![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালো আছি অর্থ সমাজে একজন ভালো আছে । মনের আনন্দের জন্য লিখি ।
"এই গাঁয়ের এক চাষার ছেলে লম্বা মাথার চুল-
কালো মুখেই কালো ভ্রমর, কিসের রঙিন ফুল?
কাঁচা ধানের পাতার মত কচি-মুখের মায়া,
তার সাথে কে মাখিয়ে দেছে নবীন তৃণের ছায়া।
জালি লাউয়ের ডগার মত বাহু দুখান সরু।
গা-খানি তার শাঙন মাসের যেমন তমাল তরু।
বাদল-ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছেতেল,
বিজলী মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল।
কচি ধানের তুলতে চারা হয়ত কোনো চাষী
মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি।
কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি,
কালো দতের কালি দিয়েই কেতাব কোরাণ লেখি।
জনম কালো, মরণ কালো, কালো ভূবনময় ;
চাষীদের ওই কালো ছেলে সব করেছে জয়।
সোনায় যে জন সোনা বানায়, কিসের গরব তার?
রঙ পেলে ভাই গড়তে পারি রামধণুকের হার।
সোনা নহে, পিতল নহে, নহে সোনার মুখ-
কালো-বরণ চাষীর ছেলে জুড়ায় যেন বুক|"
১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯
নিউজপ্রিন্ট বলেছেন: তারেক_মাহমুদ ভাই, আমরা ছেলেবেলো হারিয়ে এতিম হয়ে গিয়েছি ।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: ছেলেবেলার ভাললাগার কবিতা।