নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Que sera, sera

আমি , আমার ভাবনা এবং আমার দেশ *আমার সোনার বাংলাদেশ ****** Life is not about counting the breaths you take it is measured by the moment that take your breath away***** ইমেইল: [email protected]

নতুন

ইমেইল [email protected] স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের, সোনার বাংলা।শখ ফটোগ্রফি, স্বাধ আছে বিশ্বদেখার। অবসর সঙ্গী আমার কম্পিউটার আর বই। ভালবাসি-আমার জানটুপুটুস কে, নিজেকে, আমার মা, মাটি আর দেশকে

নতুন › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্পের ট্রারিফ নিয়ে পাগলামী বিশ্ব স্টক মাকের্টে তোড়পাড়। এখন কি বিনিয়োগের ভালো সময়?

০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৪


যাদের ডোনল্ড ট্রাম্পের মতন প্রসিডেন্ট আছে তাদের পাগল দেখতে অন্য কোথাও যাইতে হয় না্। প্রতিদিন টিভিতেই ট্রাম্পকে দেখে তারা।

২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন ট্যারিফ নীতি বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে আবির্ভূত হয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন যে, আমেরিকার বাণিজ্য অংশীদার দেশগুলোর ওপর ‘পাল্টা শুল্ক’ বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হবে। এই নীতি অনুযায়ী, যে দেশ যত শতাংশ শুল্ক মার্কিন পণ্যের ওপর আরোপ করে, তার অর্ধেক হারে শুল্ক আরোপ করা হবে সেই দেশের পণ্যের ওপর। চীনের ওপর ৩৪% শুল্ক আরোপ করা হয়েছে এবং সেটা বর্তমানে বাড়িয়ে ১০৪% করছে। ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়ার ওপর ২০% এবং বিশ্বের সব দেশের ওপর ন্যূনতম ১০% শুল্ক আরোপ করা হয়েছে।

পুঁজিবাজারে সমস্যা ও বড় পরিবর্তন
ট্রাম্পের ট্যারিফ ঘোষণার পর থেকে বিশ্ব স্টক মার্কেটে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। আমেরিকার S&P 500 index গত ৩ এপ্রিল ২০২৫-এ প্রায় ৫% পতনের মুখ দেখেছে, যা ২০২০ সালের জুনের পর সবচেয়ে বড় একদিনের পতন। Daw Jons ইন্ডাস্ট্রিয়াল এভারেজ এবং NASDAC কম্পোজিট যথাক্রমে ১৩% এবং ২৩% কমেছে এই বছরে।

গত ৪৮ ঘণ্টায় আমেরিকার পুঁজিবাজার থেকে ৫ ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে, যা ২০২০ সালের পর সবচেয়ে খারাপ পরিস্থিতি।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বড় বড় স্টক এবং ইটিএফ-এর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। আমাজনের শেয়ার ৯% কমেছে, যার ফলে জেফ বেজোসের ১.৫৯ বিলিয়ন ডলারের লোকসান হয়েছে। টেসলার শেয়ার ৫.৫% পতনের মুখ দেখেছে, ফলে ইলন মাস্ক ১.১ বিলিয়ন ডলার হারিয়েছেন। ফেসবুকের মার্ক জুকারবার্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার সম্পত্তি থেকে ১.৭ বিলিয়ন ডলার কমেছে। এছাড়া, মাইকেল ডেল (৯৫৩ মিলিয়ন ডলার), ল্যারি এলিসন (৮১০ মিলিয়ন ডলার), এবং জেনসেন হুয়াং (৭৩৬ মিলিয়ন ডলার) এর মতো শিল্পপতিরাও বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ইটিএফ-এর ক্ষেত্রে, S&P500 ভিত্তিক ইটিএফ (যেমন SPY) গত দুই দিনে ১০% কমেছে। তবে সোনার দামে বৃদ্ধি দেখা গেছে।

ভূরাজনৈতিক অস্থিরতা এবং শুল্কযুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। গত ৩০ দিনে সোনার দাম ৬৩.১৪ ডলার বেড়ে প্রতি আউন্স ২,৯৪৭.৯০ ডলারে পৌঁছেছে।

Stock Market এ দাম কম থাকলেই নাকি কিনতে হয়।

Gold, VOO, NVIDIA ১০টি শেয়ার/ইটিএফ এর দামও অনেক কমে গেছে। তাই বর্তমান দাম ও ৫ বছরের সম্ভাব্য প্রবৃদ্ধি মাথায় রেখে কিছু টাকা এখানে বিনিয়োগ করতে পারেন।

