![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রেসক্রিপশন সফটওয়্যার ZilSoft। জিলসফটের ভার্সন ৫.০ ২০২০ এডিশন রিলিজ দিলাম। জিলসফট প্রেসক্রিপশন সফটওয়্যার গত ৩ বছর থেকে বাংলাদেশী চিকিৎসকগন ব্যবহার করছেন। সহজবোধ্য প্রেসক্রিপশন সরবরাহে হাইকোর্টের নির্দেশনা থাকায়, এই সফটওয়্যারটির মাধ্যমে প্রেসক্রিপশন প্রিন্ট করে রোগীকে সরবরাহ করা সম্ভব। সফটওয়্যারটির মেডিকেল ও ডেন্টাল এডিশন দুটো আলাদা সংষ্করণ রয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করা যাবে অনলাইনে বা অফলাইনে। উইন্ডোজ ৭, ৮ ও ১০ এ বীব ফাইল ইন্সটল করে ব্যবহার করা যাবে অফলাইন এডিশন। Prescription Software টি free তে চিকিৎসকগণ ব্যবহার করতে পারবেন https://zilsoft.net ঠিকানা থেকে। ৩ হাজারের বেশি এমবিবিএস ও বিডিএস চিকিৎসককে বর্তমানে অনলাইনে বিনামূল্যের প্রেসক্রিপশন সার্ভিস পাচ্ছেন।
বাজারের অন্যন্য সফটওয়্যারের তুলনায় এটির ব্যবহার সহজ। সফটওয়্যারটিতে সহজবোধ্য ইন্টারফেস ব্যবহার করা হয়েছে যা সকল পর্যায়ের চিকিৎসকদের জন্য ব্যবহারযোগ্য। টেম্পলেট বেজস প্রেসক্রিপশন তৈরীর সুবিধা রয়েছে। রোগীর মুঠোফোনে SMS পাঠানোর ব্যবস্থা রয়েছে। রয়েছে ওষুধের বৃত্তান্ত লিটারেচার।
রোগীর তথ্য সংরক্ষণে ডিজিটাল নথি সংরক্ষন সুবিধা রয়েছে সফটওয়্যারটিতে। এতে প্রেসক্রিপশন, রিপোর্টসহ রোগীর জরুরী ডেটা কম্পিউটারে সংরক্ষণ করা যাবে। রোগী প্রেসক্রিপশন হারিয়ে ফেললেও মোবাইল নম্বর দিয়ে সার্চ করার সুবিধা থাকায় রোগীদের ভোগান্তি কম হবে এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। টেলিমেডিসিন সহ অনলাইন সার্ভিস প্রদানেও সফটওয়্যারটি অগ্রনী ভ‚মিকা পালন করবে।
প্রান্তিক পর্যায়ে যেখানে ইন্টারনেট সংযোগ উচ্চগতির নয়, সেখানে ইন্টারনেটবিহীন অফলাইন সংস্করণ ব্যবহার করা যাবে। রোগীর সকল তথ্য চিকিৎসকের ল্যাপটপ/কম্পিউটারে সংরক্ষিত থাকায় নির্ভুল চিকিৎসা প্রদানে সফটওয়্যারটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
সফটওয়্যারটি সাদা কাগজে বা ছাপানো প্রেসক্রিপশন উভয়ের উপর প্রিন্টিং সুবিধা দিয়ে থাকে। ঝকঝকে প্রিন্টিং এবং বাংলাভাষায় প্রিন্টের সুবিধা থাকায়, প্রেসক্রিপশন রোগীর কাছে সহজবোধ্য হবে এবং ভুল ওষুধ সেবনের জটিলতা নিরসন হবে। সফটওয়্যারটির ফ্রির পাশাপাশি প্রো ভার্সনও আছে, মূল্য ৫,০০০/-। বিস্তারিত: ZilSoft Prescription Software ঠিকানায়।
৩১ শে মে, ২০২০ রাত ১০:১৮
নেট মাস্টার বলেছেন: জ্বী আমার ডেভলপ করা
২| ৩১ শে মে, ২০২০ রাত ১০:১৬
নতুন বলেছেন: খুবই ভালো উদ্দোগ।
এই রকমের জিনিস আমাদের দেশের ডাক্তারদের সবারই ব্যবহার করা উচিত।
৩১ শে মে, ২০২০ রাত ১০:১৯
নেট মাস্টার বলেছেন: সহমত।
৩| ৩১ শে মে, ২০২০ রাত ১০:২১
চাঁদগাজী বলেছেন:
ওয়েব এ্যাপলিকেশান, নাকি ক্লায়েন্ট সার্ভার? কোন ভাষা, কোন ডাটাবেইস ও গুই?
৪| ৩১ শে মে, ২০২০ রাত ১১:০৩
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল উদ্যোগ। কিন্তু কে এই কষ্ট করতে চাইবে। হাতে লিখে সময় কম, টাকা দাও! ব্যস কয়েক মিনিট!
৫| ৩১ শে মে, ২০২০ রাত ১১:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এটা কি আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত ?
না হলে অনেকেই গ্রহন করবে না ।
৬| ৩১ শে মে, ২০২০ রাত ১১:০৯
মেমননীয় বলেছেন: খুবই ভাল!
কিন্তু বড় অসময় চলছে ডাক্তারদের।
বেশীরভাগেরই চেম্বার বন্ধ।
রোগীও নাই, কাকে দিবে প্রেসক্রিপশন?
সময় এখন করোনার, শুনেছি থাকবে ২ বছর।
করোনার জন্য কিছু করা যায় কিনা চেষ্টা করে দেখেন।
৭| ৩১ শে মে, ২০২০ রাত ১১:১৪
নেওয়াজ আলি বলেছেন: প্রসংশা পাওয়ার কাজ।
৮| ৩১ শে মে, ২০২০ রাত ১১:৫৬
বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন উদ্যোগ...
৯| ০১ লা জুন, ২০২০ রাত ১২:২৬
মা.হাসান বলেছেন: আপনার সফটওয়ারের পেজ দেখলাম। আপনাদের সার্ভারে রোগির সব তথ্য জমা থাকবে। চরম অনৈতিক। সরকারের উচিৎ সফটওয়ার প্রস্তুতকারি এবং ব্যবহারকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।
১০| ০১ লা জুন, ২০২০ রাত ১:২৮
নতুন বলেছেন: উপরে মা.হাসান ভাই যেই কথা বলেছেন সেটার ব্যাপারে আপনার সচেতন হতে হবে।
দেশে ডাক্তারের চেম্বারের বাইরে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভরা রোগীর প্রিস্ক্রেবসন দেখে।
আপনারা যদি রোগীর ব্যক্তিগত তথ্য রাখেন তবে সেটা নিয়েও ব্যবসার জন্য ব্যবহার শুরু হবে। কারন আরো তথ্য আরো অনেক কাজে তারা ব্যবহার করবে। যেটা অনৈতিক।
সেই দিকটা দেখবেন আশা করি।
১১| ০১ লা জুন, ২০২০ রাত ৩:৫৪
রিফাত হোসেন বলেছেন: খুব ভাল। খুশি হলাম।
==রোগী যদি না চায় তবে ডাক্তার যেন তথ্য সংরক্ষণ না করে এবং প্রোগ্রামে মুছের ফেলার ব্যবস্থা থাকতে হব।
==যেসব রোগী তথ্য সংরক্ষণে আগ্রহী তাদের থেকে লিখিত সম্মতি যেন ডাক্তাররা সংগ্রহ করেন এবং সফট কপি সার্ভারে সংরক্ষিত থাকে। তাহলে আইনী ঝামেলায় পরবেন না। আর যতবার নতুন ডাক্তার দেখাবে ততবার যেন নতুন করে ঐ ডাক্তার এর জন্য সম্মতি পত্র সংগ্রহ করা হয়।
==রোগীদের তথ্য যেন এনক্রিপটেড থাকে এটার নিশ্চয়তা দিতে হবে।
==যদি পারেন তাহলে মোবাইল বান্ধব একটি এপ তৈরী করে দিন যাতে রোগীরা তাদের তথ্যের ব্যাপারে নিশ্চয়তা পেতে পারে।
প্রধানমন্ত্রী একাই উন্নত দেশের স্বপ্ন দেখে না। আমার-আপনার মত মানুষও দেখে। যেটা সরকারের করা উচিত ছিল সেটা বেসরকারীভাবে হচ্ছে। আপনার ব্যবসায়িকভাবে চিন্তা করবেন, করারই কথা। এটা পিছনে অনেক শ্রম গিয়েছে। অনুরোধ, একটু সাধারণ মানুষের উপকারও যেন হয়।
উপরের কয়েকটা বিষয়ে বলেছি, এগুলি নিয়ে যদি পারেন তাহলে চিন্তা করবেন।
-----------------
হাতে লেখা থেকে প্রিন্ট করাটাই সঠিক হবে। সব অঞ্চলে না হোক মূল শহরগুলোতে শুরু করা যেতে পারে। ধীরে ধীরে ছড়িয়ে যাবে। আন্তর্জাতিকভাবে বিভিন্নদেশ বা প্রতিষ্ঠান নিজেদের জন্য তৈরী করে ব্যবহার করছে।
অনেকদিন আগে পত্রিকায় পড়েছিলাম যে, বাংলাদেশের কোন আইটি ফার্ম যেন বিদেশের একটি চিকিৎসা ভিত্তিক প্রতিষ্ঠানকে সফটওয়্যার তৈরী করে দিয়েছে। বলেছি এই জন্য যে, বাংলাদেশ তো নিজেদের জন্য কিছু তৈরী করে ব্যবহার না করে মান্ধাতা আমলে পরে আছে। হতে পারে সব জায়গায় প্রিন্ট করা যাবে না, সব জায়গায় নেট পাওয়া যাবে না। কিন্তু অফলাইনেই হোক আর অনলাইনেই হোক, পদক্ষেপ নিতে হবে। আজ হবে না, কিন্তু সামনে একদিন হবে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২০ রাত ১০:১৩
কল্পদ্রুম বলেছেন: ভালো উদ্যোগ।এটা আপনি তৈরি করেছেন?