মামলা করতে যাবেনা, আর গেলেও তাদের কেউ গ্রেপ্তার করতে আসবেনা।

ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রায় ১৮/২০ বছর আগে প্রথম আলো রিপোর্ট করেছিল তৎকালীন কোন এক ঘটনার পর "ছাত্ররা এই রাজনীতি চায় না"। তারপরও এটা বন্ধ করেনি কোন সরকার। সম্ভবত মাঝখানে একবার খালেদা জিয়া বলেছিল, ছাত্রদলের রাজনীতি বন্ধ করবে যদি ছাত্রলীগের বন্ধ হয়(কিংবা ৬ মাসের জন্য ছাত্রদলের কার্যক্রম বন্ধ ছিল, পুরো মনে পড়ছে না)। এরপর একবার ছাত্রলীগের রাজনীতিতে অতিষ্ট হয়ে শেখ হাসিনা ছাত্রলীগের অঘোষিত প্রধান থেকে সরে দাঁড়ান। কিন্তু পরবর্তীতে দুই দলই তাদের এই সন্ত্রাসী শাখা চালু রাখেন।

আমি বুঝি না, পৃথিবীর কোন দেশ আছে যে দেশের শিক্ষক ছাত্রনেতাকে ভয় পায়? যে দেশের ভিসি ছাত্রনেতার ধমক শুনে? এসব বিচিবিহীন ভিসি কে আমি অনেক দিন ধরেই নপুংসক ডাকি। আর যারা ইনিয়ে বিনিয়ে অতীত ইতিহাসের জন্য এই ছাত্র রাজনীতি চালিয়ে যেতে বলে তাদের আমি দেশদ্রোহী মনে করি...

আমি আর্মি আসুক বলে চাঁদগাজী আমাকে পছন্দ করেন না। কিন্তু শুধু এই ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য হলেও আমি চাই আর্মি আসুক...

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৫

নতুন বলেছেন: স্টুডেন্ট কাউ্‌ন্সিল সব খানেই থাকে, মালোয়েশিয়াতে এদের কাজ ছাত্রদের সাহাজ্য করা। রাজনিতির কিছুই এরা করেনা।

যদি আপনার পকেটে অস্র থাকে তখন শিক্ষকও ভয় পাবে।

আমি` আসা কোন সমাধান না। যদিও আমাদের দেশের জন্য একনায়কতন্ত্রই দরকার আর দেশে এখন একনায়কতন্ত্রই চলছে গনতন্ত্রের নামে। যদি আমি` আসে তবে দেশের হাল এখনকার মতনই হবে।

ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ছাত্রদলকে গণনা করেন বলে মনে হয় না; কমপক্ষে, উনি ছাত্রদলকে জল্লাদ ভাবেন না; উনার ধারণা, ছাত্র রাজনীতি বন্ধ করলেও, শিবির থেকে যাবে, উহারা জন্মগতভাবে জল্লাদ

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪২

নতুন বলেছেন: দেশে আগামী ১০০ বছরে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাশালী সরকার প্রধান আসবে কিনা সন্দেহ আছে।

উনি যদি চেস্টা করে তবে সবই সম্ভব। উনি চেস্টা করলে দেশ থেকে ৬ মাসে দূনিতি, সন্ত্রাস বন্ধ করা সম্ভব।

উনি এখন চেস্টা করলে তার দলের নস্টমানুষদের পাল্টে নতুন ভালো মানুষ দিয়ে রিপ্লেস করতে পারে এবং তাতে আয়ামীলীগের ক্ষমতা চলে যাবেনা বরং নতুন বাংলাদেশের শুরু করার জন্য মানুষ উনাকে ভালো বলবে।

কট্টরবাদী শিবির জল্লাদ এরা ঠান্ডামাথায় মানুষ মারতে পারে এটা সত্যি, কিন্তু আয়ামীলাগীও কিন্তু কট্টরবাদী দল.... আসলে এই দুইটাই শুধু কোন একটা আদশ নিয়ে দল শুরু করেছিলো। বিএনপি,এরশাদ রাজনিতি শুরু করেছিলো হঠাত করেই।

এখন শেখ হাসিনার কাছে যেই তথ্য আছে সেটাতে উনিও বিশ্বাস করবেন যে ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