সোনা (Gold) এই দাম আরো কমতে পারে এবং সেটা ২৭০০ ডলাদের মতন নামতে পারে। তখন বিনিওগ করলে রিটান আরো বেশি আসবে।
বর্তমান দাম: প্রতি আউন্স ২,৯৪৭.৯০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: গত ৫ বছরে সোনার দাম ১,৪৯৩.৮৮ ডলার কমলেও, বর্তমান অস্থিরতার কারণে আগামী ৫ বছরে এটি ৩,৫০০ ডলারে পৌঁছাতে পারে, অর্থাৎ প্রায় ১৮% বৃদ্ধি।

VOO (Vanguard S&P 500 ETF)
বর্তমান দাম: ধরা যাক ৪৫০ ডলার (১০% পতনের পর)।
৫ বছরের প্রবৃদ্ধি: ঐতিহাসিকভাবে এসঅ্যান্ডপি ৫০০ বছরে গড়ে ১০% বৃদ্ধি পায়। বর্তমান সংকট কাটিয়ে উঠলে ৫ বছরে এটি ৭৩০ ডলারে পৌঁছাতে পারে (৬২% বৃদ্ধি)।

এনভিডিয়া (NVIDIA)
বর্তমান দাম: ধরা যাক ১০০ ডলার (জেনসেন হুয়াং-এর ক্ষতি বিবেচনায়)।
৫ বছরের প্রবৃদ্ধি: এনভিডিয়া এআই এবং টেক সেক্টরে শক্তিশালী অবস্থানে আছে। ৫ বছরে এটি ৩০০ ডলারে পৌঁছাতে পারে (২০০% বৃদ্ধি)।

অ্যামাজন (Amazon)
বর্তমান দাম: ধরা যাক ১৬০ ডলার (৯% পতনের পর)।
৫ বছরের প্রবৃদ্ধি: ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিংয়ে অ্যামাজনের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে। ৫ বছরে ৩২০ ডলার (১০০% বৃদ্ধি)।

টেসলা (Tesla)
বর্তমান দাম: ধরা যাক ২২০ ডলার (৫.৫% পতনের পর)।
৫ বছরের প্রবৃদ্ধি: ইলেকট্রিক গাড়ির বাজারে টেসলার সম্ভাবনা রয়েছে। ৫ বছরে ৫০০ ডলার (১২৭% বৃদ্ধি)।

মেটা (Meta)
বর্তমান দাম: ধরা যাক ৪৫০ ডলার (জুকারবার্গের ক্ষতি বিবেচনায়)।
৫ বছরের প্রবৃদ্ধি: মেটাভার্স ও এআই-এর সম্ভাবনা রয়েছে। ৫ বছরে ৮০০ ডলার (৭৮% বৃদ্ধি)।

এসপিডিআর গোল্ড শেয়ার (GLD)
বর্তমান দাম: ধরা যাক ২২০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: সোনার দামের সাথে সামঞ্জস্য রেখে ২৬০ ডলার (১৮% বৃদ্ধি)।

আইশেয়ারস কোর এমএসসিআই ইমার্জিং মার্কেটস (EEM)
বর্তমান দাম: ধরা যাক ৪০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: উন্নয়নশীল বাজারে প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ৫ বছরে ৬০ ডলার (৫০% বৃদ্ধি)।

মাইক্রোসফট (Microsoft)
বর্তমান দাম: ধরা যাক ৩৮০ ডলার।
৫ বছরের প্রবৃদ্ধি: ক্লাউড ও এআই-এর জন্য ৫ বছরে ৬৫০ ডলার (৭১% বৃদ্ধি)।

বাজারে কিছু স্টক আর ইটিফের দাম ১০% ও নিচে চলে গেছে এবং এইগুলির দাম অবশ্যই কিছু মাস বা বছর পরে আবার বেড়ে যাবে। তাই কিছু রিস্ক নিয়ে বিনিয়োগ করলে বিনিয়োগে ১০% থেকে ২৫% রিটান আসা সম্ভব।

দেশের বাইরে যারা থাকেন তাদের ব্যাংক বিভিন্ন ব্রোকারের মাধ্যমে বিনিয়োগ করার সুবিধা দেয়। তারা IBKR, ETORO এমন ব্রোকারের একাউন্ট করে ভবিষ্যদের জন্য অল্প অল্প বিনিয়োগ করে রাখতে পারেন।

আমার নিজের একাউন্ট ট্রাম্প আসার পরে ১৫.২০% লসে আছে। কিন্তু আমি NVIDIA র ১০টা স্টোক বর্তমানের ১০০$ এর নিচে থাকতে কিনবো।

