নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি রাক্ষুস দেখেছি যবে
তুমি ভেবেছ কি আমি ভয় পেয়েছি তবে?
নাহ! রাক্ষুস আমায় ভয় দেখায়নি
আমায় ভয় দেখিয়েছে মানবতাহানি।
মীরজাফর ইংরেজ বেনিয়া পাকিস্তানী জিন্না
এরা কেউ বেঁচে নেই, আছে শুধু ঘৃণা
হাজার রাক্ষুস ছিল যাদের উদোরে
যাদের জীবন যাপন ছিল ভূঁতুড়ে।
নাহ! রাক্ষুস নয় তারা, তারা হায়েনা
মনুষ্য জাতি এদের ভয় পায়না।
নব্য রাক্ষুস খাচ্ছে মানুষ ইচ্ছে যত ভূঁড়ি
আর কত খাবি না হয় পাঁচ কুড়ি
মানবতা আজ তাদের হাতে হচ্ছে চুরি
সময়ে আবার ঘুরে ফিরে আসবে ঐ দিনগুলি
নাহ! এরাতো রাক্ষুস নয়, নয়তো হায়েনা
সত্যি এরা নব্য যুগের নতুন বেনিয়া
©somewhere in net ltd.