কিন্তু দেশের জনগন ভালো না তাই উনি তার লাঠিয়াল বহিস্কার করলেও অন্যরা সেই সুযোগে পানি ঘোলা করবে। সেই ভয় তিনিও ছাত্ররাজনীতি বন্ধ করবেনা। তারও লাঠিয়াল বাহিনি দরকার।

এই চক্র থেকে কি ভাবে বের হবে তা ভেবে পাইনা।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: নতুন ভাই,
এসকল মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের শিক্ষাঙ্গন, সমাজ ও পরিবারেও একটা বিরাট খারাপ প্রভাব পরে। সাধারণত এই ঘটনাটি তার চেয়েও বেশি মর্মান্তিক। কিন্তু ডাক্তার মস্তিষ্কের সমস্যার জন্য কখনো কোন রুগীর মস্তক কেটে ফেলার পরামর্শ দেয় না। সাদ্দাম ভাইয়ের পোস্টে দেখলাম আপনি ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানালেন। আসলে তা বন্ধের চেয়ে আমাদের উচিত রাজনৈতিক দলগুলোকে শিক্ষাঙ্গনে দলের শক্তি প্রয়োগ থেকে বিরত রাখার জন্য প্রায়োগিক ভাবে চেষ্টা করা। এতে ভার্সিটি কর্তৃপক্ষ তাদের স্বতন্ত্র নিয়মাবলী প্রয়গের স্বাধীনতা পাবে।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৯

নতুন বলেছেন: ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

আপনার কেন ছাত্রদের রাজনীতিতে দরকার বলবেন কি?

যারা ৫২, ৭১ এর ভুমিকার কথা বলেন তারা ভন্ড....। যখন দেশের দরকার হবে তখন ছাত্রারা ঘরে বসে থাকবেনা। এটা যুবকের রক্তেই থাকে, মায়ের জন্য, দেশের জন্য এরা সব সময়ই ঝাপিয়ে পড়বে।

দেশে ছাত্রনেতারা কি করে? এদের আয়ের উতস কি? এদের হাতে অস্র কেন? কোন এমন মেধাবী ছাত্ররা আরেকটা ছাত্রের ফেসবুকের পোস্টের জন্য মারধর করতে সাহস পাবে?

এরা কিছু জিনিস বিশ্বাস করে বলেই এই সাহস পায়<<<<<

এরা জানে তাদের খুটির জোড় আছে, তাদের কাউকে মারধর করলে সাজা হবেনা। ঐ ছেলে পুলিশে গিয়ে কেস করবেনা। মামলা করলে তাদের সাজা হবেনা। তাদের হাতে অস্র আছে, তার ভয়ে ঐ ছেলে কম্পেলন করবেনা, সোজা হয়ে যাবে।

ছাত্ররা এখন যেহেতু লাঠিয়াল বাহিনি তাই এদের দরকার নাই।

স্টুডেন্ট কাউন্সিল বানাতে হবে। যাদের কাজ হবে ছাত্রদের জন্য কাজ করা। সাংস্কিত অনুস্ঠান করা, বিতক` করা, তার মাধ্যমেই এরা নেতৃত্বর গুনাবলি শিখবে। অস্রহাতে মানুষের উপরে ঝাপিয়ে পরে সায়াস্তা করা ছাত্ররাজনীতির উদ্দেশ্য না।

ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বর্তমান প্রশাসনের স্বাধীনতার নমুনা। প্রমাণও মুছে ফেলতে চায় ...









০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৬

নতুন বলেছেন: কাকে বলবেন চোর সবার মাথায় ই তো এক ঝাকা।

যারা প্রশাসনে আছে তাদের বড় অংশও কিন্তু ক্ষমতাশীন দলের লেজুর বৃত্তি করে আর তাদের পরিচিত ছেলেরাই এই কাজ করেছে। তাদের বাচানো তাদের জন্য নৈতিক দায়ীত্ব।

কারন দূনিতিবাজ তাদের নৈতিকরা বেচেই খায়, তাই একটা মানুষ হত্যার প্রতিবাদ করার মতন নৈতিকতা অনেকের মাঝেই আর বেচে থাকেনা।

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: এই ঘটনায় আমি প্রচন্ড মর্মাহত।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৭

নতুন বলেছেন: দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

এই সব জিনিস দেখে কিছু বলার ভাষা হারিয়ে যায়।

কোন দিকে যাচ্ছে আমাদের দেশ?

