![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতটা না ভুল, তারও চেয়ে অনেক বেশী আকাঙ্ক্ষা
যতটা না নির্বাচন, তারও চেয়ে অনেক বেশী নিয়তি
ধ্বংস আমাকে টানে শেষ পরিণতির মত
তাই যেখানে যখনই যেভাবেই মরণকে পেয়েছি
অমোঘ প্রত্যাশায় ছুটে গেছি;
কিন্তু সেখানেও পেয়েছি বিস্তৃত শান্তি আর সুখের মতই দুর্নীতি
ভুয়া, মিথ্যা, প্রতারণাই ছিল আগাগোড়া
বিষুবের বদলে সত্ত্বায় মেরু ধরিয়ে দিল আদার ব্যবসায়ী।
এভাবেই যখন পথেঘাটে আড়ষ্ট নিত্য; তখন এলে তুমি
বললে, “এত শীতার্ত থাকলে কি চলে ? চলো ভালোবাসি ”
ভালোবাসা ! সে কি নবতম শব্দ কোন ?
যাকে দেখিনি শুনিনি বুঝিনি আগে কখনও
সেও কি তোমার মত রঙবাহী অজস্র ? সেও কি নৈশদামিনী ?
প্রশ্নের উত্তরে নরম পেলব তোমার বুকে
আমাকে চেপে ধরে সিক্ত প্রথম ছোট্ট চুম্বন, কিছু ঘন শ্বাস;
বড্ড সংক্ষিপ্ত তারপরের ইতিহাস;
আত্মার খাকি রঙ ছাই হয়ে গেল পাঁচ মিনিটেই;
আজন্ম প্রলুব্ধ দগ্ধতায় জ্বলে পুড়ে নিঃশেষ
হলদে তৃপ্ত ফিল্টারে; বহ্নি তোমার প্রেমের অবশেষ;
যতটা না ভুল ছিল, তারও চেয়ে অনেক বেশী ছিল আকাঙ্ক্ষা
যতটা না নির্বাচন, তারও চেয়ে অনেক বেশী কিছু নিয়তি ।।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৩৩
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। কিন্তু নিয়তিই যার ছাই হবার, তার কি শান্তি যাপন হয় কোন কালে ? শুভেচ্ছা
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:৩১
আহমেদ জী এস বলেছেন: মেহেদী রবিন ,
মোটামুটি লেগেছে ।
তবে ধুম্রশলাকাকে ধ্বংস যেভাবে টানে শেষ পরিণতির দিকে তেমনি টানে ধুমপায়ীদেরও ।
অঃ রেঃ -------কানে কানে বলি, আমিও কিন্তু ধুম্রশলাকাকে চুম্বনে চুম্বনে ছাই করে ফেলি তিন-চার মিনিটেই ।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৫
মেহেদী রবিন বলেছেন: আহমেদ জী এস,
আসলে এখানে সিগারেটটাকে গন্তব্যহীন এক প্রেমিক ও তার প্রেমিকা হিসেবে আগুনকে রূপ দিয়েছি, যার প্রেমে রচিত হয় শলাকার নিয়তি। তবু শলাকা সেই নিয়তিতে তৃপ্ত।
আমিও ধ্বংস করেছি অনেক শলাকা। তবে ছেড়ে দিয়েছি এখন।
ভালো থাকবেন, শুভেচ্ছা
৩| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:১৯
ক্লে ডল বলেছেন: ভাল লাগল অনেকখানি! সুন্দর লিখেছেন।
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৩
মেহেদী রবিন বলেছেন: ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্যে। ভালো লেগেছে জেনে ভালো লাগলো শুভেচ্ছা নিবেন
৪| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৯:৩০
পুলহ বলেছেন: প্রথম লাইনদু'টো শেষে পুনরাবৃত্তির কারণে কি কবিতাটাকে সামষ্টিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখা যায়? আই মিন- লাস্ট দুই লাইনের আগ পর্যন্ত একটি সিগারেটের আত্মকাহিনী, তারপর আবার আরেকটি গল্পের সূচনা, যার কথক শলাকাদের মধ্যকার ভিন্ন কেউ।
একটু কঠিন, তবে ভালো লেগেছে আমার। শুভকামনা!
