![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও হে সমুদ্র পাড়ের জাতি,
আর কতকাল, বলো আর
কতযুগ প্রয়োজন তোমার
নিজোপলব্ধি সূচনার ?
বলো আর কী রয়েছে বাকি?
এখনো তোমার অদেখা কী
আছে ? অনেক তো দেখলে,
বাবা-মার ছিন্ন লাশ দেখলে,
বোনের লজ্জাহানী দেখলে,
ভাইয়ের শার্ট ছিদ্র বুলেটে
তাও দেখলে, বলো আর কী
পড়েছে বাদ ফর্দ রাখি;
কত যমুনার লোহিত জলে
কত শকুনির লালসা লোলে
কত বদনের তরল অনলে
ভেসে, পুড়ে তবে শান্ত হবে ?
বলো, আজ তার জবাব দেবে।
মুক্ত হলে তো সে কোন কালে !
কি করেছো তুমি নিজের ভালে ?
শত বিবাদ আর হাজার ছলে
ভাঙচুর হয়ে আপন দলে
পেলে কতক আর হারালে কী কী
দেখেছো কি সে হিসেব কষে ?
স্বজাত ভাঙা ক্রুদ্ধ রোষে, অসন্তোষে
দিচ্ছ বলি নিজ পরিচয়, ধিক সে জ্ঞানে
যে জ্ঞান ছড়ায় তিক্ত ঘৃণা মানব মনে
শিক্ষা কোথায় যে শিক্ষাতে প্রেম না বুনে
আঘাত হানে ? আর কতকাল থাকবে
বলো হতচ্ছাড়া, ভালোবাসতে শিখবে কবে
হিংসা,গ্লানি সকল ভুলে হাতে
হাত আর রাখবে কবে ?
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৩৬
মেহেদী রবিন বলেছেন: সেভাবে বলতে পারি নি যেভাবে চেয়েছিলাম। তবে চেষ্টা করেছি। ওটুকুই পারি। ভালো থাকবেন।
২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৪৯
অরুনি মায়া অনু বলেছেন: প্রশ্ন গুলো কেবল প্রশ্নই রয়ে যায়
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:১৯
মেহেদী রবিন বলেছেন: উত্তর তো জাতির হানা নাই। জাতি শুধু বিভক্ত হতে শিখেছে।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৬ রাত ১১:৩১
চিন্তিত নিরন্তর বলেছেন: ভাল লাগল কথা গুলো।