![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কপালের ভাঁজে ভাঁজে উপচে পড়া তরঙ্গের দাগ মাঝে
সমুদ্র খুঁজতে যেও না কেউ; দূর হতে
সাহারাও বাসন্তী জলরাশি বোধ হয়; কাছে এসে আঁজলায়
খুঁচে দেখ, অবারিত বালুরাশিই পাবে;
নিরবে নির্বিঘ্ন লোনা জল নয়
তপ্ত হাওয়াতেই যার অতৃপ্ত আশ্রয়।
হয়তবা বহির্ভূতে
কোন ফেনিল ইন্দ্রনীলই ছায়াছবি হত
সে ললাটে,
ব্যাপ্ত বেলাভূম
উদাত্ত আহ্বানে চুমে যেত বারেবার
ছুঁয়ে যেত পারাবারে, বারেবারে
গাংচিল ডানা মেলে উড়ে যেত
অনন্ত কুয়াশার অন্তরালে;
আজ বিষুবীয় নিরাবেগি মূর্ত তল্লাটে
আহরিত জল যত ছিল অশ্রু
জলের মত শব্দবহে চলে গেছে, মিলে গেছে।
অবশেষে জলকেলি কিশোরীর এলো
চুলে নয়, উটের পালকে জমে কিছু আশ্রয়।
একটি © মেহেদী রবিন রচনা।
ছবি সংগ্রহঃ গুগল
প্রথম প্রকাশঃ ১৬/০৮/২০১৬ সময়ঃ দুপুর ১২ টা ০৭ মিনিট।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৭
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।
২| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতায় নায়িকার চরিত্র কাল্পনিক না মৌলিক?
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭
মেহেদী রবিন বলেছেন: এটা তো পাঠকের উপর নির্ভর করে। পাঠকের অভিজ্ঞতার সাথে মিলে গেলে মৌলিক, না মিললে কাল্পনিক। আপনার কি মনে হয় ভাইয়া? মৌলিক না কাল্পনিক ?
৩| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৩
শাহরিয়ার কবীর বলেছেন: উল্টা প্রশ্ন !!! আহত হইলাম ।
ঝরা পাতার খরা দিনে,
চেলে গেছে বৈশাখ
এসেছে আবার নবান্ন।
উত্তর এর মধ্যে আছে।।
তরঙ্গের শব্দ বুঝিয়েছেন?
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৬
মেহেদী রবিন বলেছেন: আমি সুবিশাল আকাশ মত মন মেলে ব্যাপ্ত
পৃথিবীর তপ্ততায় ডেকো, পাবে
শীতল জলধি জলে ভিজাবো নিরবধি
তারপরে হারাবো নীলের মাঝে।
জেনে রাখো চিরকাল পাবে না কাছে
ওই ক্ষণিক বাতাসে ভেসো ভালোবাসাতে;
এইতো; এখন নিজেকে মেলে ধরেই আছি। আসে যায়, গান গায়; দুদিনের ভালোবাসাবাসি।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫
মেহেদী রবিন বলেছেন: শাহরিয়ার ভাই, নতুন অন্নে আপনার গোলা ভরুক।
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১
মেহেদী রবিন বলেছেন: আর এ কবিতায় সমুদ্রের জল ছাড়া আর কোথাও নায়িকা নাই।
৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৩
কানিজ ফাতেমা বলেছেন: সাহারাও বাসন্তী জলরাশি বোধ হয়; কাছে এসে আঁজলায়
খুঁচে দেখ, অবারিত বালুরাশিই পাবে
বেশ লাগল । শুভ কামনা ।
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু। আমারো ভালো লাগছে আপনার ভালো লাগায় জড়াতে পেরে।
৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৭
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অবশেষে জলকেলি (কিশোরীর) এলো
ভালো লেগেছে। +
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮
মেহেদী রবিন বলেছেন:
ধন্যবাদ রাজ ভাই।
৬| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৪
মশিউর বেষ্ট বলেছেন: সুন্দর
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৭
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে মশিউর ভাই।
৭| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯
প্রামানিক বলেছেন: আমার কপালের ভাঁজে ভাঁজে উপচে পড়া তরঙ্গের দাগ মাঝে
সমুদ্র খুঁজতে যেও না কেউ; দূর হতে
সাহারাও বাসন্তী জলরাশি বোধ হয়; কাছে এসে আঁজলায়
খুঁচে দেখ, অবারিত বালুরাশিই পাবে;
নিরবে নির্বিঘ্ন লোনা জল নয়
তপ্ত হাওয়াতেই যার অতৃপ্ত আশ্রয়।
কবিতার পাশাপাশি সারবস্তু তুলে ধরায় খুব ভালো লাগল। ধন্যবাদ
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫৮
মেহেদী রবিন বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালো লাগার মাঝেই কবিতার সার্থকতা।
৮| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
গণ্ডি এঁকে দিলেন যে?