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:০৯
মেহেদী রবিন বলেছেন: পাঠককে তার কল্পনার স্বাদ গ্রহণ করতে দেয়া বাঞ্ছনীয়। তবে কবিতার প্রতিটা শব্দ নিজস্ব প্রকাশের দাবী রাখে। তাই একটু মনোযোগ দিয়ে দেখলে বুঝবেন যে প্রথম দু'টি পঙক্তি আর শেষ দু'টির মাঝে অল্প একটু পরিবর্তন আছে যা আপনার প্রশ্নের উত্তর দিবে আশা রাখি। আপনার ভাবনাটা যদিও সুন্দর ছিল। ধন্যবাদ এবং শুভেচ্ছা
৫| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
এই শিখায় জ্বলছে পৃথিবীর ঐ নথিভুক্ত সকল দাগি
হৃ দ য়।
সে অ ন লে পু ড়ে যে তে দো ষ নে ই।
ক বি তা য় প্লা স + +
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫১
মেহেদী রবিন বলেছেন: অসাধারণ সুন্দর মন্তব্যটির জন্যে আপনাকে ধন্যবাদ। আসলেই সে অনলে পুড়েও ধন্য। শুভেচ্ছা নিবেন।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:০৪
রক্তিম দিগন্ত বলেছেন:
বেশ কঠিন, শক্ত কবিতা।
বুঝতে গেলে এই মুহুর্তে ধুম্রশলাকার সাহায্য নেওয়া ছাড়া উপায় নাই।
ভাল ভাল মন্তব্য তো সব উপরেই করে দিল - আমি আর কী করুম!!
কবিতা কঠিন হলেও ভাল লেগেছে। +
২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:০২
মেহেদী রবিন বলেছেন: একটু কঠিন করেই লিখেছি। একটু রহস্য রাখার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্যটিতে ধন্যবাদ। শুভেচ্ছা
৭| ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: গভীরতা আছে বক্তব্যে ।
২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৫২
মেহেদী রবিন বলেছেন: এক মুহূর্ত ডোবাতে পারলেও সার্থকতা। ধন্যবাদ এবং শুভেচ্ছা
৮| ২৫ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:১৮
ইএম সেলিম আহমেদ বলেছেন: আজন্ম প্রলুব্ধ দগ্ধতায় জ্বলে পুড়ে নিঃশেষ
হলদে তৃপ্ত ফিল্টারে; বহ্নি তোমার প্রেমের অবশেষ;
প্রিয়তে নিলাম।
২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১১:৪৭
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা নিবেন।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৪
দিশেহারা রাজপুত্র বলেছেন: পথেঘাটে আড়ষ্ট নাকি আড়ষ্টতা হবে?
কবিতা সুন্দর হয়েছে। +
২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৫৫
মেহেদী রবিন বলেছেন: না বিশেষণই দিয়েছি। আপনার প্রশংসা পেতে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র
১০| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫০
অঞ্জন ঝনঝন বলেছেন: পড়তে ভাললাগছে। যদিও বুঝিনাই পুরোপুরি আমি কৌতুহল থেকে প্রথম সিগারেট ধরছিলাম। দু এক টান দিলে দেখি মাথা শূন্য শূন্য লাগতো। এখন মাঝে মাঝে চেষ্টা করি
২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ১০:৪৫
মেহেদী রবিন বলেছেন: একজন ভ্যাগাবন্ড সিগারেট এবং তার হঠাৎ পাওয়া প্রেমিকা বহ্নি বা আগুনের প্রেমের উপাখ্যান, যেখানে ইতিহাসের সকল প্রেমিকের মতই ঘটে প্রেমিকের সতৃপ্ত নিয়তির বরণ। সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ। এখনও কি শূন্য শূন্য লাগে ?
১১| ২৯ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৬
অরুনি মায়া অনু বলেছেন: ভালবাসা এই বেরহম সিগারেটের মতই। ভিতরে ভিতরে জালিয়ে পুড়িয়ে নি:শেষ করে দেয়। আপনার উপলব্ধি সঠিক।
০১ লা নভেম্বর, ২০১৬ সকাল ১০:১০
মেহেদী রবিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: নিয়তি কাছে মিনতি
আর যেন না ছলনায়
না পড়ি।
আত্মকাহিনী পড়ে এ আত্মা কে সান্ত্বনা দেওয়া ছাড়া কিছু নাই।
ভালো লিখেছেন,শুভকামনা।