নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

মিশরের ঝটিকা সফর ২০২৪ _এই যা্ত্রায় মিশর দেখা হইলো না। :((

৩০ শে ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭


কত আশা করে টিকিট কাটলাম, হোটেল বুকিং দিলাম, এমনকি আমার কলিগ মিশরের মোবাইল সিম কার্ডও দিয়ে দিল।

ওয়েবসাইটে সব জায়গাতেই দেখেছি, পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশি থাকলে আমিরাতের রেসিডেন্টরা মিশরে অন-অ্যারাইভাল ভিসা পাবে।

সব কিছুই ঠিকঠাক চলছিল। এমনকি আমি লুক্সোর যাওয়ার বাসের টিকিটও কিনে ফেলেছিলাম। কপাল ভালো, ভালো বাসের টিকিট শেষ হয়ে যাওয়ায় কিনতে পারিনি।

যাওয়ার দুই দিন আগে আমার বন্ধু ভিসার ব্যাপারটা আবার নিশ্চিত করতে বলল।

আমি আমার এয়ারলাইনে চাকরি করা এক বন্ধুকে ফোন করলাম। সে এমিরেটস এয়ারলাইনের কল সেন্টারে ফোন করতে বলল। আমি কল দিয়ে সব বিস্তারিত বললাম—আমি বাংলাদেশি পাসপোর্টধারী, দুবাইয়ের ভিসা আছে। জানতে চাইলাম, অন-অ্যারাইভাল ভিসা পাব কি না।

তিনি বললেন, "একটু দেখে বলছি।" দুই মিনিট পরে জানালেন, আমিরাতের ভিসা থাকলে বাংলাদেশিরা অন-অ্যারাইভাল ভিসা পাবে, তবে পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে।

তখনই বুঝলাম, মাইনকা চিপায় পড়তে যাচ্ছি।

পরে ফোন করলাম দুবাইয়ের মিশরের দূতাবাসে। তারাও একই কথা বলল—ভিসা ও পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতে হবে, তবেই ২৫ ডলার ফি দিয়ে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যাবে।

আমি শারমিনকে জানালাম। সে একটু দোটানায় পড়ে গেল, বলল, "তোমরা যদি না যাও, তাহলে আমরাও যাব না। একা ঘুরে মজা পাব না।" পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, এয়ারপোর্টে গিয়ে শেষ চেষ্টা করব।

আবুধাবির নতুন এয়ারপোর্টে গিয়ে পৌঁছালাম রাত তিনটার দিকে।

কাউন্টারে ডানা আর শারমিনের পাসপোর্ট দেখে এজেন্ট বলল, "এদের বোর্ডিং দেওয়া যাবে না। মিশরের জন্য ভিসার মেয়াদ ৬ মাস বাধ্যতামূলক। না হলে ইমিগ্রেশন ফেরত পাঠাবে এবং এয়ারলাইনকে জরিমানা দিতে হবে।"

আমি এজেন্টকে অনুরোধ করলাম কোনো উপায় আছে কি না জানতে। উনি বললেন, "নাই। তবে বাংলাদেশি সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন।"

সুপারভাইজারের কাছে সব বললাম। তিনিও বললেন, "মিশর ইমিগ্রেশন একদিনের কম মেয়াদ হলেও ফেরত পাঠায়। আর এয়ারলাইনকে জরিমানাও করে। তাই কিছু করার নেই।"

কি আর করা! রাজ আর লিজাকে অনেক বুঝিয়ে ওদের যেতে রাজি করালাম।

বিদায় দিয়ে আমরা বসে ভাবতে লাগলাম, এখন আবুধাবিতে কী করব?

ঘড়িতে তখন বাজে ভোর ৪.৩০, সূর্য উঠতে বেশ সময় বাকী। আমি যেই বন্ধুর কাছে গাড়ী রাখতে দিয়েছি সে একটু আগেই ঘুমাতে গেছে, হোটেলের চেক ইন টাইম ও তো দুপুর ২ টা। :-*

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৬

জুল ভার্ন বলেছেন: মিশর ভ্রমণের অনেক কাহিনী পড়েছি। তবে মিশর ভ্রমণ করতে না পারার ঘটনাটিও কম ভালো লাগেনি!

৩১ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

নতুন বলেছেন: এই প্রথম ভ্রমন না করতে পারার কাহিনি সবাই পড়লো, ভালো তো লাগার কথা B-)

২| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এবার হয়নিতো কি হয়েছে অন্য কোনবার হয়ে যাবে তখন ভ্রমণ গল্পটি পড়ে নিব।

৩১ শে ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০২

নতুন বলেছেন: আশা করি ২০২৫ এ যাওয়া হবে।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৪

মেহবুবা বলেছেন: ভালোই উপভোগ্য মিশর বেড়ানো,তবে একেবারে ভিন্নধর্মী !
চলবে তো লেখেননি, তাহলে ভোর ৪.৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত কি করলেন?