এই বিষয়ে আরো জানতে চাইলে কমেন্ট করুন। কিভাবে বিভিন্ন মাকের্টে বিনিয়োগ করতে পারবেন, কি কি স্টক ভালো, কিভাবে এনালইজ করবেন এই সব নিয়ে আরো আলোচনা করবো।

আজ কোন ফী দিতে হবে না। তবে স্টক থেকে যেই লাভ আসবে তার ৫% পরামর্শ ফী হিসেবে দেবেন। B-))

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫২

আহলান বলেছেন: ট্রাম্পের এই পাগলামী মে বি বেশি দিন টিকবে না ...

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৬

নতুন বলেছেন: না টিকলেই ভালো। আমারও মনে হয় এই ভাবে সুল্ক যুদ্ধে আমেরিকার সুবিধে হবেনা।

যদি এর থেকে সরে না আসে তবে বিশ্বে রিসেসন আসতে পারে।

নতুবা আগামী ৫ বছর পরে ট্রাম্প চলে গেলেই পরিবর্তন আসবে।

২| ০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৬

ঢাবিয়ান বলেছেন: ট্রাম্প এর কারনে সবচেয়ে বেশি ভোগা শুরু করবে খোদ আমেরিকানরাই। ট্রাম্পের নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার পর আগামী ছয় মাসের মধ্যে আমেরিকার বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে মন্দা সৃষ্টি করতে পারে বলে আশংকা প্রকাশ করছে অর্থনীতিবদেরা।

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

নতুন বলেছেন: ১ মাসই দাম বাড়া শুরু হয়ে যাবে। তখন দেখা যাক কি হয়।

৩| ০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

ঢাবিয়ান বলেছেন: শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারেন। তবে বিশ্বব্যপী মন্দা শুরু হলে কি হয় কে জানে!

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: যাদের অলস টাকা আছে যারা এখন স্টকে বিনিয়োগ করলে ৫০%-১০০% মুনাফা পাবে যদি বুঝে শুনে বিনিয়োগ করতে পারে।

৪| ০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

জুল ভার্ন বলেছেন: ট্রাম্প নামক এই আন্তর্জাতিক দানবকে রুখবে কে!

০৯ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৫

নতুন বলেছেন: আমেরিকার জনগনই রুখবে ট্রাম্পকে।

৫| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৮

ভুয়া মফিজ বলেছেন: আমার ট্যাকাও নাই, বিনিয়োগ নিয়ে কোন টেনশানও নাই!!! :P

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১০

নতুন বলেছেন: আমেরিকার স্টকে বিনিয়োগে ট্যােকা লাগেনা। ডলার লাগে। B-))

৬| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৮

কামাল১৮ বলেছেন: সংসদীয় গণতন্ত্রই উত্তম।

০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:১২

নতুন বলেছেন: জ্ঞানী মানুষের জন্য সংসদীয় গণতন্ত্র।

আমাদের জন্য দরকার ভালো রাস্টপ্রতি। আমাদের মতন মূর্খগরিস্ঠ দেশে ধান্দাবাজেরা গনতন্ত্রের নামে পরিবারতন্ত্র চালিয়ে যাচ্ছে ৫৪ বছর।

৭| ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: আমেরিকার মত একটা প্রগতিশীল, বিশ্ব নেতৃত্ব দানকারী একটি দেশে এমন নির্বোধ, উন্মাদ প্রেসিডেন্ট হতে পারে??? এইসব অবশ্য পরিকল্পিত। মেক আমেরিকা গ্রেট এগেইন এন্ড আমেরিকা ফাস্ট ক্যাম্পেনে মিডিয়া এই উন্মাদকে জনপ্রিয় করে তোলে।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৯

নতুন বলেছেন: এইসব অবশ্য পরিকল্পিত।

ট্রাম্প একটা বুলি। হুমকি ধামকি দিয়ে সবাইকে আলোচনায় আনতে চাইছে।

স্টক মার্কেটে যে পতন হয়েছে সেটা আবার এখন ঠিক হয়ে যাচ্ছে।

যারা এই গেমের সাথে জড়িত তারা ঠিকই মিলিওন কামিয়ে নিচ্ছে।

দুদিন আগে আমি ৪ টা Nvidia 88$ এ কিনেছি আজ সেটা 114ডলার। এখন ভাবতেছি কেন বেশি কিনলাম না।

৮| ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: আপাতত ট্রাম্পের ট্যারিফ যুদ্ধ তিন মাসের জন্য স্থগিত হয়েছে।
লেটস সী, কী হয়!