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০
মেহেদী রবিন বলেছেন: এই ব্যাপারটাতে আমারো খচ খচ করছিলো। এক ছোটবোনের অনুরোধে তারপরও কাজটা করতে হল। সরিয়ে দিচ্ছি।
৯| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
সরিয়ে কিন্তু দিতে বলি নি। মতামত মাত্র।
কাঁচি হাতে একমাত্র আপনার।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৫
মেহেদী রবিন বলেছেন: দিলাম কেটে; আমি নিজেও মানুষের কল্পনাতে বাঁধ সাধতে চাই না। আমার লেখা গাংচিল দুঃখকে উপমা দিলেও দেখা যাবে কারো মনে সুখ হয়েই ডানা মেলছে।
১০| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো বলেছেন।
১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ রাজপুত্র
১১| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: ঢাকার শহরে ভালোবাসা পাওয়া বড় দায়!!
মানে ব্যচেলর বলে
হুম বুঝলাম।।
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
মেহেদী রবিন বলেছেন: হা হা। কবি মনে তো আর ভালোবাসার অভাব নেই, কি ? বরং ব্যাচেলর বলেই একটু বেশিও থাকতে পারে। কিন্তু ভাইয়া আমি একটা ঝামেলায় আছি। একটু হেল্প দরকার সিনিয়ার কবিদের।
১২| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
টাইম টিউনার বলেছেন: রাবরের চেয়ে একটু ভালো বৈ কি, অসাধারন, লিখছ বন্ধু।
১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩
মেহেদী রবিন বলেছেন: নকলের অভিযোগে তোমার কমেন্ট বাজেয়াপ্ত করা যায় বৈ কি ! ধন্যবাদ জেনো
১৩| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
শাহরিয়ার কবীর বলেছেন: কি ধরনের হেল্প? এখন আমি একটু ব্যস্ত এবং আগামী কয়েক দিন ব্লগে নাও আসতে পাড়ি।।।
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১
মেহেদী রবিন বলেছেন: তেমন কিছু না। আবার আমার জন্যে অনেক কিছু। আমি আধুনিক কবিতায় ভাব প্রকাশ রীতি সম্পর্কে একটু পড়াশোনা করতে চাই। কোন তথ্য দিতে পারেন কোন একটা পোষ্টে ? খুবই উপকার হয় অথবা কোন বইয়ের নাম সাজেস্ট করেন যদি।
১৪| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪
শাহরিয়ার কবীর বলেছেন: দিশেহারা রাজপুত্র ভাই কে একটু বলে দেখেন !!! দিয়ে দিবে।
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৬
মেহেদী রবিন বলেছেন: ওকে; তাহলে তাই করছি। অনেক ধন্যবাদ ভাই।
১৫| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭
সিগনেচার নসিব বলেছেন: পাঠে সন্তুষ্ট
শুভেচ্ছা রইল ভাই
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ নসিব ভাই। ভালো থাকবেন।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৭
অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। ভাল লেগেছে
১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:৫৭
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ অসংখ্য।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দ হয়েছে +++