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৬

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: সুস্থ্য রাজনীতি না প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন রাখার বিরুদ্ধে জনমত গড়ে তোলা উচিৎ/

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৯

নতুন বলেছেন: দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

রাজনীতিক দলের সাথে ছাত্রদের কোন সম্পক` থাকতে পারবেনা। শিক্ষকদের লজ্জা থাকা উচিত যে তারা লাল,নীল, দল করে।

আসলে এরা কালো দল করে, বিবেক বিক্রি করেই এই সব দলের হয়ে সন্ত্রাসীকাজ করে।

তাই একজন মানুষ হত্যার মতন বিষয়ে এদের নৈতিকতা জেগে উঠিনা।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫২

মা.হাসান বলেছেন: আপনার লেখার প্রথম লাইনেই আপনি ছাত্র রাজনীতি বন্ধ না হবার কারন খোলাসা করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলো গনমুখি হলে জনগনের শক্তির উপর ভর করে ক্ষমতায় আসার কথা চিন্তা করতো। সর্টকাটে ক্ষমতায় আসার জন্য সব দলকেই এরকম কিছু অপশন রাখতে হয়।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৯

নতুন বলেছেন: দুনিয়াতে এখন ভোট কেটে ক্ষমতায় কোন সভ্য দেশের সরকার আসেনা।

আমাদের দেশের মতন ভন্ড দেশেই সব সম্ভব।

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: সোনার ছেলেরা দুষ্টুমি করছে। লুডু খেলায় গুটি কাটা গেছে মাত্র।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৩

নতুন বলেছেন: এটা শুধুই গুটি কাটানা।

আপনি ফেসবুকে মতামত প্রকাশ করেছেন এবং তার জন্য সরকারী দলের সমথ`করা আপনাকে জিঙ্গাসা করতে ডেকে নেবে? মারধর করবে? মারের চোটে মেরে ফেলবে?

রাজনীতির নামে এমন সন্ত্রাসী পালার জন্য ১৯৫২ সালের কথা টেনে আনার দরকার নাই।

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৯

ভুয়া মফিজ বলেছেন: ছাত্র রাজনীতি বন্ধ করা হলো সবচেয়ে ভালো অপশান। দুঃখের বিষয় হলো, দেশের কর্তারা বিষয়টাকে ধর্তব্যের মধ্যেই আনে না। ক্ষমতার লোভ আর দূর্ণীতি ছাত্রাবস্থাতেই আমাদের সন্তানদের মাঝে ঢুকিয়ে দিচ্ছে গুটিকয় পিশাচেরা।

এদের জন্য শুধুই ঘৃণা!!

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২৯

নতুন বলেছেন: বড় নেতারা ছাত্রদের হাতে অস্র তুলে দিচ্ছে, তাদের সাহস দিচ্ছে তাদের পুলিশ থেকে রক্ষা করছে, কাচা টাকা দিচ্চে, নেশার যোগান দিচ্ছে।

সমাজ নস্টদের দখলে চলে যাচ্ছে.... :(

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: ছাত্র রাজনীতি সন্ত্রাস, দুর্নীতিবাজ, অপরাধী তৈরির কারখানা। এটা বন্ধ করা জরুরি!

এই বয়সে আবেগ, ক্ষোভ, রাগ কন্ট্রোল করার ক্ষমতা থাকে না। ফলে নেতিবাচক ঘটমা বেশি ঘটে।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩২

নতুন বলেছেন: আমাদের সাথে স্কুলে এক সাথে পড়েছি।

কলেজে গিয়ে সে নেতা, কলেজের ভিপি, উপজেলার চেয়ারম্যান, ছাত্রদলের বড় নেতা।

রাতারাতি পরিবত`ন, যে ছেলে স্যারদের ভয়ে কাপতো কয়েক বছরেই সব পাল্টে বড় নেতা।

টাকা, ক্ষমতা, অস্র সব পাল্টে দেয়....

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন ভাই, আপনার পুরো লেখা পড়ে ও আজকের ব্লগ তান্ডব দেখে আস্ত একটা পোষ্ট দিতে হয়েছে। পড়ে জানান।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৫

নতুন বলেছেন: জনগন এই জিনিস গুলি কবে বুঝতে পারবে?