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫০

নতুন বলেছেন: এই হুমকি ধামকি সবাইকে আলোচনার টেবিলে বসিয়ে ব্যবসা বাড়ানোর চেস্টা।

৯| ১০ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সাময়িক সমস্যা যে হবে সেটা জানা কথা। আমার একটি লিখা ও মন্তব্যেও আমি বলেছি, মূল উদ্দেশ্যই হলো সবাইকে আলোচনার বা দর কষাকষির টেবিলে নিয়ে আসা। আমার ধারনা সেটাই হতে চলেছে। বাণিজ্য পৃথিবীর সব দেশেরই প্রয়োজন, আমেরিকাও এর ব্যতিক্রম নয়। আমেরিকা এখন সব দেশেকে তাদের কিছু কিছু পণ্য নিতে বলবে ঘাটতি কমিয়ে আনার জন্য। স্টকের টালমাটাল অবস্থাও খুব বেশীদিন থাকবে না। লিখার জন্য ধন্যবাদ।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৭

নতুন বলেছেন: মূল উদ্দেশ্যই হলো সবাইকে আলোচনার বা দর কষাকষির টেবিলে নিয়ে আসা। আমার ধারনা সেটাই হতে চলেছে।

আপনার ধারনা ১০০% সঠিক।

স্টকের টালমাটাল অবস্থাও খুব বেশীদিন থাকবে না। লিখার জন্য ধন্যবাদ।

এই কারনেই লিখেছি। আমার পোর্টফলিও ১৬% লসে চলে গিয়েছিলো। আজ ৩.৬% এ এসেছে। তাই যদি দুইদিন আগে যতটা বিনিয়োগ করতাম তাতে এক দিনেই ১০-১৫% লাভ চলে আসতো।

কারন কিছু স্টক/ইটিএফ এই ঝামেলায় যতটুকু কমেছে সেটা রিকভার করে আবার উপরে উঠে যাবে।

১০| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: ট্রাম্প পাগল হলেও তার সমস্ত সিদ্ধান্ত আমেরিকানদের জন্য ভালো হবে।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৮

নতুন বলেছেন: এটা অনেকেই বোঝে না।

যেমন অনেকেই বোঝে না যে আফা আমাদের দেশের কতটুকু ক্ষতি করেছে।

১১| ১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৭

নতুন নকিব বলেছেন:



ট্রাম্পের বোকামির দন্ড আমেরিকানদেরই দিতে হবে। শুল্কারোপ ৩ মাস পেছানোর মাধ্যমে ইতোমধ্যেই ট্রাম্পের উগ্রতার পরাজয় ঘটে গেছে।

১০ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫১

নতুন বলেছেন: শুল্কারোপ ৩ মাস পেছানোর মাধ্যমে ইতোমধ্যেই ট্রাম্পের উগ্রতার পরাজয় ঘটে গেছে।

এটা ট্রাম্পের একটা জয়। এই হুমকি ধামকি দিয়ে দেশ গুলির সাথে আলোচনা করে ব্যবসা বাড়ানোর চেস্টায় ট্রাম্প এগিয়ে যাচ্ছে।

১২| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৫০

রবিন_২০২০ বলেছেন: খুব সম্ভবত স্টক মার্কেট ম্যানিপুলেট করা হয়েছে এবং কিছু দুর্বৃত্ত ইনসাইডার ট্রেডার ভালো মালপানি কামিয়ে নিয়েছে। ট্রাম্পের চার পাশে দুনিয়ার সব দুর্বৃত্তরা জড়ো হয়েছে। বেকুবটা ওদের হাতের পুতুল।
আপনাদের দুবাইতে কি এমপ্লয়ার স্পন্সরড 401K চালু আছে ?

১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৬

নতুন বলেছেন: আপনাদের দুবাইতে কি এমপ্লয়ার স্পন্সরড 401K চালু আছে ?


না রে ভাই। দুবাইতে বেসরকারী প্রতিস্ঠানে চাকুরী করলে শুধুই গ্রাচুইটি পাওয়া যায়, একটা জব লস ইনসুরেন্স আছে। পেনসনের কথা শুনছিলাম তবে তেমন কিছু চালু হয় নাই।

অবশ্যই অনেকেই বিরাট লাভ করেছে।

১৩| ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:২১

Winly বলেছেন: বৈশ্বিক বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বেশ ভাল লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।

১৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:১৮

নতুন বলেছেন: নিজে শেখার চেস্টা করছি তাই নিয়ে লিখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.