![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরবে কর্মরত শ্রমিকদের জন্য কঠোর আইনের প্রতিবাদে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। রাজধানী রিয়াদের দরিদ্র মানুষদের এলাকার বলে পরিচিত মানফুহা এলাকায় শনিবার এ সংঘর্ষ হয়। আকামা শেষ হয়ে যাওয়া বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হওয়ার এক সপ্তাহ পর এ সংঘর্ষ হলো।
বিক্ষোভের আগুন জ্বলছে
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র ঘোষণা করেছেন : দেশের প্রচলিত আইনের ভিত্তিতে সকল প্রকার বিক্ষোভ, মিছিল, অনশন পালন এবং এ ধরণের কর্মের প্রতি আহবান জানানো ইসলামি শরিয়তের বিরোধী ও সৌদি আরবের সামাজিক আইন পরিপন্থী।
সৌদি আরবের সরকারী বাহিনী অতর্কিতে ধর পাকড় শুরু করলে বিদেশী শ্রমিকরা রাস্তায় নেমে আসে এর পর পুলিশ বিক্ষোভকারীদের উপর হামলা চালায় এবং তাদের দিকে টিয়ার গ্যাস ছোঁড়ে।
ঃ সৌদি ক্র্াক্ডাউন
ঃ অবৈধ অভিবাসী শ্রমিক
সৌদি সরকার সম্প্রতি নতুন শ্রমিক আইনের অজুহাতে যেসব বিদেশি নাগরিকের হাতে দেশটি গড়ে উঠেছে তাদের ওপর ব্যাপক নিপীড়ন শুরু করেছে। এই নিপীড়নের বিরুদ্ধে শনিবার রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান বিদেশি শ্রমিকরা। কিন্তু তাদের ভাগ্যে জোটে পুলিশের বেধড়ক লাঠিপেটা, টিয়ারগ্যাস এবং রাবার বুলেট। পুলিশি হামলায় বহু লোক আহত হয় এবং বহু শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যায়।।
ঃ পুলিশের ধাওয়া খাওয়ার পর
২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬
নিয়ানডার্থাল বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
এম আর ইকবাল বলেছেন:
সব বিদেশীদের উচিত সৌদি আরব বজর্ন করা জোটবদ্ধভাবে ।
বিদেশী শ্রমিক ছাড়া তারা অচল ।
কিন্তু তা কেউ করবে না ।
তাদের রয়েছে পেট্রো ডলার ।
যা দিয়ে তারা সবাইকে কিনতেছে ।