![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিস্মিত এবং ক্ষুব্ধ আপেল মাহমুদ। কারণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম এই শিল্পী-গীতিকার ও সুরকারের কথা-সুর ও গাওয়া একটি গানের কৃতিত্ব রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয়েছে ভারতীয় শিল্পী গোবিন্দ হালদারকে। ৮ই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশের মহান বিজয় দিবস উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রদান করা হয় এ কৃতিত্ব। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোবিন্দ হালদারের হাতে সম্মাননা পুরস্কার এবং নগদ ১৫ লাখ টাকা প্রদান করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজার্বল কায়েস ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপরাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার।
পুরস্কার প্রদানের কারণ হিসেবে উক্ত অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘এক সাগর রক্তের বিনিময়ে’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’সহ এমন অসংখ্য গানের কথা-সুর ও কণ্ঠের মধ্য দিয়ে উপহার দেয়ার জন্য গোবিন্দ হালদারকে এই সংবর্ধনা দেয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এমন সম্মাননা প্রদানের খবর প্রকাশের পর এ দেশের মানুষ এবং শিল্পীরা বিষয়টিকে মূল্যায়ন করেছেন অত্যন্ত সম্মানের চোখে। কারণ মহান মুক্তিযুদ্ধে গোবিন্দ হালদারের গান জুগিয়েছে প্রাণশক্তি আর সমৃদ্ধ করেছে বাংলা গানকে- এমন স্বীকৃতি উড়িয়ে দেয়ার নয়। কিন্তু ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটি প্রকৃতপৰে আপেল মাহমুদের লেখা, সুর করা এবং প্রথম গাওয়া বলে এ শিল্পী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি গতকাল প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রতি আর তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন গোবিন্দ হালদারের প্রতি। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ গানটি তার নিজের কথা-সুর ও কণ্ঠের। অথচ সেটির মালিকানা আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রদান করা হয়েছে ভিনদেশী গোবিন্দ হালদারকে। আর গোবিন্দ হালদারও এ বিষয়টিকে চাপা রেখে নিচু মন-মানসিকতার প্রমাণ দিয়েছে। বিস্তারিত
এর আগে এইচএসবিসি ব্যাংক এর অর্থায়নে ‘শত বর্ষের বাংলা গান’ শীর্ষক একটি অ্যালাবামে অনুমতিবিহীন তার গান প্রকাশ এবং ভুল তথ্য প্রকাশের জন্য আপেল মাহমুদ মামলা করেন এইচএসবিসি’র বির্বদ্ধে। যার বিচারকার্য এখন চলছে বলে জানান তিনি। সব শেষ মন্তব্যে আপেল মাহমুদ বলেন, এ বয়সে আমি আর পারছি না। আমার এবং আমার মতো অসহায় শিল্পীদের গান নিয়ে একটি কুচক্রী মহল ব্যবসা করছে, বঞ্চিত করছে আমাদের অর্থ এবং সম্মান। এর জন্য আমি সরাসরি সরকারকে দায়ী করবো না, তবে সরকারকে এ ব্যাপারে একটু সচেতন হওয়ার জন্য মিনতি করছি। মৃত্যুর আগে প্রাপ্য সম্মানটুকু না পাই- দুঃখ নেই, তবে নিজের সৃষ্টিগুলোকে অৰত দেখে যেতে চাই।
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৯
নিউজকাস্টার বলেছেন: অবশ্যই ন্যক্কারজনক তবে সবার কাছে না।
২| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:১৪
ফজল বলেছেন: "৮ই জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশের মহান বিজয় দিবস উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রদান করা হয় এ কৃতিত্ব।"
-তিনি বোধহয় ইন্দিরা পদক প্রাপ্তির আনন্দে ব্যাপারটা লক্ষ্য করেননি।
সমবেদনা জানাই আপেল মাহমুদকে।
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৭
নিউজকাস্টার বলেছেন: হুমম-তিনি বোধহয় ইন্দিরা পদক প্রাপ্তির আনন্দে ব্যাপারটা লক্ষ্য করেননি।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২১
