![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিলস ড্রাগ ডেটাবেস একটি অফলাইন সার্চেবল এনড্রয়েড অ্যাপ যা দিয়ে বাংলাদেশী ওষুধ সার্চ করে এর জেনেরিক নাম, প্রস্তুতকারক কোম্পানী, দাম সহ বেশ কিছু প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
ডেটাবেজে মোট ব্রাডনেম রয়েছে ৩৩,০০০+। বাংলাদেশে এর আগে এতবেশী ওষুধ নিয়ে কোন সফটওয়্যার তৈরী হয়েছে বলে আমার জানা নেই। মোটামুটি বাংলাদেশে পাওয়া যায় এমন সব ওষুধের তথ্যই এখানে মিলবে। এটি বাংলাদেশের ওষুধের উপর নির্মিত প্রথম এনড্রয়েড অ্যাপস। সবচেয়ে বড় কথা অ্যাপসটি অফলাইন অর্থাৎ ব্যবহারের জন্য কোন ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই।
নির্দেশনাঃ
1. অ্যাপসটি ডাউনলোড করুন মিডিয়াফায়ারের এই লিংক থেকে।
2. অ্যাপসটি মোবাইলে ইন্সটল করুন। এটি ইন্টারনাল মেমরীতে 11MB+ জায়গা নেবে।
3. অ্যাপটি ১০০% অফলাইন অর্থাৎ কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই। প্রথমবার আপনি যখন অ্যাপটি চালু করবেন তখন এটি এর নিজস্ব ডেটাবেজ এক্সট্রাক্ট করা শুরু করবে ব্যাকগ্রাউন্ডে, যার জন্য কিছু সময় লাগবে। আপনার মোবাইলের প্রসেসরে উপর নির্ভর করবে কত দ্রুত ডেটাবেজ এক্সট্রাক্ট কম্পলিট হবে। সার্চবারে ”Zymet” টাইপ করুন। যখন Zymet পাবেন তখন বুঝবেন আপনার মোবাইলে ডেটাবেজ পুরোপুরি এক্সট্রাক্ট হয়ে গেছে। না পেলে কিছুক্ষণ অপেক্ষা করে ডেটাবেজ লোড হতে দিন।
4. আপনি ডাক্তার হলে জিলস ড্রাগ এর ডক্টরস এডিশনের জন্য আবেদন করতে পারেন। এই এডিশনে ওষুধের ব্যবহার ও ক্লাস সম্পর্কে তথ্য দেয়া আছে। বিস্তারিত এই এখানে দেখুন
দুটো ভার্সনের পার্থক্যঃ
লাইসেন্সঃ
জিলস ড্রাগ কনজিউমার এডিশন একটি ফ্রিওয়্যার। এটি বিনামূল্যে বিতরণযোগ্য। আপনি ইচ্ছে করলে এটি অন্য সাইটে আপলোড বা অন্য কাউকে শেয়ার করতে পারবেন। এটির বিতরণের উপর কোন প্রকার নিষেধাজ্ঞা নেই। তবে জিলস ড্রাগ ডক্টরস এডিশন শুধুমাত্র ফিজিশিয়ানদের জন্য এবং এটি বিতরণযোগ্য নয়
জিলস ড্রাগ ফেসবুক সাপোর্ট পেজঃ
http://www.facebook.com/ZilsDrugDatabase
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪
নেট মাস্টার বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৯
লিংকন১১৫ বলেছেন: বুঝতে পারলুম্না ইন্সটল করনের সময় সেট হাং করছিল
যাইহোক আপনে ভালো কাজ করেছেন , সফট টা ভালো লাগছে
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৪
নেট মাস্টার বলেছেন: কমেন্টের জন্য ধন্যবাদ
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
নানাভাই বলেছেন: ভালা হইছে।অনেক উপকারী জিনিস।
পারলে এই রকম একটা আইফুন এ্যাপ বানান।
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
নেট মাস্টার বলেছেন: আইফোন হাতে নাই আর এর ডেভলপমেন্টও পারিনা। এনড্রয়েড পারি তাই বানিয়েছি।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮
নানাভাই বলেছেন: এই ওয়েবটা দ্যাখেন http://www.fass.se/LIF/home/index.jsp
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
নেট মাস্টার বলেছেন: কিছুই বুঝলাম না ভাই, কিসের সাইট এটা?
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সৈকত৪৯৪ বলেছেন: kajer jinis
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬
নেট মাস্টার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৬
শিশির সিন্ধু বলেছেন: বাহ! বহুত ভালা জিনিস বানাইছে