ধন্যবাদ আপনি বিষয়টা আরো বিস্তারিত লিখেছেন।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: লেখক বলেছেন: আমাদের সাথে স্কুলে এক সাথে পড়েছি।

কলেজে গিয়ে সে নেতা, কলেজের ভিপি, উপজেলার চেয়ারম্যান, ছাত্রদলের বড় নেতা।

রাতারাতি পরিবত`ন, যে ছেলে স্যারদের ভয়ে কাপতো কয়েক বছরেই সব পাল্টে বড় নেতা।

টাকা, ক্ষমতা, অস্র সব পাল্টে দেয়....

দাবী একটাই ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে।
-
@ নতুন ভাই, এসব কমন ঘটনা। আমিও এমন দুচারজনকে চিনি। সম্পর্কে এলাকার বড় ভাই, ছোট ভাই....

বড়বড় নেতাদের মদদে যারা সন্ত্রাসের মতো ভয়ংকর হয়ে গেছে।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ১:১৭

নতুন বলেছেন: টাকা আর অস্র হাতে পেলে ঐ বয়সে সব কিছুই করতে পারে পোলাইন।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৭

রাজীব নুর বলেছেন: ছাত্র রাজনীতি একটা ভন্ডামি।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০২

নতুন বলেছেন: অবশ্যই ভন্ডামী, রাজনিতির কথা বলে এরা ক্ষমতা আর টাকার জন্য দলের সমথ`ন করে।

সাধারন ছাত্রদের মাঝে অস্র দিয়ে নিজেদের লাঠিয়াল বাহিনিতে নিয়োগ দেয় বড় দলের নেতারা।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮

রাকু হাসান বলেছেন:

বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি বিপ্লব না হলে ছাত্র রাজনীতি বন্ধ হবার সম্ভবনা দেখছি না । এমন কোন দলও দেখছি না যে সাহস করে বন্ধ করার কথা বলবে । বাস্তবায়ন বহুতদূর ।

০৮ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

নতুন বলেছেন: ছোট একটি স্ফুলিং থেকেই দাবানলের শুরু হয়।

এমন কোন ঘটনাই হয়তো তেমন বিপ্লবের শুরু হবে যাতে ছাত্ররাজনীতি বন্ধ হবে।

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৫৪

সোহানী বলেছেন: ছাত্র রাজনীতি কখনই বন্ধ করবে না কারন নিজেদের স্বার্থ.............। সেটা আমি আপনি সবাই বুঝি। তারপরও বেকুবের মতো চেয়েই যাই।

০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:০৫

নতুন বলেছেন: সব কিছুই সম্ভব যদি সবাই চাই।

এক সময় অবশ্যই বন্ধ হবে। কিন্তু সেই রকমের জনমত গড়তে হবে।

আমরা আমাদের স্হান থেকে এই চেস্টা শুরু করতে পারি।

২০| ১০ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন: সরকারী কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র তৈরি করে না, তৈরি করছে খুনী। মিরপুর - আজীমপুর রুটে ঢাকা কলেজ, সিটি কলেজ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতের মার খায়নি এমন বাস ড্রাইভার, টিকেট কন্ডাকটর, হেল্পার একজনও খোঁজে পাওয়া যাবে না।

১৫ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৩

নতুন বলেছেন: আমরা ভবিষ্যত প্রজন্মকে ভালো মানুষ হবার শিক্ষাটা দিতে পারছিনা।

২১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৮

দ্যা প্রেসিডেন্ট বলেছেন:
আচ্ছা, পেয়াজের দাম নিয়ে জনগণ এখন আর হৈ-হুল্লোড় করছে না তো?

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪২

নতুন বলেছেন: পিয়াজের দাম সারা বিশ্বেই বেড়েছে, আর আমাদের দেশের ব্যবসায়ীরা একটা বেশি লাভের ধান্দা করে।

জনগন কখনোই এক ইসু নিয়ে আলোচনা করেনা। নতুন ইসু এলে মিডিয়াও নতুন ইসু নিয়ে ব্যস্ত হয়ে পরে বেশি লাভের আশায়।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৪

সাইফ নাদির বলেছেন: ঠিক বলেছেন ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.