নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'অসাধারণ পৃথিবীতে একজন সাধারণ মানুষ\'\'

নিউটনিয়ান

নিজেকে সংজ্ঞায়িত করার কোনো সংজ্ঞা জানা নাই।

নিউটনিয়ান › বিস্তারিত পোস্টঃ

''সুন্দরবন ওয়েল স্পিলেজ'' vs ''ডীপওয়াটার হরাইজন ওয়েল স্পিলেজ''

১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩


২০১০ সালের ঘটনা। বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানির একটি ''BP''। ২০১০ এর এপ্রিলে তাদের একটি তেলের ট্যাঙ্ক থেকে তেল ছড়িয়ে পড়ে মেক্সিকোর গালফ সমুদ্র এলাকায়। প্রচুর পরিমান তেল নিঃসরণের এই ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় আলোচিত খবরে পরিনত হয় তখন। তেল নিঃসরণের প্রধান ক্ষতিকর দিক ছিলো পরিবেশ দূষণ ও পানি দূষণ। যার জন্য ''BP'' কে গুনতে হয়েছে ৪.৫ বিলিয়ন ক্ষতিপূরণ। ছড়িয়ে পড়া তেল ফিল্টারের দায়িত্ব ''BP'' কেই নিতে হয়েছে। ওই ঘটনায় তাদের অর্থনৈতিকভাবে আর সুনামের দিক থেকে দুভাবেই ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। সেই সময়ে তাদের শেয়ার মুল্যে ধস নামে। ''BP' এর তেল নষ্ট হয়ছে, এই অজুহাত কাউকে দিতে পারবে না তারা। পরিবেশ দূষণের অধিকার কেউ রাখেনা। দুর্ঘটনায় হোক আর স্ব ইচ্ছায় হোক দায়ভার তাদেরকে নিতেই হবে এবং নিতে হয়েছেও। যার জন্য এই কেইস ক্রিমিনাল কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

বাংলাদেশের সুন্দরবনে কিছুদিন আগে গেছে একি রকম এক ঘটনা। যেটা ''BP'' এর মত বড় আকারের না হলেও প্রতিক্রিয়া কিন্তু সমান। এই ক্ষেত্রেও পরিবেশ দূষণ, পানি দূষণ, বন্য ও জলীয় প্রানীর ক্ষতির পরিমান ব্যাপক। ''BP'' এর ওই ঘটনা গুরুত্ব সহকারে দেখা হলেও, সুন্দরবনের ঘটনাকে আমরা কেনো গুরুত্ব দিচ্ছিনা? এই ঘটনা অনেকেই জানিনা, জেনেও গুরুত্ব দেই না। ভাবখানা এমন যে, মরলে বনের জন্তু মরবে, সুন্দরবনের গাছ মরবে, পানি নষ্ট হবে আমার কি? আমার পুকুরের পানি তো আর নষ্ট হয়নি, আমার ঘরের গরু তো আর মরবেনা। কিন্তু আমরা এইটা বুঝি না যে, পরিবেশ দূষণের প্রভাব কতটা সুদূরপ্রসারী ও ভয়ানক। যার প্রভাব একদিনে তৈরি হয়না বিধায় আমরা বুঝতে পারিনা। এই দুর্ঘটনায় সরকার দায়সারাভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে, মিডিয়া অন্যান্য খবরের মত এইটাকে জোর দিয়ে প্রচার করতেছেনা, যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে জরিমানা বা গ্রেপ্তার করার ব্যবস্থা করা হচ্ছে না। সুন্দরবন এলাকার ভেতর দিয়ে তেলবাহী জাহাজের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও কে মানে কার কথা। বন্য প্রানী শিকার আর গাছ কাটার মত প্রশাসনকে ঘুষ দিয়ে ঠিকি এইসব জাহাজ আসা যাওয়া করে থাকে। এই ঘটনা না ঘটলে ব্যাপারটা হয়তো অনেকের অগোচরেই থেকে যেতো। অন্যান্য ঘটনার মত কিছুদিন হয়তো তেলবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে, কিছুদিন পর আবার সব আগের মতই হয়ে যাবে। এমন কিছু একটা হয়েছে মানুষ হয়তো ভুলেই যাবে কিছু সময় পরে, কিন্তু যে ক্ষতি হবার তা তো হয়েই যাবে, খালি চোখে ক্ষতির পরিমান পর্যবেক্ষণ করার মত বিচক্ষন জাতি এখনো আমরা হই নি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.