![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজা গরিবের খাদ্য কষ্ট বোঝার এক মাধ্যম, ছোট বেলা থেকেই শুনে আসছি আমরা । গরিবের খাদ্য কষ্ট বুঝে আমাদের করনিয় কি ? খাদ্য অপচয় রোধ করা ? প্রয়োজনের অতিরিক্ত টুকু দান করে দেয়া ? দারিদ্র দুর করনে সচেষ্ট হওয়া ? এই তো । সারাদিন রোজা রেখে বিকালে বাজার থেকে টুকটাক ইফতার কম বেশি সবাই কেনে । ইফতার কিনে ফিড়তে সময় রাস্তায় যদি কোন ফকির ভিক্ষা চায় অবলিলায় নিজের ইফতারের প্যাকটা আগলে ধরে পাশ কাটিয়ে যেতেই আমরা ভালবাসি । সিলেট শহরের জিন্দাবাজার বা বন্দর এলাকায় মাত্র এক মিনিট দাড়ালে কম পক্ষে তিন বার এই দৃশ্য আপনার চোখে পড়বে । এটাই কি বিলাসিতা নয় ?
ব্লগে ব্লগে ঘুরে বেড়ানোতে এখন সময় দিচ্ছি পুরাতন অভ্যাসটা চালু করছি আবার, এই সুবাদে রোজার আগের দিন থেকেই বাহারি ইফতার আয়জন নিয়ে আপুরা লিখছেন দেখছি সাভাবিক লিখাটা, কারন সারাদিন রোজা রেখে ইফতারের সময়টুকুই প্রতিটি অভুক্ত মানুষের কাছেই ঈদের আনন্দের মতই । কিন্তু ঈদের এই আনন্দটি কি বড় স্বার্থপরের মত ভোগ করা হয় না ? আমার লজ্জা লাগে, ভিষণ লজ্জা লাগে পেট পুরে ইফতার করতে ঠিক যেমন ঈদ উপলক্ষে নতুন জামা কিনতে লজ্জা লাগে ঠিক তেমন দরিদ্র মানুষ গুলোর কথা ভেবে ইফতার নিয়ে বিলাসিতা করতেও লজ্জা লাগে । যেদিন এই লজ্জাটুকু প্রতিটা মানুষ ধারন করতে পারবে সেদিন বিপ্লব ঘটে যাবে । দারিদ্রতা বিদায় নিবে, সমাজ ব্যবস্থাই বদলে যাবে আমি বিশ্বাস করি ।
২| ০৪ ঠা জুলাই, ২০১৫ ভোর ৪:২৮
নিয়েল হিমু বলেছেন: আমি তো না হয় অনেক দিন পর কিন্তু আপনার তো কোন খবরই নাই । ব্যপারটা কি ভাল লাগার মত বলেন আপনিই ?
আমার এখন সময় কাটছে ব্লগ গুলোতে ঘুরাফেড়া করে । আপনার খবর কি আপু ? দেশে আসা হয়েছিল কি এর ভেতরে ?
৩| ০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১০:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Ami apnar choto eta to janen?
Blogging valo lage na. Emni ghurte eshechi. Busy achi poralekha niye.
Na, deshe ashini.
৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০৬
নিয়েল হিমু বলেছেন: তুমি তো সব সময় নিজেকে লুকিয়ে রেখেছিলে আপু । সবার সম্পর্কে জানতে কিন্তু নিজের সম্পর্কে কখনো কিছু প্রকাশ করেছিলে যে জানব ?
হ্যাঁ ব্লগিং ভাল লাগে না আর আগের মত তবে পড়ার ইচ্ছাটা দমে যায় নি এক বিন্দুও আর fbও চালানো বন্ধ করে দিয়েছি বিধায় পড়তে আসি ব্লগারদের স্বপ্ন, তাদের প্রাপ্তির গল্প, তবে হতাশা বা অপ্রাপ্তি পড়তে ভাল লাগে না একদম ।
দেশ বিমুখ মানুষদের ভাল লাগত না এক সময় কিন্তু এখন আর এইসব নিয়ে মাথা ঘামাই না । আগের মত নেই আমি কিন্তু দু বছর আগে ওমান যাওয়া বন্ধুটা সেদিন লিখে পাঠিয়েছে "দোস্ত এক ওমানি বাংলাদের বৃষ্টি দেখতে চায় তারে নিয়া দেশে আইতাছি তুই কিন্তু সাথে থাকবি ওরে তোর বৃষ্টি ভেজা দেশ দেখাবি...... ব্লা ব্লা ব্লা" জবাবই দেই নাই । অথচো এক সময় বলতাম সুযোগ পাইলেই বিদেশীদের কাছে বাংলাদেশ তুইলা ধরবি... থাক এসব ।
বৃষ্টি দেখার দাওয়াত রইল বাংলাদের ঝুম বৃষ্টি চলে এসো কোন এক বর্ষায়
৫| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ২:৪৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Keno, Facebook bondho keno?
Desh bimukh na, bestota ache.
Thanks for the invitation. Bangladesh a gele Sylhet jabo.
৬| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৩
নিয়েল হিমু বলেছেন: fbবন্ধ কেন সেটা বলতে গেলে আমার ভাল লাগবে না । fbর কথা তখন তুললাম কারন হচ্ছে আমার লাস্ট দুটা পোষ্টকে তুমি fbস্টেটাস হিসেবে ধরতে পারো ব্লগিং না এই কারনে
আমি নিজে ব্যস্ততা চরম পছন্দ করি । ব্যস্ত মানুষ দেখতেও ভাল লাগে ।
সিলেট যাব, সিলেট যাচ্ছি, সিলেট আসছি, সিলেট গেছিলাম এই ধরনের কথা গুলো শুনতে খুব ভাল লাগে খুব
অপেক্ষায় থাকলাম তবে ?
৭| ২৮ শে আগস্ট, ২০১৫ ভোর ৪:৩০
রাসেলহাসান বলেছেন: সুন্দর বলেছেন। তবে রোজা নাই তাই কিছু কইলাম না।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৩
নিয়েল হিমু বলেছেন: কৃতার্থ করেছেন
৯| ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩৬
এন এফ এস বলেছেন: ভালো আছেন?
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৭
নিয়েল হিমু বলেছেন:
১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমাদের দেশ কৌশলে মানুষকে দরিদ্র করে রেখেছে।
১২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪
নিয়েল হিমু বলেছেন: ঠিক বুঝলাম না ?
১৩| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৬
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসেন, নতুন পোস্ট দিন।
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ রাত ১১:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি খবর? অনেক দিন পর।