নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তখন খুব খড়া চলছিল\nজল ছিল না নদী খালে বিলে\nশুধু কিছু বৃষ্টির ফোঁটা\nজমেছিল কবিতায়

মেহেদী রবিন

মেহেদী রবিন › বিস্তারিত পোস্টঃ

তারার ফুল

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮



মহাকাল সীমান্তে রাত্রি নিবিড়
স্থবিরতায় ডোবা জমাট পাথর কিছু
আবেগহীন প্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে,
নীলাচল আবৃত অন্ধ মায়াজালে,
ঘোর সঙ্কটে কোন সিদ্ধ ধ্যানীর মত
মোচন প্রত্যাশে চক্ষু বুজেছে যেন।

মেঘালয় নিঃসৃত ধূসর আঠালো জল
কালকূট আবরণে
নগরে জমেছে এসে
ছড়িয়েছে কোণে কোণে,
গ্রাম্য পালং-এর শরীর অবশে
মিশে ছেয়ে গেছে ভীত সন্ত্রাসে,
রুদ্ধ দেয়াল পিঠে
সোনালী-রুপোলীর আলোক মত রেখা যত
সব ‘লীন হয়ে গেছে
কপাটবদ্ধ প্রতিবাদে মৃদু আন্দোলনে
সময়ের প্রাণহীন লোকালয়ে এক
চোখ হীন ইঁদুর ছানা শুধু অল্প একটু কাঁপে।

এরই মাঝে একদিন শালের বনে
বৃদ্ধ বৃক্ষেরা উত্তরে নুয়ে পড়ে ভাঁজে;
ঘন গুল্মলতাদের ফাঁক-
ফোঁকরে ঝড়া শুকনো পাতা যত তছনছ করে দিয়ে ফুটেছে
আগমনী সুদিনের লালচে প্রদীপ জ্বেলে
কী এক নীলাভ ছোট্ট তারার ফুল,
কালকূট বিষে তার উজ্জ্বল আহ্বান
ম্লান হয়নি তো এক বিন্দু বরং কিশলয়পুরে
উঠেছে নতুন শিহরণ, বাতাসের দিক ভোলা আবর্তনে
মাঠে-ঘাটে জীবনেরই সুসংবাদ বাটে।

আজ তাই শেষমেশ, জগতের যত ছিল কালি অবশেষ
প্রকৃতির লাল-নীলে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে।

একটি © মেহেদী রবিন রচনা।

ছবি সংগ্রহঃ গুগল।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: ফুলের চমৎকার ছবিটা দেখে পোষ্টে ঢুকেছিলাম, কবিতাও মন্দ নয়........শুভেচ্ছা জানিয়ে গেলাম রবিন ভাই

১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

মেহেদী রবিন বলেছেন: কবিতা পড়ার জন্যে অসংখ্য ধন্যবাদ। দুঃখের মাঝে সুদিনের প্রত্যাশা করে লিখেছিলাম কবিতাটা। আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: কালকূট বিষে তার উজ্জ্বল আহ্বান
ম্লান হয়নি তো এক বিন্দু বরং কিশলয়পুরে
উঠেছে নতুন শিহরণ, বাতাসের দিক ভোলা আবর্তনে
মাঠে-ঘাটে জীবনেরই সুসংবাদ বাটে।


চমৎকার কবিতা। খুবই ভালো লাগল।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২২

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা নিবেন এবং ভালো থাকবেন।

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: আজ তাই শেষমেশ, জগতের যত ছিল কালি অবশেষ
প্রকৃতির লাল-নীলে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে।


কবিতা সুন্দর হয়েছে ।

২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৪

মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই।

৪| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:২০

টাইম টিউনার বলেছেন: আমার কিছু বলার নাই বন্ধু। বললে ই তো কইবা কপি পেস্ট।......... :)

২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২৭

মেহেদী রবিন বলেছেন: যাও, কপি পেস্ট করার অনুমতি তোমাকে দেয়া হলো। :)

৫| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১১

টাইম টিউনার বলেছেন: তোমার কবিতা সবসময় ই আমায় অনুপ্রেরণা যোগায় ,বন্ধু । অনেক ভালো লগা ।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৬

মেহেদী রবিন বলেছেন: আচ্ছা , দেশে কবিতা চর্চার জন্যে কোন সেন্টার আছে ? এই মনে করো এখানে বড় বড় কবিদের লেখার ধরণ, তারা কীভাবে চিন্তা করতেন এসব বুঝিয়ে বলা হত। সব মিলিয়ে কবিতা লেখা তো শিল্প বৈ কি ! নাচ, গান, ছবি আঁকার মত কবিতা লেখাও শিক্ষার আওতায় আনা উচিত।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৯

মেহেদী রবিন বলেছেন: ছাত্র হিসেবে লোকজনের অভাব পড়ত বলে তো মনে হয় না। আমি নিজেও ছাত্র হয়ে যেতাম।

৬| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩০

টাইম টিউনার বলেছেন: তোমার সাথে আমি একমত । খোঁজ নেয়া দরকার এরকম কিছু থাকলে আসলেই ভালো , ফেইস বুক এ কিছু গ্রুপ আছে যেগুলা তে দৈনিক প্রতিযোগিতার ব্যবস্থা আছে । এই সব প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা যেতে পারে ,।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.