ত্রিভুজ বলেছেন: শেখ হাসিনা তো নিজের বাবার নামের বানানই তার ওয়েবে দুই জায়গায় দুইরকম লিখে রেখেছেন। এটা তো সেই তুলনায় কিছুই না।
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪
নিউজকাস্টার বলেছেন: হুমম।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৩
মুরুববী বলেছেন: হ কতাডা শুইনা বড়ই অবাক হইছিলাম। সারা জিবন জানতাম আপেল মাহমুদ তির হারা এই ঢেউ এর সাগর গান লিখল, গাইল, এখন হঠাত কইরা গোবিন্দ বাপধন আইল কে? এই লিংকটাতেও রথিন্দ্রনাথ কইল আপেল মাহমুদের কথা।
আপসুস
http://www.youtube.com/watch?v=tcbxPJcabaY
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩১
নিউজকাস্টার বলেছেন: আওয়ামী লীগাররা প্রমাণের ধার ধারে না।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৪
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভাই আপেল মুক্তিযুদ্ধের সবকিছুই আওয়ামী লীগের বাপের সম্পদ,আফসোস করে লাভ নেই।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৮
িঠকানা বলেছেন: আমাদের আবার দিল নরম পরকে দিতে পছন্দ করি ...। ত্যাগই মহত্ত্বের লক্ষণ
৩০ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
নিউজকাস্টার বলেছেন: শুধু ভারতের বেলা দিল নরম হলে চলবে ?
৭| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:২৮
ইবনে সালাম বলেছেন: দাদারা কোন কিছু দাবি করলে আওয়ামী লীগাররা তা যাচাই-বাছাই করার প্রয়োজন বোধ করে না। এটা তার আরেকটা নমূনা।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭
তায়েফ আহমাদ বলেছেন: ন্যাক্কারজনক.......
৯| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৩৮
প্রতিবিপ্লবী বলেছেন: উটু ফজল ভাইকে বহুদিন পর দেখলাম
১০| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৪৬
খেক খেক বলেছেন: আমি লগ ইন হই খুব কম।
শুধুমাত্র এই পোষ্টে কমেন্ট করার জন্য লগ ইন হলাম।
প্রথমেই আপনাকে ধন্যবাদ এরকম একটা পোষ্ট দেয়ার জন্য।
ন্যাক্কারজনক...... ঘটনাকে থু দিলাম
আর আপেল মাহমুদ কে স্যালুট এত সুন্দর গানের জন্য
১১| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯
সাইফ সামির বলেছেন:
চারিদিকে দেখি শুধু পরের ধনে পোদ্দারি - এবার তাও কিনা আনুষ্ঠানিকভাবে অর্পণ!!
১২| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:১৬
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: আপেল মাহমুদের জন্য সমবেদনা
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ২:২৬
স্পুতনিক বলেছেন: আমরা বেশী মুক্তিযুদ্ধের ইতিহাস জানিতো তাই!!!!!!!!!!!!
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৩:০১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: হবায় গান বেচিছে দুদিন পর দেশ।সে দিন আর বাকী নাই।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৪
পথ হারা পাখি বলেছেন: +++
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:১২
নস্টালজিক বলেছেন: বাংলা গানের গীতিকার দের অবহেলার কাহিনি অনেক পুরোনো এবং চলছে এখনো।।
দুঃখজনক।।
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৫১
সাজিদ বলেছেন: পারলেতো পুরা দেশটাই দিয়ে দেন উনারা। কৃতগ্গতাবোধ বলেতো একটা ব্যাপার আছে। একটা গানের কৃতিত্ব দিয়ে দেয়াতো কিছুই না তাদের কাছে।
শেইম শেইম শেইম
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫২
রবিনহুড বলেছেন: মালু হইতে পারলে এইরকম আরো অনেক কিছুই জায়েজ হয়ে যাবে।
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৯
সুধাসদন বলেছেন: সাজিদ বলেছেন: পারলেতো পুরা দেশটাই দিয়ে দেন উনারা। কৃতগ্গতাবোধ বলেতো একটা ব্যাপার আছে। একটা গানের কৃতিত্ব দিয়ে দেয়াতো কিছুই না তাদের কাছে।
শেইম শেইম শেইম
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১:০৬
অপ্রয়োজন বলেছেন: ঘটনা তাই হলে তো ন্যক্কারজনক ব্যপার