| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না।
বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে।
আমায় তুমি ফেলে যেও না।।
এতদিন পরে কাছে এলে
ওগো এখনি কেন যাবে চলে
এ হৃদয় জুড়ে পিয়াসা
ভেঙ্গে দিওনা আমার এ আশা
ভালো যদি আমায় নাই বাসো একটু করো করুণা।।
জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
তুমি ছাড়া জীবনে
আর তো কিছুই চাইবো না।।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৬
নতুন বিচারক বলেছেন: মতামতের জন্য কৃতজ্ঞ।
২|
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার প্রিয় একটা গান। তখন গানের অর্থ বুঝতাম না ![]()
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৭
নতুন বিচারক বলেছেন: ![]()
৩|
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর লিখেছেন , পাঠে মুগ্ধ
জীবনের আকাঁবাকাঁ পথে
ও গো কে রবে তোমার সাথে সাথে
সবাই যখন চলে যাবে
তবু আমায় তখন কাছে পাবে
কই ইদানিং পাইনাত সাথে
হয়ত ভুলেই যাওয়া হয়েছে !!!
অনেক শুভেচ্ছা রইল ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ডাক্তার সাব । একটু ব্যস্ত ছিলাম । ইনশাল্লাহ আবার নিয়মিত হওয়া চেষ্টা করছি ।
৪|
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেকদিন পর পুরনো দিনের পুরনো গানে ফিরিয়ে নেয়ার জন্য ধন্যবাদ।
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৯
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই।
৫|
২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৭:৩৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার কাছে গানটি অনেক ভালো লাগে। ![]()
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০
নতুন বিচারক বলেছেন: আমার কাছেও ।
৬|
২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৬
রূপক বিধৌত সাধু বলেছেন: আমার কাছেও গানটা ভালো লাগে!
২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:০১
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ।আমার কাছেও ।
৭|
২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
চাঁনমিয়া বলেছেন: অন্যরকম একটি গান।
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৬
নতুন বিচারক বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩১
নাগরিক কবি বলেছেন:
