![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটার পর একটা বাংলাদেশী ওয়েব সাইটে হামলা চালিয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার হ্যাকার গ্রুপ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর মঙ্গলবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের http://www.msw.gov.bd ওয়েবসাইট বিকল করে দিয়েছে ইন্দোনেশিয়ার ডেভিল ব্ল্যাক জে-জেম্বার হ্যাকার গ্রুপ।
হ্যাকিং করে একটি সার্চলাইট ফেলে সেখানে লিখে দেয়া হয়েছে, ‘Don’t attack Indonesian site’. এই বার্তা থেকেই বাংলাদেশ আর ইন্দোনেশিয়ার হ্যাকারদের মধ্যে চলমান দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ পেলো।
প্রসঙ্গত, সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ওয়েবসাইটটি হ্যাক করে ইন্দোনেশিয়ারই একটি হ্যাকার গ্রুপ। সেখানে তারা বাংলাদেশের গ্রে হ্যাট হ্যাকার’ দলকে চ্যালেঞ্জ করে।
এছাড়াও এর আগের দিন রোববার রাত ১০টা দিকে হ্যাকড হয় পরিবার পরিকল্পনা অধিদফতরের (ডিজিএফপি) ওয়েবসাইট http://www.dgfp.gov.bd
বিশ্বখ্যাত হ্যাকার গ্রুপ অ্যানোনিমাসের লোগো দেয়া এ ওয়েবসাইটটির হোম পেজে পরিচয়ের নিচে সতর্কবার্তা হিসেবে ‘ইন্দোনেশিয়ার সাইবার স্পেস স্পর্শ করবে না’ লাইন জুড়ে দেয় ইন্দোনেশিয়ান হ্যাকার গ্রুপটি।
ব্ল্যাক জে-জেম্বার হ্যাকার গ্রুপ।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৮
নিয়ানডার্থাল বলেছেন: খালি দেখতে সুন্দর লাগলে হবেনা,
কোথাকার কোন দেশ আমাদের সাইটে আক্রমন করে আবার ঐ খানে আমাদের চেলেঞ্জ জানিয়ে বার্তা লিখে রাখবে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখবো ?
২| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: বাংলাদেশী হেকারগো ঠেলা এখন টের পাবা ইন্দো মামারা ............
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০২
নিয়ানডার্থাল বলেছেন: ইন্দো মামাদের = ওরাং ইন্দোনেশিয়া-দের ঠেলা দেওয়ার লোকই খুজ্তাছে -আই মিন আমাদের হেকারদের ।
ভালো একটা শিক্ষা দেয়া দরকার ওই নাক বোচাওয়ালাদের।
৩| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৯
নিয়ানডার্থাল বলেছেন:
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১০
ভিটামিন সি বলেছেন: হ্যাক হওয়ার পর দেখতে সুন্দর লাগে।