![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারী,
শুনেছি তোমাকে প্রেমভরে কাছে টেনে
নিতেই নাকি আমার পুরুষজন্ম;
কিন্তু কী জান ? আজন্ম খুজেও আমি সে
প্রেমের দেখা পাই নি হৃদয় মাঝে
নিজেকে অনেক খুঁড়ে-খুঁজে তবে
যা পেয়েছি তাকে তুমি প্রেম বলবে
কি না আমি জানি না,
কী যে বলবে তাও জানি না,
শুধু জানি,আমার এ চোখ দু’টি
সৌন্দর্যের বড় পূজারী;
আর, হ্যাঁ, আমি সৌন্দর্যে বৈষম্য করি।
আমার চক্ষুতৃষ্ণায় যদি তুমি শ্রাবণের মেঘ হতে পারো
তবেই, শুধু তবেই আমি তোমায় চাইবো
প্রাণে ধরতে, হয়তো ক্ষণিকেরই সাধে।
হ্যাঁ, হ্যাঁ, ক্ষণিকেরই সাধে।
তুমি কেন বোঝোনা ? এটাই যে সত্য
যে রূপ-লাবণ্যের চাতক আমি এত
যে সুধার ডালি সাজিয়ে তুমি ভেবেছো
বধ করবে আমায়, সে ডালি ফুরালে বলো
কেন থাকবো আমি ? আর যদিওবা থাকি
তবে জেনো সে প্রেম নয়,সে আমার শুধুই কর্তব্যরাখী।
একটি © মেহেদী রবিন রচনা।
ছবি সংগ্রহঃ গুগল।
০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২
অনর্থদর্শী বলেছেন: আসলে সমালোচনা আমার একেবারেই সহজাত নয়, তবুও করছি আপনারই শেষোক্ত আবেদনে সাড়া দিয়ে, নইলে হয়তো স্রেফ পড়ে বেরিয়ে যেতাম।
আমার অজ্ঞ চোখে যেটা প্রথম লেগেছে সেটা গুরুচন্ডালী দোষ, মানে কবিতাটি আধুনিককালের কিন্তু এতে এমন কিছু শব্দ ব্যবহৃত হয়েছে যা অনেক আগেই অচল হয়ে গেছে, যেমন-'সাঁজায়ে','তরে'
টাইপিং-এও কিছু গলদ আছে..
তাছাড়া কবিতার বুনোট ভালো।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:৫২
মেহেদী রবিন বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। আপনার দেখানো গুরুচন্ডালী দোষ দু'টি শুধরানোর চেষ্টা করেছি। আর টাইপিং এ আমি খুবই কাঁচা। তারপরও সাবধান হবো। ধন্যবাদ।
৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫১
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,কবিতা কম বুঝি।তাই কোন দোষ ত্রুটি ধরার যোগ্যতা নাই।
কিন্তু লেখা দারুণ হইছে।
০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:৫৮
মেহেদী রবিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
৪| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১:০১
অরুনি মায়া অনু বলেছেন: ভাল লেগেছে
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৮
মেহেদী রবিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৫| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৫
টাইম টিউনার বলেছেন: বিন্যাস টা বলে দাও ধরতে পারছি না
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৭
মেহেদী রবিন বলেছেন: মুক্তকছন্দ বলে লোকে। আধুনিকরীতি।
উদাহরণস্বরূপ,
সুকান্তর ছাড়পত্র কবিতার একটা অংশ,
"সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার।
আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা
পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের— পরিচয়-
পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশাভরা চোখে।"
৬| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০২
মেহেদী রবিন বলেছেন: এই লিঙ্কটাতে একবার ঢু মেরে দেখো তো, ব্যাটা অনেকদিন ধরেই নাকি কবিতা লিখছে পত্র-পত্রিকায়,
তাই গুরুত্ব দিয়েই পোড়ো-
মুক্তকছন্দ ও গদ্যকবিতা
৭| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫
টাইম টিউনার বলেছেন: ধন্যবাদ বন্ধু ........
০৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৭
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ তোমাকেও।
৮| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬
রুদ্র জাহেদ বলেছেন: ভালো লেগেছে।
০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২০
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
৯| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪
পুলহ বলেছেন: প্রশংসা এগিয়ে যাবার প্রেরণা যোগায় সন্দেহ নেই। তবে ভুল ধরিয়ে না দিলে মানুষ অন্ধই থেকে যায়। আমি অন্ধ হয়ে সামনে আগাতে চাই না। তাই যদি কেউ মন্তব্য করতে চান তার প্রতি অনুরোধ। শুধু ভালোলাগাই নয়। ভুল-ভ্রান্তিও ধরিয়ে দিবেন। আমি আগ্রহ নিয়েই শুনবো। ধন্যবাদ"-- অনন্য সংযোজন। কবিতা-ভালো-বোঝেন এমন কেউ নিশ্চই আপনার গঠনমূলক সমালোচনায়- এ থেকে প্রেরণা খুজে নেবেন।
সাধারণ একজন পাঠক হিসেবে আমার কাছে কবিতা সত্যি খুব ভালো লেগেছে, যার সব থেকে বড় গুণ ছিলো সম্ভবত ভাষার সরলতা।
শুভকামনা
০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২১
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।
১০| ০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
হা হা।
আমি হয়তো পড়েই বেরিয়ে যেতাম।
গদ্য কবিতা। কবিতার মলাটবদ্ধ আধুনিক সংযোজন। সেক্ষেত্রে শব্দচয়নে মোটেও আধুনিক মনে হয় নি। এটা ছান্দসিক কিছু হলে বেশি সুখপাঠ্য হতো।
সাধারণ পাঠক হিসেবে অভিমত।
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। মনে রাখবো কথাগুলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে তো
আরো লিখুন অবিরত