![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধিকাংশ ধার্মিকেরা ধর্মকে মৌন সমর্থন দেন। কিন্তু তাঁদের প্রাত্যহিক জীবনে ধর্ম সেভাবে পালন করেন না যেভাবে ধর্মগ্রন্থগুলিতে বলা হয়। বাস্তবতায় সেটা সম্ভব ও না হয়তো। তাই ধর্ম মারা পড়েছে সেই শুরু থেকেই। কিন্তু ধর্মের নামে যা টিকে রয়েছে তা হল অবস্থা বুঝে সুবিধাজনক সময়ে স্বার্থ হাসিলে ধর্মের ব্যবহার। সংগীত ইসলামে নিষেধ থাকলেও গান কিন্তু ৯০% মুসলিমের এই দেশে সমান জনপ্রিয়। ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা, ছিনেমা, নাটক, নৃত্য, টেলিভিশন, বাদ্যযন্ত্র -এমন অনেক কিছু ইসলাম মতে হারাম হলেও এই মুসলিম সমাজ তা গ্রহন করেছে স্বাভাবিকভাবেই। তাহলে নামকাওয়াস্তে ধর্ম থাকলেও বাস্তবে নেই।
কিন্তু একটা ভয়ংকর ব্যাপার থেকেই গিয়েছে যা হলো সাধারন মৌন সমর্থনকারী। এরা মনে মনে ধর্মকে বিশ্বাস করেলেও ধর্মীয় বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেনা (আগেই বলেছি- যদিও সেটা সম্ভব না)। আর এভাবেই এরা নিজেরা নিজেদের সাথে প্রতিনিয়ত প্রতারনা করতে করতে শক্তিহীন নি:স্ব অথবা ভয়ংকর দানবে পরিনত হয়। দুর্ভাগ্যবশত: এই ধরনের মানুষের সংখ্যা-ই আমাদের সমাজে অধিক!
২| ১২ ই মার্চ, ২০১৭ ভোর ৫:৫৯
মিঃ আতিক বলেছেন:
নিজেরা নিজেদের সাথে প্রতিনিয়ত প্রতারনা করতে করতে শক্তিহীন নি:স্ব অথবা ভয়ংকর দানবে পরিনত হয়।
চমৎকার বলেছেন।
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
রফিকুলইসলাম বলেছেন: আমি নিজেকে বদলানোর চেস্টা করচি।