![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে নিজে চিনো । খুব পুরাতন একটা দর্শন । এই আহব্বানটির মূল অর্থ কি কেউ বের করতে চেয়েছে ? এই যুগের মানুষেরা ? একটু বিজ্ঞানের স্মরনাপণ্ণ হই লেখার এই অংশে ? বিজ্ঞানের কল্যাণে আমরা জানি আমাদের শরিরে ভেতরে কি আছে ? কিভাবে আছে ? এবং কিভাবে এরা কাজ করে ? এর সবই আমরা জানি । যেমন ফুঁসফুঁস বাতাস নিয়ে বাতাস থেকে অক্সিজেন আলাদা করে শরিরে প্রেরণ করে আবার পাকস্তলি খাবার থেকে পুষ্টি আলাদা করে শক্তি হিসেবে শরিরে প্রেরণ করে ।
আমি (?) ফুঁসফুঁস বা পাকস্তলিকে আলাদা ভাবে নির্দেশ দিচ্ছি না বাতাস নাও শক্তি দাও অর্থাৎ তারা নিজের মত কাজ করে যাচ্ছে আমাকে (?) বাচিয়ে রাখতে । ঠিক এমনই শরিরে প্রতিটা অংগের আলাদা আলাদা কাজ রয়েছে আমাকে(?) বাচিয়ে রাখতে ।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে সেই আমিটা কে ?
২| ১০ ই এপ্রিল, ২০১৫ ভোর ৫:৫৫
খাঁটি বাংলাদেশি বলেছেন: যতদূর জানি আমাদের আত্মাই হলো আমাদের আইডেন্টিটি ......
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪৬
নিয়েল হিমু বলেছেন: কোন বস্তুটিকে আমি আত্মা বলব ? অদৃশ্যকে আমি বলে মেনে নেব কেন ?
এর পরেও যদি বলি আমাকে অর্থাত্ আত্মাকে বাচিয়ে রাখতে দেহের এত আয়জন তাহলে অনুমেয় যে আত্মার মৃত্যু আছে ? কিন্তু বিশ্বাসিরা তো তা বলতে নারাজ ।
যুক্তির বাহিরে গিয়ে যদি মেনেও নেই আত্মার ধংস নেই তাহলে কথা হচ্ছে তাকে বাচিয়ে রাখার জন্য এত আয়োজন কেন ? যার ধংস বা মৃত্যু নেই ?
৩| ১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কঠিন প্রশ্নরে ভাই।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমিও তো আপনারে চিন্তাছি নাহ।
১৬ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৪০
নিয়েল হিমু বলেছেন: আপনে যে চিনবেন না এইটা আমি জানি ।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
অবচেতনমন বলেছেন: আপনারে না চিনিলে হয়না ভূবন জানা, নিজের মাঝে ডুব দিয়ে দেখ আছে মানিক রতন সোনা।
১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩২
নিয়েল হিমু বলেছেন: এতদেরিতে দেখলাম ভাইয়ের মন্তব্য
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কঠিন প্রশ্ন...