নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এমনভাবে হেরে যাবো যে, তুমি জিতেও পস্তাবে!!!

অনুপম বলছি

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:



হার্ড কারেন্সী নেই; জাতির প্রয়োজন মানুষও রপ্তানী করা; সামান্য ইলিশ তো ইলিশ! আপনি আরব যেতে চাইলে, আপনাকেও রপ্তানী করার দরকার।

সঠিক কাজ হয়েছে, ভারতে যদি বাজার থাকে ৫০ হাজার টন বা তারো বেশী রপ্তানী করার দরকার।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:


আসিফ নজরুলের বাসস্হান হবে জেল, সে ক্রিমিনাল; সে পাকিস্তানী সংস্কৃতির মানুষ।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৮

কামাল১৮ বলেছেন: না পাঠিয়ে কোন লাভ হয় নাই।সাধারনের ক্রয় ক্ষমতায় আসেনাই ইলিশের দাম।সাগর থেকেই ইলিশ চলে যাচ্ছিলো ভারতে।মাঝখান থেকে বৈদেশিক মুদ্রা হারাচ্ছিলো বাংলাদেশ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

আরইউ বলেছেন:



অনুপম,

শোনা যাচ্ছে আমাদের এক কোমলমতি মেধাবী সমন্বয়ক বলেছেন তিনি শিবিরের নেতা, শিবির মূল আন্দোলন পরিচালনা করেছে।

এদিকে পার্ব্ত্য এলাকায় ইন্টারনেট বন্ধ করে মানুষ খুন করে কোটাধারী সমন্বয়ক উপদেষ্টা নাহিদের রূপে পলক মিয়া ফিরে এসেছে। নাহিদ মিয়াও বলেছেন ইন্টারনে বন্ধ করা হয়নি, ঠাডা পড়ে ইন্টারনেটের োগা মারা গেছে। পলক চোরার সাথে পার্থক্য কী হলো!

ওদিকে, হাসিনার প্রেতাত্মা হয়ে ফিরে আসা ইউনুস মিয়া ভারতে ইলিশ পাঠাচ্ছে। পরিমানতো কম নয় দেখছি। দেশের মানুষের কি ইলিশ খাওয়া শেষ? হচ্ছেটা কী এসব!

ভালো থাকুন!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

নূর আলম হিরণ বলেছেন: ক্ষমতায় গেলেই বুঝা যায় রাস্তায় চিল্লাচিল্লি করা আর দেশ চালানো ভিন্ন জিনিস।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫২

জনারণ্যে একজন বলেছেন: ইন্টারনেট বন্ধ করা হয়নি, ঠাডা পড়ে ইন্টারনেটের োগা মারা গেছে।

- হা হা হা। কমেন্ট অফ ঠিক উইক!

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৪

জনারণ্যে একজন বলেছেন: *** দিজ

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০১

আহা রুবন বলেছেন: ইলিশ আহড়নের ২/৩ % রপ্তানি করলে সেটা দেশের বাজারে তেমন কোনও প্রভাব পড়ার কথা নয়।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৫

ঊণকৌটী বলেছেন: বলেছেন: ত্রিপুরাতে বিশেষ করে আগরতলাতে সারা বছরই ইলিশ পাওয়া যায়, দাম সাধ্যের মধ্যে, এক কেজি বারশো দেড় কেজি ষোলোশো থেকে আঠারোশো একদম টাটকা, কেন যে আপনারা ইলিশ নিয়ে এতো গান, এতো কান্না, বুঝিনা |ধরেন আপনার দেশের মাছ ব্যবসায়ীদের, কেন তারা কেন টন টন ইলিশ ভারতে পাঠায়? নিশ্চয়ই লাভ বেশি করে, আর এইটা বুঝতে সায়েন্স লাগে না, বাংলাদেশের মানুষ ইলিশ খায় বা না খায় আগরতলাতে তো সারা বছরই প্রচুর পরিমাণে আসে আর শুধুমাত্র ইলিশ না, ত্রিপুরা তো পাহাড়ি এলাকা তো গুরা মাছও প্রচুর পরিমাণে আসে

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন:

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪১

আরইউ বলেছেন:



@রূপক,
হাসতে হাসতে শ্যাষ হইয়া গেলাম।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৮

রূপক বিধৌত সাধু বলেছেন: আরইউ, যারা একসময় ভারতে ইলিশ রপ্তানির বিরোধীতা করত, এখন তাদের যুক্তি দেখে আমি হা করে তাকিয়ে থাকি। এমন পল্টি মনে হয় এইচএম এরশাদও নেননি।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:১৩

নিমো বলেছেন: দেশের আসল সরকার হলো ব্যবসায়ীরা। ব্লগেও দুটো বাটপার আছে, স আর শ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.