৩১ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

নতুন বলেছেন: আমরা দুবাই থেকে আমাদের গাড়ীতে করে আবুধাবি পৌছেছিলাম রাত ৩টার দিকে, আমাদের এক বন্ধুকে গাড়ী দিয়ে উবারে করে সকাল ৩.৩০ এ বিমান বন্দরে পৌছালাম। এখন ৪.৩০ টার সময় তো আর তাকে আবার ফোন করে বিরক্ত করা ঠিক না।

সাধারন হোটেলের চেকইন টাইম দুপুর ২টা। তখন এয়ার পোটের কাছের হোটেলে ফোন করলাম, তারা বললো যে সকাল ৮টায় রুম দিতে পারে তবে ১৫০ দিরহাম অতিরিক্ত চার্জ করবে।

আমরা ঐখানে চলে গেলাম। ৮.৩০এ আমাদের রুম দিলো। রুম বাবদ খরচা ৬০০ দিরহাম।

রুমে গিয়ে সবাই মিলে ঘুম।

তবে ডানা একটু অসুস্থ হয়ে পড়ায় সেদিনই রাতে দুবাই ফিরে এসেছিলাম। আবুধাবি ঘুরে দেখার পরিকল্পনা বাদ দিয়েছি।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৫

আমি সাজিদ বলেছেন: ভালো কাটুক ২০২৫
শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:১৮

নতুন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাই। হাসি আনন্দে কাটুক নতুন বছর।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: মিশর তো আর পালিয়ে যাচ্ছেন।
২০২৫ সালের কোনো এক সময় যাবেন।

০২ রা জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫০

নতুন বলেছেন: রানু ভাই নতুন বছরের শুভেচ্ছা।

মিশর ভ্রমন আমার বাকেট লিস্টে আছে।

বিমানের টিকিট সস্তা পাইলেই যামু গা।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতেই হবে।
এটা সব দেশের জন্যই সঠিক।

০১ লা জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩

নতুন বলেছেন: পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকতেই হবে এটা জানি।

কিন্তু ভিসার মেয়াদ ৬ মাস না হলে মিশর ভিসা দেয় না এটা আগে কোথাও পাইনাই। তাই বাটে পইড়া গেলাম এই বার।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৪

মিরোরডডল বলেছেন:




যেটা হয়েছে খুবই দুঃখজনক। লাস্ট মোমেন্ট ক্যান্সেল বলে কোন রিফান্ড পাওয়া যায়নি নিশ্চয়ই!
ট্রিপ নিয়ে কত প্ল্যান থাকে, এভাবে ক্যান্সেল হলে মন ভেঙ্গে যায়।
যা হবার হয়ে গেছে, make a plan for 2025.

একবার সিডনি এয়ারপোর্টে এক কাপলকে দেখেছি, চেক-ইন করার সময় দেখে ছেলেটার পাসপোর্ট এক্সপায়ার্ড, ৬ মাস ভেলিডেশন নেই বলে ফিরিয়ে দেয়। সেই মুহূর্তে তাদের আলাদা হয়ে যাওয়া, একজন মন খারাপ করে চলে গেলো, আরেকজন থেকে গেলো পরে যাবে। কষ্ট দায়ক ছিলো :(

নতুন শারমিন ডানার জন্য নতুন বছরের শুভেচ্ছা।


০৫ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:০০

নতুন বলেছেন: বাজেট এয়ার লাইন্সের প্রমশনের টিকিট। তাই কেন্সেল করার জন্য খোজ নিয়ে দেখি তাদের হিসাবটা খুবই চমতকার।

টিকিটের দাম ১৭৫২ দিরহাম। আর কেন্সেলেসন চার্জ ২৩০০ দিরহাম। = রিফান্ড ০ দিরহাম।

আমি শারমিনকে দেখিয়ে বললাম যে ভাগ্য ভালো যে তারা বাকি টাকা দিতে বলে নাই । B-))

আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম যে শেষ চেস্টা করে দেখি, যদি ওরা কোন অপসন দেয়।
আর আমরা না গেলে আমার বন্ধুরাও যেতো না, তাহলে পুরো ৬ জনের টিকিট, হোটেল ভাড়া সবটাই চলে যেতো।

ডিসেম্বরে ছুটি রেখেছি, সম্ভব হলে যাবার চেস্টা করবো।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৫ রাত ১১:০৬

মিরোরডডল বলেছেন:
**কষ্টদায়ক** হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.